গীতসংহিতা ১৫:১-৫

দায়ূদের সংগীত। ১৫  হে যিহোবা, কে তোমার তাঁবুতে অতিথি হয়ে থাকতে পারে? কে তোমার পবিত্র পর্বতে বাস করতে পারে?  ২  সেই ব্যক্তি, যে নিষ্কলঙ্কভাবে* জীবনযাপন করে,সবসময় সঠিক কাজ করেএবং নিজের হৃদয়ে সত্যি কথা বলে।  ৩  সে* অন্যদের বদনাম করে না,নিজের প্রতিবেশীর কোনো ক্ষতি করে নাএবং নিজের বন্ধুদের সুনাম নষ্ট করে না।*  ৪  সে ঘৃণ্য ব্যক্তিদের প্রত্যাখ্যান করে,কিন্তু যারা যিহোবাকে ভয় করে, তাদের সে সম্মান করে। সে নিজের প্রতিজ্ঞা* পূর্ণ করে, এমনকী তার ক্ষতি হলেও।  ৫  সে সুদের জন্য টাকা ধার দেয় নাআর নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য ঘুস নেয় না। এইরকম ব্যক্তিকে কখনো টলানো যাবে না।

পাদটীকাগুলো

বা “বিশ্বস্তভাবে।”
আক্ষ., “সে নিজের জিভ দিয়ে।”
বা “বন্ধুদের লজ্জায় ফেলে না।”
আক্ষ., “শপথ।”