সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৯৩

যিশু স্বর্গে ফিরে যান

যিশু স্বর্গে ফিরে যান

গালীলে যিশু তাঁর অনুসারীদের সঙ্গে দেখা করেন। তিনি তাদের খুব গুরুত্বপূর্ণ একটা আজ্ঞা দেন: ‘যাও, তোমরা সমস্ত জাতির লোকদের শিষ্য করো। আমি তোমাদের যা যা শিক্ষা দিয়েছি, সেই সমস্ত কিছু তাদের শিক্ষা দাও এবং তাদের বাপ্তিস্ম দাও।’ এরপর, তিনি তাদের কাছে এই প্রতিজ্ঞা করেন: ‘মনে রেখো, আমি সবসময় তোমাদের সঙ্গে সঙ্গে থাকব।’

যিশু তাঁর পুনরুত্থানের পর ৪০ দিনের মধ্যে গালীলে ও জেরুসালেমে তাঁর শত শত শিষ্যকে দেখা দেন। তিনি তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা দেন এবং অনেক অলৌকিক কাজ করেন। এরপর, তিনি জৈতুন পর্বতে তাঁর প্রেরিতদের সঙ্গে শেষ বারের মতো মিলিত হন। তিনি তাদের বলেন: ‘তোমরা জেরুসালেম থেকে চলে যেয়ো না। পিতার প্রতিজ্ঞাত দানের জন্য অপেক্ষা করো।’

প্রেরিতেরা যিশুর কথাগুলোর অর্থ বুঝতে পারেনি। তারা তাঁকে জিজ্ঞেস করে: ‘আপনি কি এখন ইজরায়েলের রাজা হবেন?’ যিশু তাদের বলেন: ‘আমাকে রাজা করার জন্য যিহোবার সময় এখনও আসেনি। শীঘ্রই, তোমরা পবিত্র শক্তির কাছ থেকে শক্তি লাভ করবে আর তোমরা আমার বিষয়ে সাক্ষ্য দেবে। যাও, জেরুসালেম, যিহূদিয়া, শমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচার করো।’

এরপর, যিশুকে স্বর্গে তুলে নেওয়া হয় আর একটা মেঘ এসে তাঁকে ঢেকে দেয়। তাঁর শিষ্যেরা উপরে তাকিয়ে থাকে, কিন্তু তাঁকে আর দেখতে পায় না।

শিষ্যেরা জৈতুন পর্বত থেকে জেরুসালেমে চলে যায়। তারা নিয়মিতভাবে উপরের একটা ঘরে মিলিত হত এবং প্রার্থনা করত। তারা যিশুর আরও নির্দেশনা লাভ করার জন্য অপেক্ষা করতে থাকে।

“সমস্ত জাতি যেন রাজ্যের সুসমাচার জানতে পারে, তাই পুরো পৃথিবীতে এই সুসমাচার প্রচার করা হবে এবং এরপর শেষ আসবে।”—মথি ২৪:১৪