শিষ্য করার সময়
পাঠ ১২
খোলাখুলিভাবে পরামর্শ দিন
নীতি: “সুগন্ধি তেল আর ধূপ মনকে আনন্দ দেয়; ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশ বন্ধুর কাছে মিষ্টি লাগে।”—হিতো. ২৭:৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
যিশু কী করেছিলেন?
১. ভিডিওটা দেখুন অথবা মার্ক ১০:১৭-২২ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:
যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?
২. ছাত্রদের ভালোবাসা সহকারে, তবে খোলাখুলিভাবে পরামর্শ দিতে হবে, যাতে তারা যিহোবার সঙ্গে তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে পারে।
আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?
৩. আপনার ছাত্রকে একটা লক্ষ্য স্থাপন করতে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন।
-
ক. চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের প্রতিটা পাঠে দেওয়া “লক্ষ্য” অংশটা ব্যবহার করুন।
-
খ. আপনার ছাত্রকে বুঝতে সাহায্য করুন, ছোটো ছোটো এবং বড়ো বড়ো লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে কোন বিষয়গুলো করতে হবে।
৪. কোন বিষয়গুলো ছাত্রকে উন্নতি করতে বাধা দিচ্ছে, তা বোঝার চেষ্টা করুন আর এরপর সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করুন।
-
-
‘কেন তিনি বাপ্তিস্ম নেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন না?’
-
‘আমি কীভাবে তাকে সাহায্য করতে পারি?’
-
-
খ. ছাত্রের কী করা প্রয়োজন, সেই বিষয়ে খোলাখুলিভাবে এবং ভালোবাসা সহকারে কথা বলার জন্য যিহোবার কাছে সাহস চেয়ে প্রার্থনা করুন।
৫. ছাত্র যদি উন্নতি না করেন, তা হলে অধ্যয়ন বন্ধ করে দিন।
-
ক. আপনার ছাত্র উন্নতি করছেন কি না, তা বোঝার জন্য নিজেকে জিজ্ঞেস করুন:
-
‘আমার ছাত্র যা শিখছেন, তা কি কাজে লাগাচ্ছেন?’
-
‘তিনি কি মণ্ডলীর সভাগুলোতে যোগ দিচ্ছেন এবং অন্যদের সত্য জানাচ্ছেন?’
-
‘তিনি যদি অনেক সময় ধরে অধ্যয়ন করে থাকেন, তা হলে তিনি কি একজন যিহোবার সাক্ষি হওয়ার কথা চিন্তা করছেন?’
-
-
-
তাকে ভেবে দেখতে বলুন, কোন বিষয়গুলো তাকে বাধা দিচ্ছে।
-
তাকে সদয়ভাবে বলুন, কেন আপনি তার অধ্যয়ন বন্ধ করে দিচ্ছেন।
-
তাকে বলুন, তিনি যদি আবার অধ্যয়ন শুরু করতে চান, তা হলে তাকে কী করতে হবে।
-