সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ২

কথোপকথনের মতো করে

কথোপকথনের মতো করে

লূক ৬:৪৫ক

সারাংশ: স্বাভাবিকভাবে ও আন্তরিকতার সঙ্গে কথা বলুন যেন বিষয়বস্তুর প্রতি ও আপনার শ্রোতাদের প্রতি আপনার অনুভূতি প্রকাশ পায়।

যেভাবে এটা করা যায়:

  • প্রার্থনাপূর্বক ও সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিন। সাহায্য চেয়ে প্রার্থনা করুন যেন আপনি নিজের উপর নয় বরং আপনার বার্তার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন। আপনাকে যে-মূল বিষয়গুলো তুলে ধরতে হবে, সেগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা রাখুন। চিন্তাভাবনা নিজের ভাষায় তুলে ধরুন; ছাপানো অভিব্যক্তিগুলো যেভাবে রয়েছে, সেগুলোকে কেবল শব্দ ধরে ধরে বলবেন না।

  • হৃদয় থেকে কথা বলুন। শ্রোতাদের কেন সেই বার্তা শোনার প্রয়োজন রয়েছে, তা নিয়ে চিন্তা করুন। তাদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন। তা হলে, আপনার দেহভঙ্গি, অঙ্গভঙ্গি ও মৌখিক অভিব্যক্তির মাধ্যমে আপনার আন্তরিকতা ও বন্ধুত্বপরায়ণ মনোভাব প্রকাশ পাবে।

  • আপনার শ্রোতাদের দিকে তাকান। শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, যদি সেটা করা বিব্রতকর না হয়। যখন কোনো বক্তৃতা দেন, তখন একটা দল হিসেবে সমস্ত শ্রোতার দিকে তাকানোর অথবা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাদের ক্রমাগত দেখার পরিবর্তে একটা সময়ে একজন ব্যক্তির দিকে তাকান।