সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১০১

পৌলকে রোমে পাঠানো হয়

পৌলকে রোমে পাঠানো হয়

পৌলের তৃতীয় মিশনারি যাত্রা জেরুসালেমে শেষ হয়। সেখানে তাকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো হয়। রাতে একটা দর্শনে যিশু তাকে বলেন: ‘তুমি রোমে যাবে এবং সেখানে প্রচার করবে।’ পৌলকে জেরুসালেম থেকে কৈসরিয়ায় নিয়ে যাওয়া হয় আর সেখানে তিনি দু-বছর কারাগারে থাকেন। তিনি যখন রাজ্যপাল ফীষ্টের সামনে বিচারের জন্য দাঁড়ান, তখন তিনি ফীষ্টকে বলেন: ‘রোমে কৈসরের সামনে আমার বিচার করা হোক।’ ফীষ্ট বলেন: “তুমি কৈসরের কাছে আপিল করেছ; তুমি কৈসরের কাছেই যাবে।” পৌলকে বন্দি করে একটা জাহাজে উঠিয়ে রোমের উদ্দেশে পাঠানো হয়। লূক ও আরিষ্টার্খ নামে দু-জন খ্রিস্টান ভাইও তার সঙ্গে ছিলেন।

সমুদ্রে এক প্রচণ্ড ঝড় ওঠে আর সেটা অনেক দিন ধরে চলতে থাকে। সবাই ভাবে, তারা মারা যাবে। কিন্তু, পৌল বলেন: ‘বন্ধুরা, একজন স্বর্গদূত আমাকে স্বপ্নে বলেছেন: “পৌল, ভয় কোরো না। তুমি রোমে যাবে এবং যারা তোমার সঙ্গে জাহাজে রয়েছে, তারা সবাই রক্ষা পাবে।” সাহস করুন! আমরা মারা যাব না।’

১৪ দিন ধরে প্রচণ্ড ঝড় চলতে থাকে। অবশেষে, তারা তীর দেখতে পায়। সেটা একটা দ্বীপ আর এটার নাম হল মালটা। জাহাজটা বালিতে আটকে গিয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। কিন্তু, জাহাজের ২৭৬ জন লোক সকলে নিরাপদে তীরে এসে পৌঁছায়। কিছু লোক সাঁতার কেটে আর বাকিরা জাহাজের টুকরো ধরে ভেসে তীরে গিয়ে ওঠে। মালটার লোকেরা তাদের যত্ন নেয় এবং আগুন জ্বালিয়ে তাদের সবাইকে উষ্ণ থাকতে সাহায্য করে।

তিন মাস পর, সৈন্যেরা পৌলকে আরেকটা জাহাজে করে রোমে নিয়ে যায়। তিনি যখন সেখানে পৌঁছান, তখন সেখানকার ভাইয়েরা তার সঙ্গে দেখা করতে আসে। তাদের দেখতে পেয়ে পৌল যিহোবাকে ধন্যবাদ দেন এবং উৎসাহ লাভ করেন। যদিও পৌল একজন বন্দি ছিলেন, তবে তাকে ভাড়া-করা বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয় আর তাকে পাহারা দেওয়ার জন্য একজন সৈন্যকে রাখা হয়। সেখানে তিনি দু-বছর থাকেন। যারা তার কাছে আসত, তাদের কাছে তিনি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করতেন এবং যিশুর বিষয়ে শিক্ষা দিতেন। এ ছাড়া, তিনি এশিয়া মাইনর ও যিহূদিয়ার মণ্ডলীগুলোর উদ্দেশে চিঠিও লেখেন। সমস্ত জাতির কাছে সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য যিহোবা সত্যিই পৌলকে ব্যবহার করেছিলেন।

“আমরা সমস্ত ক্ষেত্রে নিজেদের ঈশ্বরের সেবক হিসেবে তুলে ধরছি: আমরা বিভিন্ন পরীক্ষা, ক্লেশ, কঠিন সময় ও পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরেছি।”—২ করিন্থীয় ৬:৪