দ্বিতীয় বিবরণ ২৯:১-২৯
২৯ ইজরায়েলীয়েরা যখন মোয়াবে ছিল, তখন যিহোবা মোশিকে আজ্ঞা দিয়েছিলেন, যেন তিনি তাদের সঙ্গে একটা চুক্তি করেন। এর আগে ঈশ্বর হোরেবে তাদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন। মোয়াবে যে-চুক্তি করা হল, সেটার কথাগুলো এই।
২ মোশি সমস্ত ইজরায়েলীয়কে ডেকে বললেন: “তোমরা নিজেদের চোখে দেখেছ যে, যিহোবা মিশরে ফরৌণ এবং তার সমস্ত দাস এবং তার পুরো দেশের কী অবস্থা করেছিলেন।
৩ তোমরা দেখেছ যে, কীভাবে তিনি তাদের খুব কঠোর শাস্তি দিয়েছিলেন আর মহৎ মহৎ চিহ্ন দেখিয়েছিলেন এবং অলৌকিক কাজ করেছিলেন।
৪ তা সত্ত্বেও, যিহোবা এখনও পর্যন্ত তোমাদের বোঝার জন্য হৃদয়, দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান দেননি।
৫ তিনি তোমাদের বললেন, ‘আমি ৪০ বছর ধরে প্রান্তরে তোমাদের সঙ্গে থেকে তোমাদের পথ দেখালাম আর সেইসময় না তোমাদের কাপড় পুরোনো হয়ে ছিঁড়ে গিয়েছিল আর না তোমাদের পায়ের জুতো নষ্ট হয়েছিল।
৬ তোমাদের কাছে খাওয়ার জন্য রুটি কিংবা পান করার জন্য দ্রাক্ষারস* বা অন্য কোনো মদ ছিল না। তারপরও আমি তোমাদের যত্ন নিলাম, যাতে তোমরা জানতে পার যে, আমিই তোমাদের ঈশ্বর যিহোবা।’
৭ তোমরা যাত্রা করতে করতে যখন এই জায়গায় পৌঁছালে, তখন হিষ্বোনের রাজা সীহোন এবং বাশনের রাজা ওগ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এল, কিন্তু আমরা তাদের পরাজিত করলাম।
৮ তারপর, আমরা তাদের এলাকা দখল করে নিলাম আর সেই এলাকা রূবেণীয়দের, গাদীয়দের এবং মনঃশীর অর্ধেক বংশকে তাদের উত্তরাধিকার হিসেবে দিলাম।
৯ এইজন্য তোমরা এই চুক্তির নিয়ম ও আজ্ঞাগুলো পালন করবে। এমনটা করলে তোমরা তোমাদের সমস্ত কাজে সফল হবে।
১০ “আজ তোমরা সবাই তোমাদের ঈশ্বর যিহোবার সামনে উপস্থিত হয়েছ, সমস্ত বংশের প্রধানেরা, প্রাচীনেরা, আধিকারিকেরা,* ইজরায়েলের সমস্ত পুরুষ,
১১ মহিলারা, সন্তানেরা, তোমার শিবিরে বসবাসরত বিদেশিরা আর এমনকী তোমাদের জন্য কাঠ কুড়ায়* এবং জল তুলে আনে, এমন সবাই।
১২ তুমি এইজন্য এখানে রয়েছ, যাতে তুমি তোমার ঈশ্বর যিহোবার সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হতে পার। আজ তোমার ঈশ্বর যিহোবা শপথ করে তোমার সঙ্গে এই চুক্তি করছেন,
১৩ যাতে আজ তিনি তোমাকে নিজের লোক করে তুলতে পারেন এবং তোমার ঈশ্বর হয়ে উঠতে পারেন, ঠিক যেমনটা তিনি তোমার কাছে এবং তোমার পূর্বপুরুষদের কাছে, অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে দিব্য করে প্রতিজ্ঞা করেছিলেন।
১৪ “আমি শপথ করে এই চুক্তি কেবল তোমাদের সঙ্গেই করছি না,
১৫ যারা আজ আমাদের ঈশ্বর যিহোবার সামনে উপস্থিত হয়েছ, কিন্তু আমি পরবর্তী প্রজন্মের* সঙ্গেও এই চুক্তি করছি।
১৬ (তোমরা ভালোভাবে জান যে, মিশরে আমাদের জীবন কেমন ছিল আর যাত্রা করার সময় আমরা কোন কোন জাতির এলাকার মধ্য দিয়ে এসেছি।
১৭ তোমরা সেই জাতিগুলোর জঘন্য বস্তুগুলো দেখতে: কাঠ, পাথর, সোনা ও রুপো দিয়ে তৈরি জঘন্য মূর্তি।)*
১৮ সাবধান থেকো যেন আজ তোমাদের মধ্যে এমন কোনো পুরুষ, মহিলা কিংবা বংশ না থাকে, যারা অন্য জাতির দেবতাদের সেবা করার জন্য তাদের হৃদয় আমাদের ঈশ্বর যিহোবার কাছ থেকে ফিরিয়ে নেয়। তারা এমন মূলের মতো হবে, যেটা বিষাক্ত ফল ও সোমরাজ* উৎপন্ন করে।
১৯ “কিন্তু, তোমাদের মধ্যে কেউ যদি এই শপথের কথাগুলো শোনার পরও প্রচণ্ড অহংকারী হয়ে মনে মনে বলে, ‘আমি নিজের ইচ্ছামতোই চলব, আমার কোনো ক্ষতি হবে না’ আর সে তার পথে আসা যেকোনো কিছু* বিনষ্ট করে,
২০ তা হলে যিহোবা তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। যিহোবার ক্রোধের আগুন তার বিরুদ্ধে জ্বলে উঠবে আর এই পুস্তকে লেখা সমস্ত অভিশাপ তার উপর আসবে আর যিহোবা পৃথিবী* থেকে তার নাম মুছে দেবেন।
২১ যিহোবা তাকে ইজরায়েলের সমস্ত বংশ থেকে পৃথক করবেন আর ব্যবস্থার এই পুস্তকে বলা সমস্ত অভিশাপ তার উপর আনবেন এবং তাকে বিনষ্ট করে দেবেন।
২২ “তোমাদের পরবর্তী প্রজন্ম এবং দূরদেশ থেকে আসা বিদেশিরা দেখবে যে, তোমাদের দেশের উপর কোন কোন বিপদ এসেছে। তারা দেখবে যে, যিহোবা তোমাদের দেশের উপর কোন কোন বিপর্যয় নিয়ে এসেছেন,
২৩ কীভাবে তিনি লবণ, আগুন ও গন্ধক বর্ষণ করে পুরো দেশকে বিনষ্ট করে দিয়েছেন এবং সেটাকে চাষবাসের অযোগ্য করে তুলেছেন এবং সেটার এমন অবস্থা করেছেন যে, সেখানে ঘাস পর্যন্ত জন্মায় না আর পুরো দেশ সদোম, ঘমোরা, অদ্মা ও সবোয়ীমের মতো হয়ে গিয়েছে, যেগুলোকে যিহোবা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ধ্বংস করে দিয়েছিলেন।
২৪ তোমাদের বংশধরেরা, বিদেশিরা এবং সমস্ত জাতির লোকেরা এটা দেখে বলবে, ‘কেন যিহোবা এই দেশের এমন অবস্থা করেছেন? কেন তিনি ক্রোধের আগুনে এতটা জ্বলে উঠেছেন?’
২৫ তখন লোকেরা বলবে, ‘এই লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করেছে বলেই এটা হয়েছে। তিনি মিশর থেকে তাদের বের করে আনার পর তাদের সঙ্গে যে-চুক্তি করেছিলেন, তারা সেই চুক্তি অনুযায়ী কাজ করা বন্ধ করে
২৬ অন্য দেবতাদের সেবা করতে এবং তাদের সামনে মাথা নত করতে শুরু করেছিল, যাদের তারা জানত না এবং যাদের উপাসনা করার বিষয়ে ঈশ্বর তাদের বারণ করেছিলেন।
২৭ তখন যিহোবার ক্রোধের আগুন সেই দেশের বিরুদ্ধে জ্বলে উঠল আর তিনি তাদের উপর সেই সমস্ত অভিশাপ নিয়ে আসলেন, যেগুলোর বিষয়ে এই পুস্তকে লেখা রয়েছে।
২৮ এইজন্যই যিহোবা প্রচণ্ড রেগে গিয়ে তাদের দেশ থেকে তাদের উপড়ে ফেললেন এবং অন্য এক দেশে পাঠিয়ে দিলেন, যেখানে আজ তারা রয়েছে।’
২৯ “যিহোবা সমস্ত গুপ্ত বিষয় জানেন আর তিনি আমাদের কাছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের বংশধরদের কাছে সেগুলো প্রকাশ করেন, যাতে আমরা ব্যবস্থার সমস্ত কথা পালন করতে পারি।
পাদটীকাগুলো
^ বা “ওয়াইন।”
^ বা “কর্মকর্তারা।”
^ বা “কাটে।”
^ আক্ষ., “যারা আজ আমাদের সঙ্গে নেই, তাদের।”
^ এরজন্য ব্যবহৃত ইব্রীয় শব্দ সম্ভবত “মলের” জন্য ব্যবহৃত শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত আর এটা এই বিষয়টা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যে, বস্তুটা কতটা ঘৃণ্য।
^ সোমরাজ হল এক প্রকারের উদ্ভিদ, যেটাতে এমন এক ধরনের উপাদান রয়েছে, যা তেতো ও বিষাক্ত।
^ বা “শুষ্ক থেকে সিক্ত, যেকোনো কিছু।”
^ আক্ষ., “আকাশের নীচ।”