সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিভাগ ৬ থেকে যা শিখব

বিভাগ ৬ থেকে যা শিখব

অবশেষে ইজরায়েলীয়েরা যখন প্রতিজ্ঞাত দেশে পৌঁছায়, তখন সেখানে পবিত্র তাঁবু সত্য উপাসনার জন্য বিশেষ জায়গা হয়ে ওঠে। যাজকেরা ব্যবস্থা সম্বন্ধে শেখাত আর বিচারকেরা নির্দেশনা দিত। এই বিভাগে যে-গল্পগুলো রয়েছে, সেগুলো দেখায় যে, একজন ব্যক্তির সিদ্ধান্ত ও কাজ অন্যদের উপর জোরালো প্রভাব ফেলতে পারে। প্রত্যেক ইজরায়েলীয়কে ব্যক্তিগতভাবে দেখাতে হত যে, তারা যিহোবার এবং সহ-ইজরায়েলীয়দের প্রতি বিশ্বস্ত। দবোরা, নয়মী, যিহোশূয়, হান্না, যিপ্তহের মেয়ে এবং শমূয়েলের কাজ কীভাবে অন্যদের উপর প্রভাব ফেলেছিল, তা তুলে ধরুন। ইজরায়েলীয় নয় এমন কিছু লোক যখন জানতে পেরেছিল যে, ঈশ্বর ইজরায়েলীয়দের সঙ্গে আছেন, তখন তারা কীভাবে ইজরায়েলীয়দের পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেটার উপর জোর দিন। এইরকম ব্যক্তিদের মধ্যে ছিল রাহব, রূৎ, যায়েল ও গিবিয়োনের লোকেরা।

এই বিভাগে

পাঠ ২৯

যিহোবা যিহোশূয়কে বেছে নেন

ঈশ্বর যিহোশূয়কে এমন নির্দেশনা দিয়েছিলেন, যেগুলো মেনে চললে আজ আমরাও উপকার লাভ করতে পারব।

পাঠ ৩০

রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন

যিরীহোর প্রাচীর ভেঙে পড়ছে। কিন্তু, রাহবের বাড়ি প্রাচীরের উপর থাকা সত্ত্বেও সেটা একেবারে ঠিক আছে।

পাঠ ৩১

যিহোশূয় ও গিবিয়োনীয়েরা

যিহোশূয় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন: ‘সূর্য, তুমি স্থির হয়ে যাও!’ ঈশ্বর কি তার প্রার্থনা শুনেছিলেন?

পাঠ ৩২

একজন নতুন নেতা এবং দু-জন সাহসী মহিলা

যিহোশূয় মারা যাওয়ার পর, ইজরায়েলীয়েরা মূর্তিপূজা করতে শুরু করে। তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু তারা তাদের নেতা বারক, ভাববাদিনী দবোরা এবং যায়েলের কাছ থেকে সাহায্য লাভ করে।

পাঠ ৩৩

রূৎ ও নয়মী

দু-জন বিধবা মহিলা ইজরায়েলে ফিরে যান। তাদের মধ্যে একজনের নাম হল রূৎ। তিনি যখন শস্যখেতে শস্য কুড়োচ্ছিলেন, তখন বোয়স নামে একজন ব্যক্তি তাকে লক্ষ করেন।

পাঠ ৩৪

গিদিয়োন মিদিয়নীয়দের পরাজিত করেন

মিদিয়নীয়েরা ইজরায়েলীয়দের জীবনকে খুব কঠিন করে তুলেছিল আর তাই তারা সাহায্যের জন্য যিহোবার কাছে অনুরোধ করেছিল। কীভাবে গিদিয়োনের ছোটো সেনাবাহিনী শত্রুদের ১,৩৫,০০০ জন সৈন্যকে পরাজিত করেছিল?

পাঠ ৩৫

হান্না একটি ছেলের জন্য প্রার্থনা করেন

হান্না, পনিন্না এবং ছেলে-মেয়েদের নিয়ে ইল্‌কানা শীলোতে যান, যাতে সেখানে পবিত্র তাঁবুতে উপাসনা করতে পারেন। সেখানে হান্না একটি ছেলের জন্য প্রার্থনা করেন। এক বছরের মধ্যেই শমূয়েলের জন্ম হয়!

পাঠ ৩৬

যিপ্তহের প্রতিজ্ঞা

যিপ্তহ কোন প্রতিজ্ঞা করেছিলেন এবং কেন? যিপ্তহের প্রতিজ্ঞার কথা জানতে পেরে তার মেয়ে কেমন মনোভাব দেখিয়েছিলেন?

পাঠ ৩৭

যিহোবা শমূয়েলের সঙ্গে কথা বলেন

মহাযাজক এলির দুই ছেলে পবিত্র তাঁবুতে যাজক হিসেবে কাজ করত, তবে তারা ঈশ্বরের আইন মেনে চলত না। ছোটো শমূয়েল তাদের মতো ছিলেন না। একদিন রাতে যিহোবা শমূয়েলের সঙ্গে কথা বলেন।

পাঠ ৩৮

যিহোবা শিম্‌শোনকে শক্তিশালী করেন

যিহোবা শিম্‌শোনকে শক্তিশালী করেন, যাতে শিম্‌শোন পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু, শিম্‌শোন এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন আর এর ফলে পলেষ্টীয়েরা তাকে বন্দি করেছিল।