পাঠ ৯৪
শিষ্যেরা পবিত্র শক্তি লাভ করে
যিশু স্বর্গে ফিরে যাওয়ার দশ দিন পর, তাঁর শিষ্যেরা পবিত্র শক্তি লাভ করে। সময়টা ছিল ৩৩ খ্রিস্টাব্দের পঞ্চাশত্তমীর দিন আর লোকেরা এই উৎসব পালন করার জন্য বিভিন্ন জায়গা থেকে জেরুসালেমে এসেছে। একটা বাড়ির উপরের ঘরে যিশুর প্রায় ১২০ জন শিষ্য একসঙ্গে ছিল। হঠাৎ অবাক করার মতো কিছু ঘটে। প্রত্যেক শিষ্যের মাথার উপর আগুনের শিখার মতো কিছু দেখা যায় আর তারা সবাই বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে। পুরো ঘরে প্রচণ্ড জোরে বাতাস বয়ে যাওয়ার শব্দ শোনা যায়।
বিভিন্ন দেশ থেকে যে-লোকেরা জেরুসালেমে এসেছিল, তারাও সেই শব্দ শুনতে পায় আর তাই কী হচ্ছে, তা দেখার জন্য তারা সেই বাড়ির দিকে দৌড়ে যায়। তারা যখন শিষ্যদের বিভিন্ন ভাষায় কথা বলতে শোনে, তখন তারা অবাক হয়ে যায়। তারা বলে: ‘এই লোকেরা তো গালীলীয়। তা হলে, কীভাবে তারা আমাদের ভাষায় কথা বলছে?’
পিতর এবং অন্য প্রেরিতেরা লোকদের সামনে দাঁড়ায়। পিতর সেই লোকদের উদ্দেশে বলেন যে, কীভাবে যিশুকে হত্যা করা হয়েছে আর যিহোবা তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। পিতর বলেন: ‘এখন যিশু স্বর্গে ঈশ্বরের ডান দিকে আছেন আর তিনি যেমন প্রতিজ্ঞা করেছিলেন, সেই অনুসারে আমাদের উপর পবিত্র শক্তি বর্ষণ করেছেন।
এই কারণে তোমরা এই অলৌকিক বিষয়গুলো দেখতে ও শুনতে পাচ্ছ।’পিতরের কথাগুলো লোকদের উপর গভীর ছাপ ফেলে আর তাই তারা জিজ্ঞেস করে: “আমাদের কী করা উচিত?” তিনি তাদের বলেন: ‘তোমাদের পাপের জন্য অনুতপ্ত হও এবং যিশুর নামে বাপ্তিস্ম নাও। তা হলে, তোমারও দান হিসেবে পবিত্র শক্তি লাভ করবে।’ সেই দিন প্রায় ৩,০০০ জন ব্যক্তি বাপ্তিস্ম নেয়। তখন থেকে জেরুসালেমে খুব দ্রুত শিষ্যদের সংখ্যা বাড়তে থাকে। পবিত্র শক্তির সাহায্যে প্রেরিতেরা আরও মণ্ডলী গঠন করে, যাতে যিশু তাদের যা যা বলেছিলেন, সেই সমস্ত কিছু শিষ্যদের শেখাতে পারে।
“তুমি যদি জনসমক্ষে মুখে ঘোষণা কর যে, যিশুই প্রভু এবং হৃদয়ে বিশ্বাস করে চল যে, ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, তা হলে তুমি রক্ষা পাবে।”—রোমীয় ১০:৯