রোমীয়দের প্রতি চিঠি ১৬:১-২৭

  • পৌল ফৈবীকে পরিচয় করিয়ে দেন, যিনি একজন সেবিকা (১, ২)

  • রোমের খ্রিস্টানদের প্রতি শুভেচ্ছা (৩-১৬)

  • বিভেদ সম্বন্ধে সতর্কবাণী (১৭-২০)

  • পৌলের সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা (২১-২৪)

  • পবিত্র রহস্য এখন জানা গিয়েছে (২৫-২৭)

১৬  আমি আমাদের বোন ফৈবীকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি কিংক্রিয়া মণ্ডলীর একজন সেবিকা। ২  ভাই-বোনদের* যেভাবে গ্রহণ করা উচিত, তোমরা প্রভুর নামে তাকে সেভাবে গ্রহণ করো এবং তাকে প্রয়োজনীয় সমস্ত সাহায্য প্রদান করো। কারণ তিনিও প্রয়োজনের সময় অনেককে সাহায্য করেছেন, যাদের মধ্যে আমিও রয়েছি। ৩  প্রিষ্কা ও আক্বিলাকে আমার শুভেচ্ছা জানিয়ো, যারা খ্রিস্ট যিশুর কাজ করার বিষয়ে আমার সহকর্মী। ৪  তারা আমার জন্য তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছিলেন আর তাদের শুধু আমিই নই, বরং ন-যিহুদিদের সমস্ত মণ্ডলীও ধন্যবাদ জানাচ্ছে। ৫  এ ছাড়া, তাদের বাড়িতে যে-মণ্ডলী মিলিত হয়, তাদেরও শুভেচ্ছা জানিয়ো। আমার প্রিয় ইপেনিতকেও শুভেচ্ছা জানিয়ো, যিনি সেই ব্যক্তিদের মধ্যে একজন, যারা এশিয়াতে প্রথম খ্রিস্টের অনুসারী হয়েছিল। ৬  মরিয়মকে শুভেচ্ছা জানিয়ো, যিনি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করেছেন। ৭  আমার আত্মীয় ও সহবন্দি আন্দ্রনীক ও যূনিয়কে আমার শুভেচ্ছা জানিয়ো। প্রেরিতদের কাছে তাদের সুনাম রয়েছে এবং তারা আমার চেয়েও বেশি সময় ধরে খ্রিস্টের অনুসারী। ৮  আমার প্রিয় ভাই আম্‌প্লিয়া­তকে আমার শুভেচ্ছা জানিয়ো। তিনিও প্রভুর একজন অনুসারী। ৯  ­আমাদের সহকর্মী ঊর্বাণকে, যিনি খ্রিস্টের জন্য কাজ করেন এবং আমার প্রিয় স্তাখুকে শুভেচ্ছা জানিয়ো। ১০  আপিল্লিকে শুভেচ্ছা জানিয়ো, যার উপর খ্রিস্টের অনুমোদন রয়েছে। আরি­ষ্টবুলের বাড়ির লোকদের শুভেচ্ছা জানিয়ো। ১১  আমার আত্মীয় হেরোদিয়োনকে শুভেচ্ছা জানিয়ো। নার্কিসের বাড়ির লোকদের মধ্যে যারা প্রভুর অনুসারী, তাদের শুভেচ্ছা জানিয়ো। ১২  ত্রুফেণা ও ত্রুফোষাকে শুভেচ্ছা জানিয়ো, যারা প্রভুর জন্য কঠোর পরিশ্রম করছেন। আমাদের প্রিয় বোন পর্ষীকে শুভেচ্ছা জানিয়ো কারণ তিনি প্রভুর জন্য কঠোর পরিশ্রম করেছেন। ১৩  প্রভুর বিশিষ্ট দাস রূফকে ও সেইসঙ্গে তার মাকে শুভেচ্ছা জানিয়ো, যিনি আমার মায়ের মতো। ১৪  অসুঙ্ক্রিত, ফ্রিগোন, হর্মি, পাত্রোবা, হর্মা এবং তাদের সঙ্গে যে-ভাইয়েরা রয়েছে, তাদের শুভেচ্ছা জানিয়ো। ১৫  ফিললগ ও যুলিয়াকে, নীরিয় এবং তার বোনকে এবং ওলুম্পকে আর তাদের সঙ্গে যে-ভাই-বোনেরা রয়েছে, তাদের শুভেচ্ছা জানিয়ো। ১৬  বিশ্বাসী ভাই-বোন হিসেবে একে অন্যকে আন্তরিকভাবে* শুভেচ্ছা জানিয়ো। খ্রিস্টের সমস্ত মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। ১৭  হে ভাইয়েরা, আমি তোমাদের উৎসাহিত করছি, তোমরা যে-শিক্ষা পেয়েছ, সেটার বিপরীতে যারা বিভেদ জন্মায় এবং বিশ্বাসের পক্ষে বাধাস্বরূপ* হয়, তাদের কাছ থেকে সাবধান থেকো এবং তাদের এড়িয়ে চোলো। ১৮  কারণ এই ধরনের লোকেরা প্রভু খ্রিস্টের দাস নয়, বরং তাদের নিজেদের আকাঙ্ক্ষার* দাস। আর তারা মিষ্টি মিষ্টি ও তোষামোদ­পূর্ণ কথা বলে সরল লোকদের মন ভোলায়। ১৯  সকলে তোমাদের বাধ্যতা সম্বন্ধে জানতে পেরেছে আর তাই আমি তোমাদের জন্য আনন্দ করি। কিন্তু, আমি চাই, তোমরা ভালো বিষয়ের ক্ষেত্রে বিজ্ঞ হও এবং মন্দ বিষয়ের ক্ষেত্রে নির্দোষ থাক। ২০  কারণ শান্তির ঈশ্বর শীঘ্র শয়তানকে তোমাদের পায়ের নীচে চূর্ণবিচূর্ণ করবেন। আমাদের প্রভু যিশুর মহাদয়া তোমাদের সঙ্গে থাকুক। ২১  আমার সহকর্মী তীমথিয় এবং আমার আত্মীয় লুকিয়, যাসোন ও সোষিপাত্র তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ২২  আমি তর্তিয়, পৌলের হয়ে এই চিঠি লিখছি, আমিও প্রভুর নামে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ২৩  গায়, যিনি আমাকে* অতিথি হিসেবে গ্রহণ করেছেন এবং যার বাড়িতে সমস্ত মণ্ডলী মিলিত হয়, তিনি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। নগরের কোষাধ্যক্ষ ইরাস্ত এবং তার ভাই কার্তও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ২৪  * ২৫  আমি যে-সুসমাচার প্রচার করি, সেই অনুসারে অর্থাৎ যিশু খ্রিস্ট বিষয়ক প্রচার অনুসারে ঈশ্বর তোমাদের দৃঢ় হতে সাহায্য করবেন। এই সুসমাচার পবিত্র রহস্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর ঈশ্বর তা প্রকাশ করেছেন। নিশ্চিতভাবেই এই রহস্য দীর্ঘসময় ধরে গুপ্ত ছিল। ২৬  কিন্তু, এখন এই রহস্য প্রকাশ করা হয়েছে। আর ভবিষ্যদ্‌বাণীমূলক শাস্ত্রের মাধ্যমে সমস্ত ন-যিহুদি লোক এই পবিত্র রহস্য জানতে পেরেছে। এই বিষয়টা অনন্তকালীন ঈশ্বরের আজ্ঞা অনুসারেই হয়েছে। তাঁর ইচ্ছা এই, যেন সমস্ত জাতি তাঁর উপর বিশ্বাস করে এবং তাঁর বাধ্য হয়; ২৭  যিশু খ্রিস্টের মাধ্যমে চিরকাল ধরে একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের মহিমা হোক। আমেন।

পাদটীকাগুলো

আক্ষ., “পবিত্র ব্যক্তিদের।”
আক্ষ., “পবিত্র চুম্বনে।”
বা “এবং হোঁচট খাওয়ার কারণ।”
বা “পেটের।”
অর্থাৎ পৌল।
মথি ১৭:২১ পদের পাদটীকা দেখুন।