পাঠ ৩২
ঈশ্বরের রাজ্য শাসন করছে!
ঈশ্বরের রাজ্য ১৯১৪ সালে স্বর্গে শাসন করতে শুরু করেছে। আর তখন থেকেই মানব শাসনের শেষকাল শুরু হয়েছে। কীভাবে আমরা তা জানতে পারি? উত্তর জানার জন্য বাইবেলে এই বিষয়ে কী ভবিষ্যদ্বাণী করা হয়েছিল আর ১৯১৪ সাল থেকে জগতের পরিস্থিতি এবং লোকদের আচরণ কী প্রমাণ দেয়, তা লক্ষ করুন।
১. বাইবেলে কী ভবিষ্যদ্বাণী করা হয়েছিল?
বাইবেলের দানিয়েল বইয়ে করা ভবিষ্যদ্বাণী আমাদের এক সময়কাল সম্বন্ধে জানায়, যেটাকে “সাত কাল” বলা হয়েছে আর এই সময়কাল শেষ হওয়ার পরই ঈশ্বরের রাজ্য শাসন করতে শুরু করবে। (দানিয়েল ৪:১৬, ১৭) শত শত বছর পর যিশু এই সময়কালকে “ন-যিহুদিদের” বা জাতিগুলোর জন্য “নিরূপিত সময়” বলে উল্লেখ করেছিলেন। যিশু শিখিয়েছিলেন যে, তিনি যখন পৃথিবীতে ছিলেন, তখনও এই সময়কাল শেষ হয়নি। (লূক ২১:২৪) আমরা দেখব যে, সাত কালের এই সময়কাল ১৯১৪ সালে শেষ হয়েছে।
২. জগতের পরিস্থিতি এবং লোকদের আচরণ ১৯১৪ সাল থেকে কেমন হয়ে গিয়েছে?
যিশুর শিষ্যেরা তাঁকে জিজ্ঞেস করেছিল, “আপনার উপস্থিতির এবং এই বিধিব্যবস্থার শেষ সময়ের চিহ্ন কী?” (মথি ২৪:৩) উত্তরে যিশু তাদের বলেছিলেন, তিনি যখন স্বর্গে ঈশ্বরের রাজ্যের রাজা হবেন, তখন পৃথিবীতে কোন কোন ঘটনা ঘটবে। তিনি বলেছিলেন, যুদ্ধ হবে, খাদ্যের অভাব দেখা দেবে এবং ভূমিকম্প হবে। (পড়ুন, মথি ২৪:৭.) বাইবেলে এটাও ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, “শেষকালে” লোকদের আচরণ এমন হবে যে, আমাদের জীবন “কঠিন ও বিপদজনক হবে।” (২ তীমথিয় ৩:১-৫) বিশেষ করে, ১৯১৪ সাল থেকে জগতের পরিস্থিতি এবং লোকদের আচরণ সেইরকমই হয়ে গিয়েছে, ঠিক যেমনটা বাইবেলে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।
৩. ঈশ্বরের রাজ্যের শাসন স্বর্গে শুরু হওয়ার পর থেকে জগতের পরিস্থিতি কেন এত খারাপ হয়ে গিয়েছে?
যিশু ঈশ্বরের রাজ্যের রাজা হওয়ার কিছু সময় পর শয়তান এবং মন্দ স্বর্গদূতদের সঙ্গে স্বর্গে যুদ্ধ করেছিলেন আর এই যুদ্ধে শয়তান হেরে গিয়েছিল। বাইবেল বলে, শয়তানকে এই পৃথিবীতে “নিক্ষেপ করা হল এবং এর সঙ্গে এর স্বর্গদূতদেরও নিক্ষেপ করা হল।” (প্রকাশিত বাক্য ১২:৯, ১০, ১২) শয়তান খুব রেগে আছে, কারণ সে জানে তাকে খুব শীঘ্রই ধ্বংস করে দেওয়া হবে। তাই, সে রেগে গিয়ে এই পৃথিবীতে বিভিন্ন সমস্যা ও দুঃখকষ্ট নিয়ে আসছে। এই কারণেই পৃথিবীর পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছে! কিন্তু, খুব শীঘ্রই ঈশ্বর তাঁর রাজ্যের মাধ্যমে সমস্ত সমস্যা দূর করে দেবেন।
গভীরভাবে গবেষণা করুন
কেন আমরা বলতে পারি, ১৯১৪ সালে ঈশ্বরের রাজ্য স্বর্গে শাসন করতে শুরু করেছে এবং এটা জানার পর আমাদের কী করা উচিত? আসুন তা দেখি।
৪. বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ১৯১৪ সালে ঈশ্বরের রাজ্য শাসন করতে শুরু করেছে
প্রাচীন কালে বাবিলের রাজা নবূখদ্নিৎসরকে ঈশ্বর একটা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন যে, ভবিষ্যতে কী ঘটবে। দানিয়েল যখন সেই স্বপ্ন এবং এর অর্থ বলেছিলেন, তখন এটা বোঝা গিয়েছিল যে, এই স্বপ্নের দুটো পরিপূর্ণতা রয়েছে। প্রথমটা নবূখদ্নিৎসরের রাজত্বের ক্ষেত্রে এবং দ্বিতীয়টা ঈশ্বরের রাজ্যের রাজত্বের ক্ষেত্রে।—দানিয়েল ৪:১৭ পদ পড়ুন। a
দানিয়েল ৪:২০-২৬ পদ পড়ুন আর তালিকা দেখুন এবং এরপর নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন:
-
(ক) নবূখদ্নিৎসর তার স্বপ্নে কী দেখেছিলেন?—২০ ও ২১ পদ দেখুন।
-
(খ) নবূখদ্নিৎসর স্বপ্নে যে-বৃক্ষটা দেখেছিলেন, সেটার কী হয়েছিল?—২৩ পদ দেখুন।
-
(গ) “সাত কাল” শেষ হওয়ার পর কী ঘটবে বলে বলা হয়েছিল?—২৬ পদ দেখুন।
বৃক্ষের বিষয়ে এই স্বপ্ন কীভাবে ঈশ্বরের রাজ্যের সঙ্গে জড়িত?
ভবিষ্যদ্বাণী (দানিয়েল ৪:২০-৩৬)
শাসন
(ক) একটা বড়ো বৃক্ষ
শাসনে বাধা আসে
(খ) “বৃক্ষটা ছেদন কর” এবং ‘সাত কাল ঘূরুক’
শাসন আবার শুরু হয়
(গ) ”আপনার হস্তে আপনার রাজত্ব স্থির [ফিরিয়ে দেওয়া] হইবে।”
প্রথমবার এই ভবিষ্যদ্বাণী কখন ও কীভাবে পরিপূর্ণ হয়েছিল?
-
(ঘ) বৃক্ষ কাকে চিত্রিত করেছিল?—২২ পদ দেখুন।
-
(ঙ) কীভাবে তার শাসনে বাধা এসেছিল?—দানিয়েল ৪:২৯-৩৩ পদ পড়ুন।
-
(চ) “সাত কাল” শেষ হওয়ার পর নবূখদ্নিৎসরের কী হয়েছিল?—দানিয়েল ৪:৩৪-৩৬ পদ পড়ুন।
প্রথমবার কখন ও কীভাবে পরিপূর্ণ হয়েছিল?
শাসন
(ঘ) বাবিলের রাজা নবূখদ্নিৎসর
শাসনে বাধা আসে
(ঙ) খ্রিস্টপূর্ব ৬০৬ সালের পর নবূখদ্নিৎসর তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন
শাসন আবার শুরু হয়
(চ) নবূখদ্নিৎসর তার মানসিক ভারসাম্য ফিরে পান এবং আবার শাসন করতে শুরু করেন
দ্বিতীয়বার এই ভবিষ্যদ্বাণী কখন ও কীভাবে পরিপূর্ণ হয়েছিল?
-
(ছ) বৃক্ষ কাকে চিত্রিত করেছিল?—১ বংশাবলি ২৯:২৩ পদ পড়ুন।
-
(জ) কীভাবে সেই শাসনে বাধা এসেছিল? কীভাবে আমরা জানতে পারি, যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখনও এই শাসন শুরু হয়নি?—লূক ২১:২৪ পদ পড়ুন।
-
(ঞ) এই শাসন আবার কখন ও কোথায় শুরু হয়েছিল?
দ্বিতীয়বার কখন ও কীভাবে পরিপূর্ণ হয়েছিল?
শাসন
(ছ) ইজরায়েলীয় রাজারা ঈশ্বরের শাসনকে চিত্রিত করেছিল
শাসনে বাধা আসে
(জ) জেরুসালেমকে ধ্বংস করা হয় এবং ২,৫২০ বছরের জন্য ইজরায়েলীয় রাজাদের শাসনে বাধা আসে
শাসন আবার শুরু হয়
(ঞ) যিশু স্বর্গে ঈশ্বরের রাজ্যের রাজা হন এবং শাসন করতে শুরু করেন
সাত কাল কতটা দীর্ঘ?
বাইবেলের কিছু শাস্ত্রপদ বোঝার জন্য বাইবেলের অন্যান্য শাস্ত্রপদগুলো আমাদের সাহায্য করে থাকে। যেমন প্রকাশিত বাক্য বইয়ে বলা হয়েছে, সাড়ে তিন কাল হল ১,২৬০ দিনের সমান। (প্রকাশিত বাক্য ১২:৬, ১৪) তা হলে, সাড়ে তিন কালের দ্বিগুণ হল, সাত কাল অর্থাৎ ২,৫২০ দিন। বাইবেলের কিছু ভবিষ্যদ্বাণী কখনো কখনো এক দিন একটা বছরকে চিত্রিত করে। (যিহিষ্কেল ৪:৬) দানিয়েলের এই ভবিষ্যদ্বাণী হল সেগুলোর মধ্যে একটা। তাই, সাত কাল সমান ২,৫২০ বছর।
৫. জগতের পরিস্থিতি ১৯১৪ সালের পর থেকে বদলে গিয়েছে
যিশু ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি রাজা হওয়ার পর জগতের পরিস্থিতি কেমন হবে। লূক ২১:৯-১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
এখানে যে-পরিস্থিতি সম্বন্ধে বলা হয়েছে, এর মধ্যে আপনি কোনগুলো শুনেছেন অথবা ঘটতে দেখেছেন?
প্রেরিত পৌল বলেছিলেন যে, মানব শাসনের শেষকালে লোকদের আচরণ কেমন হবে। ২ তীমথিয় ৩:১-৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
এখানে বলা আচরণগুলোর মধ্যে আপনি কোন কোন আচরণ লোকদের মধ্যে লক্ষ করেছেন?
৬. ঈশ্বরের রাজ্যের শাসন স্বর্গে শুরু হয়ে গিয়েছে, এটা জেনে আমাদের কী করা উচিত?
মথি ২৪:৩, ১৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
-
এমন কোন গুরুত্বপূর্ণ কাজ চলছে, যেটা দেখায় ঈশ্বরের রাজ্য শাসন করছে?
-
কীভাবে আপনি এই কাজে অংশ নিতে পারেন?
ঈশ্বরের রাজ্য স্বর্গে শাসন করছে আর খুব শীঘ্রই পুরো পৃথিবীর উপরও শাসন করবে। ইব্রীয় ১০:২৪, ২৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
“ঈশ্বরের দিন যেহেতু এগিয়ে আসছে,” তাই আমাদের প্রত্যেকের কী করা উচিত?
কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “যিহোবার সাক্ষিরা কেন ১৯১৪ সাল নিয়ে এত বেশি কথা বলে?”
-
উত্তরে আপনি কী বলবেন?
সারাংশ
বাইবেলের ভবিষ্যদ্বাণী এবং এই জগতের পরিস্থিতি থেকে বোঝা যায়, ঈশ্বরের রাজ্য স্বর্গে শাসন করছে। আমরাও এই বিষয়ে নিশ্চিত আর তাই আমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করি এবং মণ্ডলীর সভায় যোগ দিই।
পুনরালোচনা
-
দানিয়েলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সাত কাল শেষ হওয়ার পর কী হয়েছিল?
-
কোন বিষয়টা থেকে আপনি নিশ্চিত হয়েছেন যে, ঈশ্বরের রাজ্য ১৯১৪ সাল থেকে শাসন করতে শুরু করেছে?
-
আপনি যদি নিশ্চিত থাকেন, ঈশ্বরের রাজ্য শাসন করছে, তা হলে আপনি কী করতে চাইবেন?
আরও জানুন
১৯১৪ সালের পর থেকে জগতের পরিস্থিতি যেভাবে বদলে গিয়েছে, সেই বিষয়ে ইতিহাসবিদেরা এবং অন্যান্য লোকেরা কী বলে, তা জানুন।
মথি ২৪:১৪ পদের ভবিষ্যদ্বাণী যেভাবে একজন ব্যক্তির জীবন বদলে দিয়েছিল, তা জানুন।
“বেসবল খেলাকে আমি মনপ্রাণ দিয়ে ভালোবাসতাম” (প্রহরীদুর্গ, নং ২ ২০১৭)
কীভাবে আমরা জানতে পারি যে, দানিয়েল ৪ অধ্যায়ের ভবিষ্যদ্বাণী ঈশ্বরের রাজ্যের বিষয়ে করা হয়েছিল?
“কখন ঈশ্বরের রাজ্য শাসন করতে শুরু করে? (১ম ভাগ)” (প্রহরীদুর্গ, জানুয়ারি ১, ২০১৫)
কোন বিষয়টা থেকে আমরা বুঝতে পারি যে, দানিয়েল ৪ অধ্যায়ে বলা “সাত কাল” ১৯১৪ সালে শেষ হয়েছিল?
“কখন ঈশ্বরের রাজ্য শাসন করতে শুরু করে? (২য় ভাগ)” (প্রহরীদুর্গ, এপ্রিল ১, ২০১৫)
a এই পাঠের “আরও জানুন” অংশে শেষ দুটো প্রবন্ধ পড়ুন।