বংশাবলির প্রথম খণ্ড ৩:১-২৪
৩ দায়ূদের এই ছেলেদের জন্ম হিব্রোণে হয়েছিল: প্রথমজাত ছেলে অম্নোন, যার মা যিষ্রিয়েলীয় অহীনোয়ম, দ্বিতীয় ছেলে দানিয়েল, যার মা কর্মিলীয় অবীগল,
২ তৃতীয় ছেলে অবশালোম, যে গশূরের রাজা তল্ময়ের মেয়ে মাখার ছেলে, চতুর্থ ছেলে আদোনিয়, যে হগীতের ছেলে,
৩ পঞ্চম ছেলে শফটিয়, যার মা অবীটল এবং ষষ্ঠ ছেলে যিত্রিয়ম, যার মা দায়ূদের স্ত্রী ইগ্লা।
৪ দায়ূদের এই ছ-টি ছেলের জন্ম হিব্রোণে হয়েছিল। তিনি সাড়ে সাত বছর হিব্রোণ থেকে এবং ৩৩ বছর জেরুসালেম থেকে রাজত্ব করেছিলেন।
৫ দায়ূদের এই ছেলেদের জন্ম জেরুসালেমে হয়েছিল: শিমিয়, শোবব, নাথন ও শলোমন। এই চার জনের মা বৎশেবা, যিনি অম্মীয়েলের মেয়ে।
৬ দায়ূদের আরও ন-টি ছেলে ছিল: যিভর, ইলীশামা, ইলীফেলট,
৭ নোগহ, নেফগ, যাফিয়,
৮ ইলীশামা, ইলিয়াদা ও ইলীফেলট।
৯ এরা সবাই দায়ূদের ছেলে আর এদের বোনের নাম তামর। এ ছাড়া, দায়ূদের উপপত্নীরাও তার জন্য ছেলেদের জন্ম দিয়েছিল।
১০ শলোমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে যিহোশাফট,
১১ যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যিহোয়াশ,
১২ যিহোয়াশের ছেলে অমৎসিয়, অমৎসিয়ের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোথম,
১৩ যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিষ্কিয়, হিষ্কিয়ের ছেলে মনঃশি,
১৪ মনঃশির ছেলে আমোন আর আমোনের ছেলে যোশিয়।
১৫ এরা যোশিয়ের ছেলে: প্রথমজাত ছেলে যোহানন, দ্বিতীয় ছেলে যিহোয়াকীম, তৃতীয় ছেলে সিদিকিয় এবং চতুর্থ ছেলে শল্লুম।
১৬ যিহোয়াকীমের ছেলে যিকনিয় আর যিকনিয়ের ছেলে সিদিকিয়।
১৭ এরা বন্দি যিকনিয়ের ছেলে: শল্টীয়েল,
১৮ মল্কীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা ও নদবিয়।
১৯ পদায়ের ছেলেরা সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের ছেলেরা মশুল্লম ও হনানিয় (আর তাদের বোন শালোমীৎ)।
২০ তার আরও পাঁচটি ছেলে ছিল হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ।
২১ হনানিয়ের ছেলেরা পলটিয় ও যিশায়াহ। যিশায়াহের ছেলে* রফায়, রফায়ের ছেলে* অর্ণন, অর্ণনের ছেলে* ওবদিয় এবং ওবদিয়ের ছেলে* শখনিয়।
২২ এরা শখনিয়ের ছেলে: শময়িয় এবং তার ছেলে হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট, মোট ছ-জন।
২৩ নিয়রিয়ের তিনটি ছেলে: ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম।
২৪ ইলীয়ৈনয়ের সাতটি ছেলে: হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ, অক্কুব, যোহানন, দলায় ও অনানি।