পাঠ ৮৫
যিশু বিশ্রামবারে সুস্থ করেন
ফরীশীরা যিশুকে ঘৃণা করে আর তাঁকে গ্রেপ্তার করার কারণ খুঁজতে থাকে। তারা বলে, বিশ্রামবারে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করা তাঁর উচিত নয়। এক বিশ্রামবারে যিশু একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পান, যিনি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন। তিনি তাঁর শিষ্যদের বলেন: ‘দেখো, ঈশ্বরের শক্তি কীভাবে এই ব্যক্তিকে সাহায্য করে।’ যিশু মাটিতে থুতু ফেলে তা দিয়ে কাদা তৈরি করেন আর সেই কাদা ওই ব্যক্তির চোখে লাগিয়ে দেন। যিশু তাকে বলেন: ‘যাও, শীলোহ পুকুরে গিয়ে তোমার চোখ ধুয়ে ফেলো।’ তখন সেই ব্যক্তি গিয়ে তা-ই করেন আর এরপর তিনি জীবনে প্রথম বার দেখতে পান।
লোকেরা এটা দেখে খুব আশ্চর্য হয়ে যায়। তারা বলে: ‘এ কি সেই ব্যক্তি নয়, যে বসে বসে ভিক্ষা করত, না কি এ দেখতে তারই মতো?’ তখন সেই ব্যক্তি বলেন: ‘আমিই সেই ব্যক্তি, যে অন্ধ হয়েই জন্মেছিলাম!’ লোকেরা তাকে জিজ্ঞেস করে: ‘কীভাবে তুমি এখন দেখতে পাচ্ছ?’ তিনি যখন তাদের বলেন যে, কীভাবে তিনি এখন দেখতে পাচ্ছেন, তখন তারা তাকে ফরীশীদের কাছে নিয়ে যায়।
সেই ব্যক্তি ফরীশীদের বলেন: ‘যিশু কাদা তৈরি করে আমার চোখে লাগিয়ে দেন আর আমাকে গিয়ে তা ধুয়ে ফেলতে বলেন। আমি তা-ই করি আর এখন আমি দেখতে পাচ্ছি।’ ফরীশীরা বলে: ‘যিশু যদি বিশ্রামবারে সুস্থ করে থাকেন, তা হলে তাঁর শক্তি ঈশ্বরের কাছ থেকে আসেনি।’ কিন্তু, অন্যেরা বলে: ‘তাঁর শক্তি যদি ঈশ্বরের কাছ থেকে না আসত, তা হলে তিনি কখনোই সুস্থ করতে পারতেন না।’
ফরীশীরা সেই ব্যক্তির বাবা-মাকে ডেকে পাঠায় আর তাদের জিজ্ঞেস করে: ‘তোমাদের ছেলে এখন কীভাবে দেখতে পাচ্ছে?’ তার বাবা-মা ভয় পেয়ে যান, কারণ ফরীশীরা বলেছিল, কেউ যদি যিশুর উপর বিশ্বাস করে, তা হলে তাকে সমাজগৃহ থেকে বের করে দেওয়া
হবে। তাই, তারা বলেন: “আমরা জানি না। ওকেই জিজ্ঞেস করুন।” এরপর, ফরীশীরা সেই ব্যক্তিকে আরও প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। অবশেষে, সেই ব্যক্তি বলেন: ‘আমি যা জানি, সব কিছুই আপনাদের বলেছি। তারপরও কেন আপনারা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন?’ এতে ফরীশীরা ভীষণ রেগে যায় আর তাকে সেখান থেকে বের করে দেয়।পরে, সেই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর যিশু তাকে জিজ্ঞেস করেন: ‘তুমি কি মশীহের উপর বিশ্বাস কর?’ সেই ব্যক্তি বলেন: ‘আমি যদি জানতাম তিনি কে, তা হলে আমি তাঁর উপর বিশ্বাস করতাম।’ যিশু তাকে বলেন: ‘আমিই মশীহ।’ যিশু কতটা দয়ালু ছিলেন, তা কি তুমি দেখতে পেয়েছ? তিনি সেই ব্যক্তিকে কেবল সুস্থই করেননি, সেইসঙ্গে তাঁর উপর বিশ্বাস গড়ে তোলার জন্য তাকে সাহায্যও করেছিলেন।
“তোমরা ভুল করছ, কারণ তোমরা না জান শাস্ত্র, না জান ঈশ্বরের শক্তি।”—মথি ২২:২৯