বাইবেল থেকে তুমি যা শিখতে পার

এই বইয়ে আপনি বাইবেলে দেওয়া সৃষ্টির বিবরণ থেকে শুরু করে যিশুর জন্ম, তার প্রচার কাজ এবং ঈশ্বরের আসন্ন রাজ্য পর্যন্ত বিবরণ পড়তে পারেন।

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

এই বইটা কীভাবে ব্যবহার করা যেতে পারে?

পাঠ ১

ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেন

বাইবেল বলে যে, ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন। প্রত্যেককে এবং সমস্ত কিছু সৃষ্টি করার আগে কেন ঈশ্বর একজন স্বর্গদূতকে সৃষ্টি করেছিলেন?

পাঠ ২

ঈশ্বর প্রথম পুরুষ ও নারীকে সৃষ্টি করেন

ঈশ্বর প্রথম পুরুষ ও নারীকে সৃষ্টি করেন এবং তাদের এদন বাগানে রাখেন। তারা একটা পরিবার শুরু করবে এবং পুরো পৃথিবীকে পরমদেশ করে তুলবে।

পাঠ ৩

আদম ও হবা যিহোবার অবাধ্য হন

এদন বাগানে কেন একটা গাছ খুব বিশেষ ছিল? কেন হবা সেই গাছের ফল খেয়েছিলেন?

পাঠ ৪

রাগ করার কারণে খুবই খারাপ কিছু ঘটে

ঈশ্বর হেবলের উপহার গ্রহণ করেন, কিন্তু কয়িনের উপহার গ্রহণ করেন না। কয়িন যখন এটা বুঝতে পারেন, তখন তিনি খুব রেগে যান। এর ফলে, তিনি খুব খারাপ কিছু করেন।

পাঠ ৫

নোহের জাহাজ

স্বর্গ থেকে দূতেরা এসে যখন পৃথিবীর নারীদের বিয়ে করেছিল, তখন তাদের সন্তান হয়েছিল। তারা দৈত্যের মতো ছিল এবং লোকদের অত্যাচার করত। চারিদিকে হিংস্রতা ছড়িয়ে পড়েছিল। কিন্তু, নোহ তাদের চেয়ে একেবারে আলাদা ছিলেন—তিনি ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাঁর বাধ্য ছিলেন।

পাঠ ৬

আট জন ব্যক্তি জলপ্লাবন থেকে রক্ষা পায়

৪০ দিন এবং ৪০ রাত ধরে বৃষ্টি হয়। সবমিলিয়ে নোহ এবং তার পরিবার এক বছরেরও বেশি সময় ধরে জাহাজের মধ্যে থাকে। এরপর, তারা জাহাজ থেকে বের হয়।

পাঠ ৭

বাবিলের দুর্গ

লোকেরা একটা নগর এবং আকাশ ছুঁয়ে যায় এমন একটা দুর্গ তৈরি করতে চেয়েছিল। কেন ঈশ্বর হঠাৎ করে এমন কিছু করেন, যার ফলে লোকেরা আলাদা আলাদা ভাষায় কথা বলতে শুরু করে?

পাঠ ৮

অব্রাহাম ও সারা ঈশ্বরের বাধ্য হন

কেন অব্রাহাম কনান দেশে যাযাবর হিসেবে থাকার জন্য ঊর নগরের আরামদায়ক জীবন ত্যাগ করেছিলেন?

পাঠ ৯

অবশেষে একটি ছেলে হয়!

কীভাবে যিহোবা অব্রাহামের কাছে করা তাঁর প্রতিজ্ঞা পূরণ করবেন? তিনি অব্রাহামের কোন ছেলের মাধ্যমে তা করবেন, ইস্‌হাকের মাধ্যমে, না কি ইশ্মায়েলের মাধ্যমে?

পাঠ ১০

লোটের স্ত্রীর কথা স্মরণ করো

যিহোবা সদোম ও ঘমোরার উপর গন্ধক ও আগুনের বৃষ্টি নিয়ে আসেন। কেন এই নগর দুটো ধ্বংস করা হয়েছিল? কেন আমরা লোটের স্ত্রীর কথা স্মরণ করব?

পাঠ ১১

বিশ্বাসের এক পরীক্ষা

ঈশ্বর অব্রাহামকে বলেন: ‘তুমি, তোমার একমাত্র ছেলেকে নিয়ে মোরিয়া দেশে যাও আর সেখানে একটা পর্বতের উপরে তাকে বলি হিসেবে উৎসর্গ করো।’ বিশ্বাসের এই পরীক্ষার সময় অব্রাহাম কী করেছিলেন?

পাঠ ১২

যাকোব উত্তরাধিকার পান

ইস্‌হাক ও রিবিকার যমজ ছেলে হয়। এষৌ প্রথমে জন্মান, তাই উত্তরাধিকার তার পাওয়ার কথা ছিল কিন্তু, এক বাটি ডালের জন্য তিনি এটাকে তুচ্ছ করেছিলেন।

পাঠ ১৩

যাকোব ও এষৌ শান্তি স্থাপন করেন

কীভাবে যাকোব স্বর্গদূতের কাছ থেকে আশীর্বাদ লাভ করেছিলেন? কীভাবে তিনি এষৌর সঙ্গে শান্তি স্থাপন করেছিলেন?

পাঠ ১৪

একজন দাস ঈশ্বরের বাধ্য হন

যোষেফ যা সঠিক, তা-ই করেছিলেন, কিন্তু তারপরও তিনি অনেক কষ্ট ভোগ করেছিলেন। কেন?

পাঠ ১৫

যিহোবা কখনো যোষেফকে ভুলে যাননি

যদিও যোষেফ তার পরিবার থেকে অনেক দূরে ছিলেন, কিন্তু যিহোবা দেখিয়েছিলেন যে, তিনি তার সঙ্গে আছেন।

পাঠ ১৬

ইয়োব কে ছিলেন?

ইয়োব সবসময় যিহোবার বাধ্য ছিলেন আর তা এমনকী কঠিন সময়েও।

পাঠ ১৭

মোশি যিহোবাকে উপাসনা করা বেছে নেন

শিশু মোশিকে রক্ষা করার জন্য তার মা একটা দারুণ পরিকল্পনা করেন আর তাই তিনি রক্ষা পান।

পাঠ ১৮

জ্বলন্ত ঝোপ

আগুন লাগার পরও কেন ঝোপটা পুড়ে যাচ্ছে না?

পাঠ ১৯

প্রথম তিনটে আঘাত

ফরৌণ খুবই গর্বিত মনোভাব দেখিয়ে সামান্য একটা কাজ করতে রাজি হননি আর এই কারণে তার লোকদের উপর বড়ো বড়ো সমস্যা আসে।

পাঠ ২০

পরের ছ-টা আঘাত

প্রথম তিনটে আঘাতের সঙ্গে এই আঘাতগুলোর কোন পার্থক্য ছিল?

পাঠ ২১

দশম আঘাত

এই আঘাত এতটাই ভয়ানক ছিল যে, গর্বিতমনা ফরৌণও অবশেষে হার মেনে নেন।

পাঠ ২২

লোহিত সাগরের কাছে অলৌকিক কাজ

যদিও ফরৌণ দশটা আঘাত থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু তিনি কি ঈশ্বরের করা এই অলৌকিক কাজ থেকে বাঁচতে পেরেছিলেন?

পাঠ ২৩

তারা যিহোবার কাছে একটা প্রতিজ্ঞা করে

ইজরায়েলীয়েরা যখন সীনয় পর্বতের কাছে শিবির স্থাপন করেছিল, তখন তারা ঈশ্বরের কাছে এক বিশেষ প্রতিজ্ঞা করেছিল।

পাঠ ২৪

তারা তাদের প্রতিজ্ঞা পূর্ণ করেনি

মোশিকে যখন দশ আজ্ঞা দেওয়া হচ্ছিল, তখন লোকেরা এক গুরুতর পাপ করেছিল।

পাঠ ২৫

উপাসনার জন্য এক পবিত্র তাঁবু

এই বিশেষ তাঁবুতে চুক্তির সিন্দুক রাখা হয়েছিল।

পাঠ ২৬

বারো জন গুপ্তচর

যিহোশূয় ও কালেব সেই দশ জন গুপ্তচরের চেয়ে আলাদা ছিলেন, যারা কনান দেশের দেখতে গিয়েছিল।

পাঠ ২৭

তারা যিহোবার বিরোধিতা করে

কোরহ, দাথন এবং ২৫০ জন ব্যক্তি যিহোবা সম্বন্ধে এক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে ব্যর্থ হয়।

পাঠ ২৮

বিলিয়মের গাধা কথা বলে

গাধীটা এমন কাউকে দেখতে পায়, যাকে বিলিয়ম দেখতে পায় না।

পাঠ ২৯

যিহোবা যিহোশূয়কে বেছে নেন

ঈশ্বর যিহোশূয়কে এমন নির্দেশনা দিয়েছিলেন, যেগুলো মেনে চললে আজ আমরাও উপকার লাভ করতে পারব।

পাঠ ৩০

রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন

যিরীহোর প্রাচীর ভেঙে পড়ছে। কিন্তু, রাহবের বাড়ি প্রাচীরের উপর থাকা সত্ত্বেও সেটা একেবারে ঠিক আছে।

পাঠ ৩১

যিহোশূয় ও গিবিয়োনীয়েরা

যিহোশূয় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন: ‘সূর্য, তুমি স্থির হয়ে যাও!’ ঈশ্বর কি তার প্রার্থনা শুনেছিলেন?

পাঠ ৩২

একজন নতুন নেতা এবং দু-জন সাহসী মহিলা

যিহোশূয় মারা যাওয়ার পর, ইজরায়েলীয়েরা মূর্তিপূজা করতে শুরু করে। তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু তারা তাদের নেতা বারক, ভাববাদিনী দবোরা এবং যায়েলের কাছ থেকে সাহায্য লাভ করে।

পাঠ ৩৩

রূৎ ও নয়মী

দু-জন বিধবা মহিলা ইজরায়েলে ফিরে যান। তাদের মধ্যে একজনের নাম হল রূৎ। তিনি যখন শস্যখেতে শস্য কুড়োচ্ছিলেন, তখন বোয়স নামে একজন ব্যক্তি তাকে লক্ষ করেন।

পাঠ ৩৪

গিদিয়োন মিদিয়নীয়দের পরাজিত করেন

মিদিয়নীয়েরা ইজরায়েলীয়দের জীবনকে খুব কঠিন করে তুলেছিল আর তাই তারা সাহায্যের জন্য যিহোবার কাছে অনুরোধ করেছিল। কীভাবে গিদিয়োনের ছোটো সেনাবাহিনী শত্রুদের ১,৩৫,০০০ জন সৈন্যকে পরাজিত করেছিল?

পাঠ ৩৫

হান্না একটি ছেলের জন্য প্রার্থনা করেন

হান্না, পনিন্না এবং ছেলে-মেয়েদের নিয়ে ইল্‌কানা শীলোতে যান, যাতে সেখানে পবিত্র তাঁবুতে উপাসনা করতে পারেন। সেখানে হান্না একটি ছেলের জন্য প্রার্থনা করেন। এক বছরের মধ্যেই শমূয়েলের জন্ম হয়!

পাঠ ৩৬

যিপ্তহের প্রতিজ্ঞা

যিপ্তহ কোন প্রতিজ্ঞা করেছিলেন এবং কেন? যিপ্তহের প্রতিজ্ঞার কথা জানতে পেরে তার মেয়ে কেমন মনোভাব দেখিয়েছিলেন?

পাঠ ৩৭

যিহোবা শমূয়েলের সঙ্গে কথা বলেন

মহাযাজক এলির দুই ছেলে পবিত্র তাঁবুতে যাজক হিসেবে কাজ করত, তবে তারা ঈশ্বরের আইন মেনে চলত না। ছোটো শমূয়েল তাদের মতো ছিলেন না। একদিন রাতে যিহোবা শমূয়েলের সঙ্গে কথা বলেন।

পাঠ ৩৮

যিহোবা শিম্‌শোনকে শক্তিশালী করেন

যিহোবা শিম্‌শোনকে শক্তিশালী করেন, যাতে শিম্‌শোন পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু, শিম্‌শোন এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন আর এর ফলে পলেষ্টীয়েরা তাকে বন্দি করেছিল।

পাঠ ৩৯

ইজরায়েলের প্রথম রাজা

যিহোবা ইজরায়েলীয়দের নেতৃত্ব দেওয়ার জন্য বিচারকদের নিযুক্ত করেছিলেন। কিন্তু, তারা একজন রাজা চেয়েছিল। শমূয়েল শৌলকে প্রথম রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন, কিন্তু পরে যিহোবা শৌলকে প্রত্যাখ্যান করেছিলেন। কেন?

পাঠ ৪০

দায়ূদ ও গলিয়াৎ

যিহোবা দায়ূদকে ইজরায়েলের পরবর্তী রাজা হিসেবে বাছাই করেন আর দায়ূদ প্রমাণ করেন, যিহোবার এই সিদ্ধান্ত সঠিক ছিল।

পাঠ ৪১

দায়ূদ ও শৌল

কেন এই ব্যক্তিদের মধ্যে একজন আরেকজন ব্যক্তিকে ঘৃণা করেছিল? আর যাকে ঘৃণা করা হয়েছিল, তিনি কেন কেমন আচরণ করেছিলেন?

পাঠ ৪২

যোনাথন একজন সাহসী ও অনুগত ব্যক্তি ছিলেন

রাজার ছেলে দায়ূদের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন।

পাঠ ৪৩

দায়ূদ পাপ করেন

একটা খারাপ সিদ্ধান্ত অনেক সমস্যা নিয়ে আসে।

পাঠ ৪৪

যিহোবার জন্য এক মন্দির

ঈশ্বর রাজা শলোমনের করা অনুরোধ শোনেন এবং তাকে কিছু বিশেষ সুযোগ দেন।

পাঠ ৪৫

একটা রাজ্য বিভক্ত হয়ে যায়

অনেক ইজরায়েলীয় যিহোবার সেবা করা বন্ধ করে দেয়।

পাঠ ৪৬

কর্মিল পর্বতে কী ঘটে?

কে সত্য ঈশ্বর? যিহোবা, না কি বাল?

পাঠ ৪৭

যিহোবা এলিয়কে শক্তিশালী করেন

তোমার কি মনে হয় যে, তিনি তোমাকেও শক্তিশালী করবেন?

পাঠ ৪৮

একজন বিধবার ছেলে বেঁচে ওঠে

একই বাড়িতে দুটো অলৌকিক ঘটনা

পাঠ ৪৯

একজন দুষ্ট রানিকে শাস্তি দেওয়া হয়

ঈষেবল নাবোৎ নামে একজন ইজরায়েলীয় ব্যক্তির আঙুর খেত চুরি করার জন্য ষড়যন্ত্র করেন। যিহোবা তার মন্দতা ও অবিচার দেখতে পেয়েছিলেন।

পাঠ ৫০

যিহোবা যিহোশাফটকে সুরক্ষা জোগান

শত্রু জাতিগুলো যখন যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হুমকি দেয়, তখন ভালো রাজা যিহোশাফট ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন।

পাঠ ৫১

একজন বীরযোদ্ধা এবং একটি ছোটো মেয়ে

একটি ছোটো ইজরায়েলীয় মেয়ে তার প্রভুর স্ত্রীকে যিহোবার অসাধারণ শক্তির বিষয়ে বলেন আর এর ফলে এক অলৌকিক কাজ হয়।

পাঠ ৫২

যিহোবার বিশাল সেনাবাহিনী

কীভাবে ইলীশায়ের পরিচারক দেখতে পান যে, ‘তাদের সঙ্গে যারা রয়েছে, তাদের চেয়ে আমাদের সঙ্গে যারা রয়েছে, তাদের সংখ্যা আরও বেশি।’

পাঠ ৫৩

যিহোয়াদা সাহস দেখান

একজন বিশ্বস্ত যাজক একজন দুষ্ট রানির বিরুদ্ধে পদক্ষেপ দেন।

পাঠ ৫৪

যিহোবা যোনার প্রতি ধৈর্য দেখান

কীভাবে ঈশ্বরের একজন ভাববাদী খুব বড়ো একটা মাছের পেটে চলে যায়? কীভাবে তিনি বের হয়ে আসেন? আর যিহোবা তাকে কোন বিষয়গুলো শিখতে সাহায্য করেছেন?

পাঠ ৫৫

যিহোবার স্বর্গদূত হিষ্কিয়কে সুরক্ষা জোগান

যিহূদার শত্রুরা বলে যে, যিহোবা তাঁর লোকদেরকে সুরক্ষা জোগাবেন না। কিন্তু, তারা ভুল ছিল।

পাঠ ৫৬

যোশিয় ঈশ্বরের ব্যবস্থা অনেক ভালোবাসতেন

যোশিয়ের বয়স যখন আট বছর, তখন তিনি রাজা হন। তিনি লোকদের যিহোবার উপাসনা করতে সাহায্য করেন।

পাঠ ৫৭

যিহোবা যিরমিয়কে প্রচার করার জন্য পাঠান

যুবক ভাববাদীর কথা শুনে যিহূদার প্রাচীনেরা ভীষণ রেগে যায়।

পাঠ ৫৮

জেরুসালেমকে ধ্বংস করা হয়

যিহূদার লোকেরা মিথ্যা দেব-দেবীদের উপাসনা করতেই থাকে আর তাই যিহোবা তাদের পরিত্যাগ করেন।

পাঠ ৫৯

চার জন অল্পবয়সি ছেলে যিহোবার বাধ্য হয়

অল্পবয়সি যিহুদিরা স্থির করেছিল, তারা যিহোবার প্রতি বিশ্বস্ত থাকবে। এমনকী সেই সময়ও, যখন তারা ব্যাবিলনের রাজপ্রাসাদে ছিল।

পাঠ ৬০

একটা রাজ্য চিরকাল স্থায়ী হবে

দানিয়েল নবূখদ্‌নিৎসরের অদ্ভুত স্বপ্নের অর্থ বলেন।

পাঠ ৬১

তারা মাথা নত করেনি

শদ্রক, মৈশক ও অবেদ্‌নগো বাবিলের রাজার সোনার মূর্তির উপাসনা করছে না।

পাঠ ৬২

বিশাল বড়ো এক গাছের মতো একটা রাজ্য

নবূখদ্‌নিৎসরের স্বপ্ন তার নিজের ভবিষ্যৎ সম্বন্ধে প্রকাশ করে।

পাঠ ৬৩

দেওয়ালের উপরে লেখা

কখন এই অদ্ভুত লেখাগুলো দেখা যায় আর এই লেখাগুলোর অর্থ কী?

পাঠ ৬৪

সিংহের গর্তে দানিয়েল

প্রতিদিন যিহোবার কাছে প্রার্থনা করো, যেমনটা দানিয়েল করতেন!

পাঠ ৬৫

ইষ্টের তার লোকদের রক্ষা করেন

তিনি একজন বিদেশি ও অনাথ হওয়া সত্ত্বেও রানি হয়েছিলেন।

পাঠ ৬৬

ইষ্রা ঈশ্বরের ব্যবস্থা সম্বন্ধে শিক্ষা দেন

ইষ্রা লোকদের সামনে যা পড়েন, তা শোনার পর তারা ঈশ্বরের কাছে এক বিশেষ প্রতিজ্ঞা করে

পাঠ ৬৭

জেরুসালেমের প্রাচীর

নহিমিয় জানতে পারেন যে, তার শত্রুরা আক্রমণ করার পরিকল্পনা করছে। কেন তিনি ভয় পাননি?

পাঠ ৬৮

ইলীশাবেতের একটি সন্তান হয়

কেন ইলীশাবেতের স্বামী বলেছিলেন যে, তিনি ততদিন পর্যন্ত কথা বলতে পারবেন না, যতদিন না তার সন্তান জন্ম নেয়?

পাঠ ৬৯

গাব্রিয়েল মরিয়মের কাছে আসেন

তিনি তাকে একটা বার্তা জানিয়েছিলেন, যেটা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল।

পাঠ ৭০

স্বর্গদূতেরা যিশুর জন্মের বিষয়ে ঘোষণা করে

মেষপালকেরা ঘোষণা শোনার সঙ্গেসঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছিল

পাঠ ৭১

যিহোবা যিশুকে সুরক্ষা জোগান

একজন দুষ্ট রাজা যিশুকে মেরে ফেলতে চেয়েছিলেন

পাঠ ৭২

অল্পবয়সি যিশু

কীভাবে তিনি মন্দিরের গুরুদের অবাক করে দিয়েছিলেন?

পাঠ ৭৩

যোহন পথ প্রস্তুত করেন

যোহন বড়ো হয়ে একজন ভাববাদী হন। তিনি লোকদের মশীহের আসার বিষয়ে বলেন। যোহনের কথা শুনে লোকেরা কী করেছিল?

পাঠ ৭৪

যিশু মশীহ হয়ে ওঠেন

যিশুই ঈশ্বরের মেষশাবক, এই কথা বলার মাধ্যমে যোহন কী বুঝিয়েছেন?

পাঠ ৭৫

দিয়াবল যিশুকে পরীক্ষা করে

দিয়াবল যিশুকে তিন বার পরীক্ষা করে। তিনটে প্রলোভন কী ছিল? যিশু কী করেছিলেন?

পাঠ ৭৬

যিশু মন্দির পরিষ্কার করেন

কেন যিশু একটা চাবুক দিয়ে সমস্ত পশু ও পাখি মন্দির থেকে তাড়িয়ে দেন আর মুদ্রা বিনিময়কারীদের টেবিল উলটে দেন?

পাঠ ৭৭

কুয়োর পাশে একজন মহিলা

একজন শমরীয় মহিলার সঙ্গে যিশু কথা বলছেন আর এটা দেখে সেই মহিলা খুব অবাক হয়ে গিয়েছেন। কেন? যিশু তাকে এমন কী বলেছিলেন, যেটা তিনি অন্য কাউকে বলেননি?

পাঠ ৭৮

যিশু ঈশ্বরের রাজ্যের বার্তা প্রচার করেন

তিনি তাঁর কয়েক জন শিষ্যকে ‘তারা যেমন মাছ ধরে থাক, তেমনই মানুষ ধরার’ জন্য আমন্ত্রণ জানান। পরে, তিনি তাঁর ৭০ জন অনুসারীকে সুসমাচারের বার্তা প্রচার করার জন্য প্রশিক্ষণ দেন।

পাঠ ৭৯

যিশু অনেক অলৌকিক কাজ করেন

যিশু যেখানেই যেতেন, সেখানেই অসুস্থ ব্যক্তিরা সাহায্যের জন্য তাঁর কাছে আসত আর তিনি তাদের সকলকে সুস্থ করতেন। তিনি এমনকী একটি ছোট্ট মেয়েকে পুনরুত্থিত করেন।

পাঠ ৮০

যিশু ১২ জন প্রেরিতকে বাছাই করেন

তিনি তাদের কী করার জন্য বেছে নিয়েছিলেন? তুমি কি তাদের নাম মনে করতে পার?

পাঠ ৮১

পর্বতের উপরে দেওয়া উপদেশ

যে-লোকেরা জড়ো হয়েছিল, যিশু তাদের মূল্যবান শিক্ষা দেন।

পাঠ ৮২

যিশু তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শেখান

যিশু তাঁর শিষ্যদের কোন বিষয়গুলো চাইতে থাকতে বলেছিলেন?

পাঠ ৮৩

যিশু হাজার হাজার লোককে খাওয়ান

এই অলৌকিক কাজটা থেকে যিহোবা ও যিশু সম্বন্ধে আমরা কী শিখতে পারি?

পাঠ ৮৪

যিশু জলের উপর দিয়ে হাঁটেন

তুমি কি কল্পনা করতে পার, প্রেরিতেরা যখন এই অলৌকিক কাজটা দেখেছিল, তখন তাদের কেমন লেগেছিল?

পাঠ ৮৫

যিশু বিশ্রামবারে সুস্থ করেন

তিনি যা করতেন, তাতে কেন সবাই খুশি হয়নি?

পাঠ ৮৬

যিশু লাসারকে পুনরুত্থিত করেন

যিশু যখন মরিয়মকে কাঁদতে দেখেন, তখন তিনি নিজেও কাঁদতে শুরু করেন। কিন্তু, শীঘ্রই তাদের কান্না আনন্দে পরিণত হয়েছিল।

পাঠ ৮৭

যিশুর শেষ ভোজ

যিশু তাঁর প্রেরিতদের সঙ্গে শেষ ভোজের সময় তাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেন।

পাঠ ৮৮

যিশুকে গ্রেপ্তার করা হয়

ঈষ্করিয়োতীয় যিহূদা এবং তার সঙ্গে অনেক লোক খড়্গ ও লাঠি নিয়ে আসে, যাতে তারা যিশুকে গ্রেপ্তার করতে পারে।

পাঠ ৮৯

পিতর যিশুকে অস্বীকার করেন

কায়াফার বাড়ির প্রাঙ্গণে কী হয়? আর বাড়ির ভিতরে যিশুর প্রতি কী ঘটে?

পাঠ ৯০

গল্‌গথা নামে এক জায়গায় যিশু মারা যান

কেন পীলাত যিশুকে হত্যা করার আদেশ দেন?

পাঠ ৯১

যিশু পুনরুত্থিত হন

যিশু মারা যাওয়ার পরে কোন আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটে?

পাঠ ৯২

যিশু তাঁর শিষ্যদের আবার দেখা দেন

তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য তিনি কী করেন?

পাঠ ৯৩

যিশু স্বর্গে ফিরে যান

কিন্তু, তা করার আগে তিনি তাঁর শিষ্যদের খুব গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেন।

পাঠ ৯৪

শিষ্যেরা পবিত্র শক্তি লাভ করে

পবিত্র শক্তি অলৌকিকভাবে তাদের কোন ক্ষমতা দেয়?

পাঠ ৯৫

কোনো কিছুই তাদের থামাতে পারে না

যে-ধর্মীয় গুরুরা যিশুকে হত্যা করেছিল, তারা এখন শিষ্যদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু, তারা তা পারে না।

পাঠ ৯৬

যিশু শৌলকে বাছাই করেন

খ্রিস্টানদের জন্য শৌল হলেন খুব ভয়ংকর এক শত্রু, তবে বিষয়টা পরিবর্তিত হতে চলেছে।

পাঠ ৯৭

কর্ণীলিয় পবিত্র শক্তি লাভ করেন

কেন ঈশ্বর পিতরকে এই ব্যক্তির বাড়িতে যেতে বলেন, যিনি একজন যিহুদি নন?

পাঠ ৯৮

খ্রিস্টধর্ম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে

প্রেরিত পৌল এবং তার মিশনারি সঙ্গীরা দূরদূরান্তে প্রচার করতে শুরু করেন।

পাঠ ৯৯

একজন কারারক্ষী সত্য শেখেন

কীভাবে এই গল্পের সঙ্গে মন্দ স্বর্গদূত, ভূমিকম্প ও খড়্গ যুক্ত রয়েছে?

পাঠ ১০০

পৌল ও তীমথিয়

দু-জন ব্যক্তি অনেক বছর ধরে একসঙ্গে বন্ধু ও সহদাস হিসেবে কাজ করেন।

পাঠ ১০১

পৌলকে রোমে পাঠানো হয়

যাত্রা খুব কঠিন, তবে কোনো সমস্যাই এই প্রেরিতকে থামাতে পারে না।

পাঠ ১০২

যোহনের কাছে প্রকাশিত বাক্য

যিশু তাকে ভবিষ্যৎ সম্বন্ধে এক ধারাবাহিক দর্শন দেখান।

পাঠ ১০৩

“তোমার রাজ্য আসুক”

যোহনকে দেওয়া প্রকাশিত বাক্য আমাদের বুঝতে সাহায্য করে যে, কীভাবে ঈশ্বরের রাজ্য পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তন করে দেবে।