বংশাবলির প্রথম খণ্ড ২৫:১-৩১

২৫  এ ছাড়া, দায়ূদ এবং যে-দলগুলো মন্দিরে সেবা করত, সেগুলোর অধ্যক্ষেরা একসঙ্গে মিলে আসফ, হেমন ও যিদূথূনের কয়েক জন ছেলেকে আলাদা করলেন, যাতে তারা বীণা, তারওয়ালা বাদ্যযন্ত্র ও করতাল বাজিয়ে ভবিষ্যদ্‌বাণী করে। এই সেবার জন্য বেছে নেওয়া লোকদের তালিকা এই: ২  আসফের ছেলেদের মধ্য থেকে সক্কূর, যোষেফ, নথনিয় ও অসারেল। আসফের এই ছেলেরা তার নির্দেশনা অনুযায়ী সেবা করত আর আসফ রাজার নির্দেশনা অনুযায়ী ভবিষ্যদ্‌বাণী করতেন। ৩  যিদূথূনের ছেলেদের মধ্য থেকে গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়। এই ছ-জন তাদের বাবা যিদূথূনের নির্দেশনা অনুযায়ী সেবা করত। যিদূথূন বীণা বাজিয়ে ভবিষ্যদ্‌বাণী করতেন ও সেইসঙ্গে যিহোবাকে ধন্যবাদ দিতেন এবং তাঁর প্রশংসা করতেন। ৪  হেমনের ছেলেদের মধ্য থেকে বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল, যিরেমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দল্‌তি, রোমাম্‌তী-এষর, যশ্‌বকাশা, মল্লোথি, হোথীর ও মহসীয়োৎ। ৫  এরা সবাই হেমনের ছেলে। হেমন রাজার একজন দর্শক ছিলেন, যিনি সত্য ঈশ্বরের গৌরব করার জন্য তাঁর বার্তা শোনাতেন। তাই, সত্য ঈশ্বর হেমনকে ১৪টি ছেলে এবং ৩টি মেয়ে দিলেন। ৬  এরা সবাই তাদের বাবার নির্দেশনা অনুযায়ী সেবা করতেন আর যিহোবার গৃহে করতাল, তারওয়ালা বাদ্যযন্ত্র ও বীণা বাজিয়ে গান গাইতেন। সত্য ঈশ্বরের গৃহে তারা এই সেবাই করতেন। আসফ, যিদূথূন ও হেমন রাজার নির্দেশনা অনুযায়ী সেবা করতেন। ৭  এদের এবং এদের ভাইদের যিহোবার উদ্দেশে গান গাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আর এরা সবাই খুব দক্ষ গায়ক ছিল। এদের সংখ্যা ছিল ২৮৮। ৮  তাই, বড়ো-ছোটো আর যারা দক্ষ এবং যারা শিক্ষা নিচ্ছে, এমন প্রত্যেকে নিজেদের দায়িত্ব নির্ধারণ করার জন্য ঘুঁটি* চালল। ৯  ঘুঁটি* চেলে প্রথম নাম উঠল আসফের ছেলে যোষেফের, দ্বিতীয় নাম উঠল গদলিয়ের (তার এবং তার ভাই ও ছেলেদের সংখ্যা ১২), ১০  তৃতীয় নাম উঠল সক্কূর এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১১  চতুর্থ নাম উঠল যিষ্রি এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১২  পঞ্চম নাম উঠল নথনিয় এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১৩  ষষ্ঠ নাম উঠল বুক্কিয় এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১৪  সপ্তম নাম উঠল যিশারেলা এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১৫  অষ্টম নাম উঠল যিশায়াহ এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১৬  নবম নাম উঠল মত্তনিয় এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১৭  দশম নাম উঠল শিমিয়ি এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১৮  এগারোতম নাম উঠল অসরেল এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ১৯  ১২তম নাম উঠল হশবিয় এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২০  ১৩তম নাম উঠল শবূয়েল এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২১  ১৪তম নাম উঠল মত্তিথিয় এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২২  ১৫তম নাম উঠল যিরেমোৎ এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২৩  ১৬তম নাম উঠল হনানিয় এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২৪  ১৭তম নাম উঠল যশ্‌বকাশা এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২৫  ১৮তম নাম উঠল হনানি এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২৬  ১৯তম নাম উঠল মল্লোথি এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২৭  ২০তম নাম উঠল ইলীয়াথা এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২৮  ২১তম নাম উঠল হোথীর এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ২৯  ২২তম নাম উঠল গিদ্দল্‌তি এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২, ৩০  ২৩তম নাম উঠল মহসীয়োৎ এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২ ৩১  আর ২৪তম নাম উঠল রোমাম্‌তী-এষর এবং তার ছেলে ও ভাইদের, যাদের সংখ্যা ১২।

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।