গীতসংহিতা ১২২:১-৯

দায়ূদের দ্বারা রচিত। আরোহণের গান। ১২২  লোকেরা যখন আমাকে বলল: “এসো, আমরা যিহোবার গৃহে যাই,”তখন আমি আনন্দিত হলাম।  ২  আর হে জেরুসালেম,এখন আমরা তোমার দরজার ভিতরে পা রেখেছি।  ৩  জেরুসালেমকে এমন এক নগর হিসেবে নির্মাণ করা হয়েছে,যেটার ঘরগুলো একে অন্যের কাছাকাছি রয়েছে।  ৪  সমস্ত বংশ উপরে উঠে সেই নগরে গিয়েছে,ইজরায়েলকে দেওয়া নিয়ম অনুসারেযাঃয়ের* বংশগুলো সেখানে গিয়েছে,যাতে তারা যিহোবার নামের প্রশংসা করতে পারে।  ৫  কারণ সেখানে বিচারের সিংহাসন,দায়ূদের পরিবারের সিংহাসন স্থাপন করা হয়েছিল।  ৬  জেরুসালেমের শান্তির জন্য প্রার্থনা করো। হে নগর, যারা তোমাকে ভালোবাসে, তারা নিরাপদে থাকবে।  ৭  তোমার সুরক্ষাকারী ঢালু ঢিবিগুলোর* ভিতরে যেন শান্তি থাকে,তোমার দৃঢ় দুর্গগুলোর ভিতরে যেন নিরাপত্তা থাকে।  ৮  আমার ভাইদের ও সঙ্গীদের জন্য আমি বলব: “তোমার মধ্যে যেন শান্তি থাকে।”  ৯  আমাদের ঈশ্বর যিহোবার গৃহের জন্যআমি তোমার মঙ্গল কামনা করব।

পাদটীকাগুলো

“যাঃ” হল যিহোবা নামের সংক্ষিপ্ত রূপ।
বা “তোমার দৃঢ় প্রাচীরগুলোর।”