করিন্থীয়দের প্রতি প্রথম চিঠি ৫:১-১৩

  • যৌন অনৈতিকতার একটা ঘটনা (১-৫)

  • একটুখানি খামির পুরো তালকে ফাঁপিয়ে তোলে (৬-৮)

  • একজন দুষ্ট ব্যক্তিকে বের করে দিতে হবে (৯-১৩)

 আসলে, আমি জানতে পেরেছি, তোমাদের মধ্যে যৌন অনৈতিকতা* রয়েছে। এই ধরনের যৌন অনৈতিকতা* এমনকী ন-যিহুদি লোকদের মধ্যেও দেখা যায় না। তোমাদের মধ্যে একজন তার সৎ মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক রেখেছে। ২  তোমরা কি এই বিষয় নিয়ে গর্ব করছ? বরং তোমাদের কি দুঃখ করা উচিত নয়? আর যে-ব্যক্তি এই পাপ করেছে, তাকে কি তোমাদের মধ্য থেকে বের করে দেওয়া উচিত নয়? ৩  যদিও আমি শারীরিকভাবে অনুপস্থিত, কিন্তু মনের দিক দিয়ে উপস্থিত এবং যে-ব্যক্তি সেই কাজ করেছে, আমি ইতিমধ্যেই এমনভাবে তার বিচার করেছি, যেন তোমাদের মধ্যেই উপস্থিত ছিলাম। ৪  তোমরা যখন আমাদের প্রভু যিশুর নামে একত্রিত হও, তখন আমার মন এবং প্রভু যিশুর শক্তি তোমাদের সঙ্গে থাকে। ৫  তাই, সেই ব্যক্তির পাপপূর্ণ প্রভাব বিনষ্ট করার জন্য প্রভুর নামে তাকে শয়তানের হাতে দিতে হবে, যেন প্রভুর দিনে মণ্ডলীর মনোভাবকে সুরক্ষিত রাখা যায়। ৬  গর্ব করা তোমাদের জন্য ভালো নয়। তোমরা কি জান না, একটুখানি খামির* ময়দার পুরো তালকে ফাঁপিয়ে* তোলে? ৭  পুরোনো খামির* বের করে দাও। এতে তোমরা নতুন তাল হতে পারবে, কারণ তোমরা তো খামির* থেকে মুক্ত। প্রকৃতপক্ষে, আমাদের নিস্তারপর্বের মেষ, খ্রিস্টকে বলি হিসেবে উৎসর্গ করা হয়েছে। ৮  তাই এসো, আমরা পুরোনো খামির* কিংবা মন্দতা ও দুষ্টতার খামির* দিয়ে নয়, বরং আন্তরিকতা ও সত্যের খামিরবিহীন* রুটি দিয়ে পর্ব* উদ্‌যাপন করি। ৯  আমি আমার চিঠিতে তোমাদের লিখেছিলাম, যেন তোমরা এমন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা বন্ধ কর, যারা যৌন অনৈতিকতায়* রত আছে। ১০  তবে, এর অর্থ এই নয় যে, এই জগতের এমন ব্যক্তিদের কাছ থেকে পুরোপুরি পৃথক থাকতে হবে, যারা যৌন অনৈতিকতায়* রত আছে, লোভী, দস্যু অথবা প্রতিমাপূজক। কারণ যদি তা-ই হয়, তা হলে তো তোমাদের এই জগৎ থেকে বাইরে চলে যেতে হবে। ১১  কিন্তু, এখন আমি তোমাদের লিখছি, ভাই বলে পরিচিত কোনো ব্যক্তি যদি যৌন অনৈতিক কাজ* করে কিংবা লোভী হয়, প্রতিমাপূজক হয়, গালিগালাজ করে, মাতাল অথবা দস্যু হয়, তা হলে তোমরা এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা করা বন্ধ করো, এমনকী তার সঙ্গে খাওয়া-দাওয়াও কোরো না। ১২  আমি বাইরের লোকদের বিচার কেন করব? তোমরা তো আসলে ভিতরের লোকদের বিচার কর ১৩  আর ঈশ্বর বাইরের লোকদের বিচার করেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে: “তোমাদের মধ্য থেকে সেই দুষ্ট ব্যক্তিকে বের করে দাও।”

পাদটীকাগুলো

গ্রিক, পরনিয়া। শব্দকোষ দেখুন।
গ্রিক, পরনিয়া। শব্দকোষ দেখুন।
অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্য। শব্দকোষ দেখুন।
বা “তালকে খামিরযুক্ত করে।”
অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্য। শব্দকোষ দেখুন।
অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্য। শব্দকোষ দেখুন।
অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্য। শব্দকোষ দেখুন।
অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্য। শব্দকোষ দেখুন।
অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্য­বিহীন। শব্দকোষ দেখুন।
এটা খামির­বিহীন রুটির উৎসবকে নির্দেশ করে। শব্দকোষ দেখুন, “খামির­বিহীন রুটির উৎসব।”
গ্রিক পাঠ্যাংশে এখানে যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা পরনিয়া শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দকোষ দেখুন।
গ্রিক পাঠ্যাংশে এখানে যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা পরনিয়া শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দকোষ দেখুন।
গ্রিক পাঠ্যাংশে এখানে যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা পরনিয়া শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দকোষ দেখুন, “যৌন অনৈতিকতা।”