সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৪৯

একজন দুষ্ট রানিকে শাস্তি দেওয়া হয়

একজন দুষ্ট রানিকে শাস্তি দেওয়া হয়

যিষ্রিয়েল নগরে রাজা আহাবের রাজপ্রাসাদ ছিল। তার রাজপ্রাসাদের জানালা দিয়ে একটা আঙুর খেত দেখা যেত, যেটার মালিক ছিলেন নাবোৎ নামে একজন ব্যক্তি। সেই আঙুর খেতটা আহাবের অনেক পছন্দ ছিল আর তাই তিনি সেটা নাবোতের কাছ থেকে কেনার চেষ্টা করেন। কিন্তু, নাবোৎ সেটা বিক্রি করতে চান না। কারণ যিহোবার ব্যবস্থা অনুযায়ী একজন ব্যক্তি উত্তরাধিকার হিসেবে পাওয়া জমি বিক্রি করতে পারতেন না। রাজা আহাব কি নাবোতের এই সঠিক সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়েছিলেন? না। আহাব খুব রেগে যান। তিনি এতটা দুঃখিত হয়ে পড়েন যে, তিনি তার শোয়ার ঘর থেকে আর বাইরে বের হন না, এমনকী খাবারও খান না।

আহাবের স্ত্রী রানি ঈষেবল তাকে বলেন: ‘তুমি-না ইজরায়েলের রাজা? তুমি যা চাও, তা-ই নিতে পার। আমি তোমাকে সেই খেত পাইয়ে দেব।’ ঈষেবল নগরের প্রাচীনদের কাছে কয়েকটা চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি তাদের বলেন, তারা যেন নাবোতের বিরুদ্ধে ঈশ্বরের নিন্দা করার অভিযোগ দেয় এবং তাকে পাথর ছুড়ে মেলে ফেলে। প্রাচীনেরা ঈষেবলের কথা অনুযায়ী কাজ করে। তখন ঈষেবল গিয়ে রাজাকে বলেন: ‘নাবোৎ মারা গিয়েছে। তার আঙুর খেত এখন তোমার।’

নাবোৎ ছাড়াও ঈষেবল এমন আরও অনেক নির্দোষ ব্যক্তিকে মেরে ফেলেছিলেন, যারা যিহোবাকে ভালোবাসত। তিনি মূর্তিপূজা করতেন আর বিভিন্ন খারাপ কাজও করতেন। ঈষেবল যে-খারাপ কাজগুলো করছিলেন, সেগুলোর সবই যিহোবা দেখছিলেন। তিনি ঈষেবলের প্রতি কী করেছিলেন?

আহাব মারা যাওয়ার পর তার ছেলে যিহোরাম রাজা হন। ঈষেবল এবং তার পরিবারকে শাস্তি দেওয়ার জন্য যিহোবা যেহূ নামে একজন ব্যক্তিকে পাঠান।

যেহূ তার রথে চড়ে যিষ্রিয়েলের উদ্দেশে রওনা দেন, যেখানে ঈষেবল থাকতেন। যিহোরাম রথে চড়ে যেহূর সঙ্গে দেখা করতে আসেন এবং তাকে জিজ্ঞেস করেন: ‘তুমি শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়েই আসছ তো?’ যেহূ বলেন: ‘যতদিন তোমার মা ঈষেবল মন্দ কাজ করবে, ততদিন কোনো শান্তি থাকবে না।’ যিহোরাম সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রথ ঘোরানোর চেষ্টা করেন। কিন্তু, যেহূ তার ধনুক তুলে তাকে তির মারেন আর তিনি মারা যান।

এরপর, যেহূ রানি ঈষেবলের রাজপ্রাসাদে যান। ঈষেবল যখন জানতে পারেন যে, যেহূ আসছেন, তখন তিনি সাজগোজ করেন, তার চুল সাজান এবং উপরে জানালার সামনে অপেক্ষা করতে থাকেন। যেহূ আসার পর ঈষেবল তার সঙ্গে খুব খারাপভাবে কথা বলেন। ঈষেবলের যে-দাসেরা তার পাশে দাঁড়িয়ে ছিল, যেহূ চিৎকার করে তাদের বলেন: “ওই মহিলাকে নীচে ফেলে দাও!” তারা ঈষেবলকে জানালা থেকে নীচে ফেলে দেয় আর তিনি পড়ে মারা যান।

এরপর, যেহূ আহাবের ৭০ জন ছেলেকে মেরে ফেলেন আর এভাবে দেশ থেকে বাল উপাসনা দূর করে দেন। তুমি কি দেখতে পেলে যে, যিহোবা সমস্ত কিছু জানেন আর তিনি সেই ব্যক্তিদের শাস্তি দেন, যারা মন্দ কাজ করছে?

“প্রথমে একজন ব্যক্তি লোভের দ্বারা পরিচালিত হয়ে উত্তরাধিকার লাভ করলেও, শেষে সেটা তার জন্য কোনো আশীর্বাদ আনবে না।”—হিতোপদেশ ২০:২১, NW