খণ্ড ১৮
যিশু বিভিন্ন অলৌকিক কাজ সম্পাদন করেন
যিশু তাঁর অলৌকিক কাজগুলোর মাধ্যমে দেখিয়েছেন যে, রাজা হিসেবে তিনি কীভাবে তাঁর শক্তিকে ব্যবহার করবেন
ঈশ্বর যিশুকে এমন বিষয়গুলো করার ক্ষমতা প্রদান করেছিলেন, যেগুলো অন্য কোনো মানুষ করতে পারত না। তিনি প্রচুর অলৌকিক কাজ করেছিলেন—প্রায়ই অনেক চাক্ষুষ সাক্ষির সামনে। এই অলৌকিক কাজগুলো দেখিয়েছিল যে, যিশুর সেই শত্রুদের ও বাধাগুলোকে প্রতিরোধ করার শক্তি রয়েছে, যেগুলোর সঙ্গে কোনো অসিদ্ধ মানুষই কখনোই স্থায়ী সফলতা সহকারে লড়াই করতে সমর্থ হয়নি। কিছু উদাহরণ বিবেচনা করুন।
যিশু খাদ্য ও পানীয় জুগিয়েছিলেন। যিশুর প্রথম অলৌকিক কাজটা ছিল জলকে চমৎকার দ্রাক্ষারসে পরিণত করা। অন্য দুটো ঘটনায়, তিনি শুধুমাত্র কয়েকটা রুটি ও মাছ দিয়ে হাজার হাজার ক্ষুধার্ত লোককে খাইয়েছিলেন। দুটো ক্ষেত্রেই, প্রত্যেকের জন্য পর্যাপ্ত খাবারের চেয়ে আরও বেশি ছিল।
যিশু অসুস্থদের সুস্থ করেছিলেন। তিনি লোকেদের “সর্ব্বপ্রকার রোগ ও সর্ব্বপ্রকার পীড়া” সুস্থ করেছিলেন। (মথি ৪:২৩) যিশু অন্ধ, বধির, কুষ্ঠ ও মৃগীরোগগ্রস্ত ব্যক্তিদের আরোগ্য করেছিলেন। তিনি খোঁড়া, নুলা, এমনকী বিকলাঙ্গ লোকেদের সুস্থ করেছিলেন। এমন কোনো অসুস্থতাই ছিল না, যা তিনি আরোগ্যসাধন করতে পারতেন না।
যিশু প্রতিকূল আবহাওয়া নিয়ন্ত্রণ করেছিলেন। যিশু ও তাঁর শিষ্যরা যখন গালীল সমুদ্র পার হচ্ছিলেন, তখন এক প্রচণ্ড ঝড় উঠেছিল। তাঁর শিষ্যরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। যিশু কেবল ঝড়ের দিকে তাকিয়ে বলেছিলেন: “নীরব হও, স্থির হও।” এর ফলে, মহাশান্তি হয়েছিল। (মথি ৪:৩৭-৩৯) আরেকটা ঘটনায়, তিনি এক ভয়ংকর ঝড়ের সময় জলের ওপর দিয়ে হেঁটে গিয়েছিলেন।—মথি ১৪:২৪-৩৩.
যিশু দুষ্ট আত্মাদের পরাভূত করেছিলেন। দুষ্ট আত্মারা মানুষের চেয়ে বহুগুণ শক্তিশালী। অনেক লোক ঈশ্বরের এই বিদ্বেষপরায়ণ শত্রুদের দৃঢ়মুষ্টি থেকে নিজেদেরকে মুক্ত করতে সমর্থ হয়নি। অথচ বার বার, যিশু যখন তাদেরকে বের হয়ে যাওয়ার আদেশ দিয়েছিলেন, তখন তিনি এই দুষ্ট আত্মাদের তাদের শিকারকে ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। তিনি সেই দুষ্ট আত্মাদের ভয় পাননি। এর বিপরীতে, সেই আত্মারা তাঁর কর্তৃত্ব সম্বন্ধে জানত ও তাঁকে ভয় পেত।
যিশু মৃত্যুকে পরাজিত করেছিলেন। উপযুক্তভাবে “শেষ শত্রু” হিসেবে অভিহিত মৃত্যু হল এমন এক শত্রু, যেটাকে কোনো মানুষই পরাজিত করতে পারে না। (১ করিন্থীয় ১৫:২৬) অথচ যিশু মৃতদের পুনরুত্থিত করেছিলেন, এক যুবককে তার বিধবা মায়ের কাছে ও একটি ছোটো মেয়েকে তার শোকার্ত বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনায়, যিশু একদল শোকার্ত ব্যক্তির সামনে তাঁর প্রিয় বন্ধু লাসারকে পুনরুত্থিত করেছিলেন, যদিও সেই ব্যক্তি প্রায় চার দিন ধরে মৃত অবস্থায় ছিলেন! এমনকী যিশুর ঘোর শত্রুরাও স্বীকার করেছিল যে, তিনি এই অলৌকিক কাজগুলো সম্পাদন করেছিলেন।—যোহন ১১:৩৮-৪৮; ১২:৯-১১.
কেন যিশু এইসমস্ত অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন? তিনি যাদেরকে সাহায্য করেছিলেন, তাদের সকলেই কি অবশেষে মারা যায়নি? হ্যাঁ, কিন্তু যিশুর অলৌকিক কাজগুলো স্থায়ী মঙ্গলসাধন করেছিল। এগুলো প্রমাণ করেছিল যে, মশীহ রাজার শাসন সম্বন্ধে যেসমস্ত রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, সেগুলোর সত্যিই এক ভিত্তি ছিল। এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই যে, ঈশ্বরের নিযুক্ত রাজা ক্ষুধা, অসুস্থতা, প্রতিকূল আবহাওয়া, দুষ্ট আত্মা কিংবা স্বয়ং মৃত্যুকে নির্মূল করতে পারেন। তিনি ইতিমধ্যেই প্রদর্শন করেছেন যে, ঈশ্বর এই ধরনের সমস্ত কিছু করার শক্তিই তাঁকে দিয়েছেন।
—মথি, মার্ক, লূক ও যোহন বইয়ের ওপর ভিত্তি করে।