ফিলিপীয় ৩:১-২১
৩ অতএব হে আমার ভাইয়েরা, তোমরা প্রভুর সঙ্গে একতাবদ্ধ রয়েছ বলে সবসময় আনন্দ করো। তোমাদের আবারও একই কথা লিখতে আমার কোনো কষ্ট হচ্ছে না আর এটা তোমাদের সুরক্ষার জন্য।
২ তোমরা অশুচি লোকদের* কাছ থেকে সাবধান থেকো; যারা অন্যদের ক্ষতি করে, তাদের কাছ থেকে সাবধান থেকো; যারা তোমাদের ত্বকচ্ছেদ* করার জন্য জোর করে,* তাদের কাছ থেকে সাবধান থেকো।
৩ আমরাই তো প্রকৃত ছিন্নত্বক* লোক, কারণ আমরা ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে পবিত্র সেবা প্রদান করি এবং খ্রিস্ট যিশুকে নিয়ে গর্ব করি এবং আমরা মানুষের বিষয়গুলোর উপর আস্থা রাখি না।
৪ কেউ যদি মানুষের বিষয়গুলোর উপর আস্থা রাখার কারণে গর্ব করতে চায়, তা হলে আমি তো তার চেয়ে আরও বেশি গর্ব করতে পারি।
৫ অষ্টম দিনে আমার ত্বকচ্ছেদ করানো হয়েছিল; আমি জাতিতে ইজরায়েলীয়, বিন্যামীন বংশের লোক, ইব্রীয় পরিবারের একজন ইব্রীয় সন্তান; ব্যবস্থা* পালনের দিক থেকে একজন ফরীশী।
৬ আমি মণ্ডলীকে তাড়না করার ব্যাপারে খুবই উদ্যোগী ছিলাম এবং আইন অনুযায়ী যা সঠিক, তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতাম।
৭ কিন্তু, যে-বিষয়গুলোকে আমি অত্যন্ত মূল্যবান হিসেবে দেখতাম, খ্রিস্টের কারণে সেগুলোকে আমি মূল্যহীন বলে গণ্য* করেছি।
৮ আমার প্রভু খ্রিস্ট যিশু সম্বন্ধীয় জ্ঞান এতটাই শ্রেষ্ঠ যে, এরজন্য আমি শুধু এগুলোকেই নয়, বরং সমস্ত কিছুকেই মূল্যহীন বলে গণ্য করি। তাঁর জন্যই আমি সমস্ত কিছু পরিত্যাগ করেছি এবং সেগুলোকে আবর্জনা বলে গণ্য করি, যেন খ্রিস্টের অনুগ্রহ লাভ করতে পারি
৯ এবং তাঁর অনুসারী হিসেবে গণ্য হতে পারি। কিন্তু, ব্যবস্থা পালন করি বলে আমি ধার্মিক বলে গণ্য হইনি, বরং আমি খ্রিস্টের উপর বিশ্বাস করি বলে আমাকে ধার্মিক বলে গণ্য করা হয়েছে। সত্যিই, যারা খ্রিস্টের উপর বিশ্বাস করে, তাদেরই ঈশ্বর ধার্মিক বলে গণ্য করেন।
১০ আমি খ্রিস্টকে এবং যিনি তাঁকে পুনরুত্থিত* করেছেন, তাঁর শক্তি সম্বন্ধে জানতে চাই। আমি খ্রিস্টের মতো কষ্ট ভোগ করতে চাই এবং তাঁরই মতো নিজেকে মৃত্যুর কাছে সমর্পণ করতে চাই,
১১ যেন আমি যেকোনোভাবে হোক, প্রথম পুনরুত্থান লাভ করতে পারি।
১২ আমি যে ইতিমধ্যে সেই পুরস্কার লাভ করেছি কিংবা ইতিমধ্যে আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি,* এমন নয়, বরং আমি ক্রমাগত প্রচেষ্টা করছি, যেন যেকোনোভাবে হোক, সেই পুরস্কার লাভ করতে পারি, যেটার জন্য খ্রিস্ট যিশু আমাকে বাছাই করেছেন।*
১৩ ভাইয়েরা, আমি নিজের বেলায় এইরকম মনে করি না যে, আমি ইতিমধ্যে সেই পুরস্কার লাভ করেছি; কিন্তু আমি এই কাজটা করছি: আমি পিছনের বিষয়গুলো ভুলে গিয়ে প্রাণপণ এগিয়ে চলেছি, যেন সামনের বিষয়গুলো লাভ করতে পারি।
১৪ খ্রিস্ট যিশুর মাধ্যমে ঈশ্বর যে-স্বর্গীয় আহ্বান জানিয়েছেন, সেই পুরস্কার লাভ করার লক্ষ্য নিয়ে আমি দৌড়াচ্ছি।
১৫ তাই এসো, আমরা যারা ইতিমধ্যেই বিশ্বাসে দৃঢ়, আমাদের সবার চিন্তা ও মনোভাব যেন এইরকমই হয়। আর কোনো বিষয়ে যদি তোমাদের অন্যরকম চিন্তা ও মনোভাব থাকে, তা হলে সঠিক চিন্তা ও মনোভাব কী, তা ঈশ্বর তোমাদের কাছে প্রকাশ করবেন।
১৬ আর সেইসঙ্গে আমরা যতটা উন্নতি করেছি, এসো, আমরা ক্রমাগত সেই একই ধারায় চলি।
১৭ ভাইয়েরা, তোমরা সকলে মিলে আমার অনুকারী হও আর আমরা তোমাদের জন্য যেমন উদাহরণ স্থাপন করেছি, সেইমতো যারা চলে, তাদের প্রতি মনোযোগ দাও।
১৮ কারণ এমন অনেকে রয়েছে, যারা যাতনাদণ্ডে* খ্রিস্টের মৃত্যুকে তুচ্ছ করে। তাদের বিষয়ে আমি তোমাদের বার বার বলেছি, কিন্তু এখন চোখের জল ফেলতে ফেলতে বলছি।
১৯ তাদের পরিণতি হল ধ্বংস আর পেটই* হল তাদের ঈশ্বর এবং যে-বিষয়গুলোর জন্য তাদের লজ্জা বোধ করার কথা, সেগুলো নিয়েই তারা গর্ব করে এবং তারা কেবল পার্থিব বিষয় নিয়ে চিন্তা করে।
২০ কিন্তু, আমরা তো স্বর্গের নাগরিক আর সেখান থেকে আমরা একজন ত্রাণকর্তার অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।
২১ তিনি আমাদের দুর্বল দেহকে পরিবর্তন করে তাঁর প্রতাপান্বিত দেহের মতো করে তুলবেন। যে-মহাক্ষমতার মাধ্যমে তিনি সমস্ত কিছু নিজের নিয়ন্ত্রণাধীন করেন, সেই মহাক্ষমতা ব্যবহার করেই তিনি তা করবেন।
পাদটীকাগুলো
^ আক্ষ., “তোমরা কুকুরদের।”
^ শব্দকোষ দেখুন।
^ বা “যারা দেহে কাটাছেঁড়া করে।”
^ শব্দকোষ দেখুন।
^ বা সম্ভবত, “সেগুলোকে স্বেচ্ছায় ত্যাগ।”
^ শব্দকোষ দেখুন।
^ আক্ষ., “ইতিমধ্যে পূর্ণতা লাভ করেছি।”
^ আক্ষ., “আমাকে ধরেছেন।”
^ শব্দকোষ দেখুন।
^ বা “দেহের আকাঙ্ক্ষাই।”