যিশাইয় ৬২:১-১২

৬২  সিয়োনের জন্য আমি চুপ করে থাকব নাআর জেরুসালেমের জন্য আমি স্থির থাকব না,যতক্ষণ না তার সততা উজ্জ্বল আলোর মতো জ্বলজ্বল করেআর তার পরিত্রাণ মশালের মতো জ্বলে।  ২  “হে মহিলা, জাতিগুলো তোমার সততা দেখবেআর সমস্ত রাজা তোমার মহিমা দেখবে। আর তোমাকে একটা নতুন নামে ডাকা হবে,যেটা যিহোবা নিজে তোমাকে দেবেন।  ৩  তুমি যিহোবার হাতে সৌন্দর্যের মুকুট,তোমার ঈশ্বরের হাতের তালুতে রাজকীয় পাগড়ি হয়ে উঠবে।  ৪  তোমাকে আর কখনো পরিত্যক্ত মহিলা বলা হবে না,আর তোমার দেশকে কখনো জনশূন্য বলা হবে না। এর পরিবর্তে, তোমাকে বলা হবে আমার প্রীতির পাত্রীআর তোমার দেশকে বলা হবে বিবাহিতা। কারণ যিহোবা তোমার কারণে প্রীত হবেনআর তোমার দেশ বিবাহিতার মতো হবে।  ৫  কারণ ঠিক যেভাবে একজন যুবক একজন কুমারীকে বিয়ে করে,সেভাবেই তোমার বাসিন্দারা তোমাকে বিয়ে করবে। বর যেভাবে কনের কারণে আনন্দ করে,সেভাবেই তোমার ঈশ্বর তোমার কারণে আনন্দ করবেন।  ৬  হে জেরুসালেম, তোমার প্রাচীরগুলোর উপর আমি পাহারাদারদের নিযুক্ত করেছি। সারাদিন ও সারারাত তারা যেন কখনোই চুপ করে না থাকে। তোমরা যারা যিহোবার বিষয়ে কথা বল,তোমরা বিশ্রাম নিয়ো না  ৭  এবং তাঁকেও একটুও বিশ্রাম দিয়ো না, যতক্ষণ না তিনি জেরুসালেমকে দৃঢ়ভাবে স্থাপন করেন,হ্যাঁ, যতক্ষণ না তিনি তাকে পৃথিবীর প্রশংসার পাত্র করেন।”  ৮  যিহোবা তাঁর ডান হাত, তাঁর শক্তিশালী হাত তুলে দিব্য করে এই শপথ করেছেন: “আমি আর কখনো তোমার শস্য তোমার শত্রুদের খেতে দেব নাআর বিদেশিরাও আর কখনো তোমার নতুন দ্রাক্ষারস* পান করবে না, যেটার জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ।  ৯  বরং যারা তা জড়ো করবে, তারাই তা খাবে এবং যিহোবার প্রশংসা করবেআর যারা তা সংগ্রহ করবে, তারাই আমার পবিত্র প্রাঙ্গণে তা পান করবে।” ১০  এগিয়ে যাও, দরজাগুলো দিয়ে পার হও। লোকদের জন্য পথ পরিষ্কার করো। নির্মাণ করো, রাজপথ নির্মাণ করো। সেটার মধ্য থেকে পাথর দূর করে দাও। জাতিগুলোর জন্য একটা পতাকা তোলো। ১১  দেখো! যিহোবা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঘোষণা করেছেন: “সিয়োনের মেয়েকে বলো,‘দেখো! তোমার পরিত্রাণ আসছে। দেখো! তাঁর কাছে পুরস্কার রয়েছেআর তিনি যে-মজুরি দেবেন, সেটা তাঁর কাছেই রয়েছে।’” ১২  তাদের বলা হবে পবিত্র লোক, যাদের যিহোবা মুক্ত করেছেনআর তোমাকে বলা হবে, সেই নগরী, ঈশ্বর যেটার অনুসন্ধান করেছেন, যেটাকে পরিত্যাগ করা হয়নি।

পাদটীকাগুলো

বা “ওয়াইন।”