সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মদ খাওয়া

মদ খাওয়া

বাইবেল কি আমাদের পরিমিত মাত্রায় মদ খেতে নিষেধ করে?

গীত ১০৪:১৪, ১৫; উপ ৯:৭; ১০:১৯; ১তীম ৫:২৩

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • যোহন ২:১-১১—যিশু যখন তাঁর প্রথম অলৌকিক কাজ করেছিলেন, তখন তিনি জলকে উত্তম দ্রাক্ষারসে পরিণত করেছিলেন; এর ফলে, বর ও কনেকে আর লজ্জায় পড়তে হয়নি

কেন অতিরিক্ত মদ খাওয়া এবং মাতাল হওয়া বিপদজনক?

ঈশ্বরের দাসেরা মাতাল হওয়াকে কীভাবে দেখে?

১করি ৫:১১; ৬:৯, ১০; ইফি ৫:১৮; ১তীম ৩:২, ৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৯:২০-২৫—নোহ মাতাল হয়ে গিয়েছিলেন আর এর ফলে তার নাতি এক গুরুতর পাপ করেছিলেন

    • ১শমূ ২৫:২, ৩, ৩৬—নাবল একজন নিষ্ঠুর ও মূর্খ ব্যক্তি ছিলেন আর তিনি বিভিন্ন লজ্জাজনক কাজ করতেন, যেমন অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে যেতেন

    • দানি ৫:১-৬, ২২, ২৩, ৩০, ৩১—রাজা বেল্‌শৎসর অতিরিক্ত মদ খেয়েছিলেন এবং যিহোবাকে অপমান করেছিলেন; রাজাকে ঠিক সেই রাতেই হত্যা করা হয়েছিল

আমরা যদি এমনকী মাতাল না-ও হই, তবুও আমরা কতটা পান করি, সেই ব্যাপারে কেন আমাদের সতর্ক থাকতে হবে?

কোনো খ্রিস্টান যদি অতিরিক্ত মদ খাওয়ার অভ্যাসের সঙ্গে লড়াই করে থাকেন, তা হলে আমরা কীভাবে তাকে সাহায্য করতে পারি?