বাবা
একজন বাবার কোন দায়িত্ব রয়েছে?
দ্বিতীয় ৬:৬, ৭; ইফি ৬:৪; ১তীম ৫:৮; ইব্রীয় ১২:৯, ১০
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
আদি ২২:২; ২৪:১-৪—অব্রাহাম তার ছেলে ইস্হাককে খুব ভালোবাসতেন। তিনি তার পক্ষে যা-কিছু সম্ভব, সব করেছিলেন, যাতে তার প্রিয় ছেলে এমন একজন স্ত্রী খুঁজে পেতে পারেন, যিনি যিহোবার উপাসনা করেন
মথি ১৩:৫৫; মার্ক ৬:৩—যিশুকে “ছুতোর মিস্ত্রির ছেলে” বলা হত আর তিনি নিজেও একজন “ছুতোর মিস্ত্রি” ছিলেন; এটা থেকে আমরা বুঝতে পারি, যোষেফ তার ছেলেকে এই কাজ শিখিয়েছিলেন
কেন সন্তানদের তাদের বাবার প্রতি প্রেম দেখানো উচিত এবং তাকে সমাদর করা উচিত?
যাত্রা ২০:১২
আরও দেখুন, মথি ৬:৯
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
হোশেয় ১১:১, ৪—যিহোবা একজন পিতা হিসেবে তাঁর উদাহরণের মাধ্যমে দেখিয়েছিলেন যে, তিনি একজন বাবার ভূমিকাকে কতটা মূল্যবান বলে মনে করেন। একজন বাবার মতোই তিনি তাঁর লোকদের শিক্ষা দিয়েছিলেন এবং কোমলভাবে তাদের যত্ন নিয়েছিলেন
লূক ১৫:১১-৩২—যিশু হারানো ছেলের গল্প বলার মাধ্যমে দেখিয়েছিলেন, তিনি বাবাদের কতটা মূল্যবান বলে মনে করেন এবং তাদের সমাদর করেন। গল্পটা এই শিক্ষা দেয় যে, আমাদের প্রেমময় পিতা যিহোবা সেই ব্যক্তিদের প্রতি করুণা দেখান, যারা পাপ করার পর অনুতপ্ত হয়