উৎসাহ
কেন ঈশ্বরের দাসদের জন্য একে অন্যকে উৎসাহ দেওয়া গুরুত্বপূর্ণ?
যিশা ৩৫:৩, ৪; কল ৩:১৬; ১থিষল ৫:১১; ইব্রীয় ৩:১৩
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
২বংশা ৩২:২-৮—রাজা হিষ্কিয়ের লোকেরা যখন এক বিরাট হুমকির মুখে পড়েছিল, তখন তিনি তাদের উৎসাহ দিয়েছিলেন
-
দানি ১০:২, ৮-১১, ১৮, ১৯—বৃদ্ধ ভাববাদী দানিয়েল যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন একজন স্বর্গদূত তাকে উৎসাহ দিয়েছিলেন এবং সবল করেছিলেন
-
কেন প্রাচীনদের অন্যদের উৎসাহ দেওয়ার দায়িত্ব রয়েছে?
আরও দেখুন, মথি ১১:২৮-৩০
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
দ্বিতীয় ৩:২৮; ৩১:৭, ৮—ভাববাদী মোশি যিহোবার নির্দেশনা অনুযায়ী যিহোশূয়কে উৎসাহ দিয়েছিলেন এবং সাহস জুগিয়েছিলেন, যিনি মোশির পরে নেতা হতে যাচ্ছিলেন
-
প্রেরিত ১১:২২-২৬; ১৪:২২—তাড়নার সময় প্রেরিত পৌল ও বার্ণবা আন্তিয়খিয়ার খ্রিস্টানদের উৎসাহ দিয়েছিলেন
-
কেন উৎসাহ দেওয়ার সময় মন থেকে প্রশংসা করা গুরুত্বপূর্ণ?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
বিচার ১১:৩৭-৪০—ইজরায়েলীয় মেয়েরা বিচারক যিপ্তহের মেয়ের প্রশংসা করার জন্য প্রতি বছর তার কাছে যেত, কারণ যিপ্তহের মেয়ে সব কিছু ত্যাগ করে পবিত্র তাঁবুতে সেবা করছিলেন
-
প্রকা ২:১-৪—যিশু ইফিষের খ্রিস্টানদের সংশোধন করার পাশাপাশি তাদের ভালো কাজগুলোর জন্য প্রশংসা করেছিলেন
-
কীভাবে যিহোবার বিশ্বস্ত দাসেরা একে অন্যকে উৎসাহ দিতে পারে?
হিতো ১৫:২৩; ইফি ৪:২৯; ফিলি ১:১৩, ১৪; কল ৪:৬; ১থিষল ৫:১৪
আরও দেখুন, ২করি ৭:১৩, ১৫, ১৬
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১শমূ ২৩:১৬-১৮—যোনাথনের অল্পবয়সি বন্ধু দায়ূদ যখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন যোনাথন তাকে খুঁজে বের করেছিলেন এবং তাকে উৎসাহ দিয়েছিলেন
-
যোহন ১৬:৩৩—যিশু তাঁর অনুসারীদের নিজের উদাহরণের মাধ্যমে উৎসাহ দিয়েছিলেন এবং তাদের এই আশ্বাস দিয়েছিলেন, তাঁর মতো তারাও জয়ী হতে পারে
-
প্রেরিত ২৮:১৪-১৬—পৌল বিচারের জন্য যখন রোমে যাচ্ছিলেন, তখন বিশ্বস্ত ভাইয়েরা তার সঙ্গে দেখা করার এবং তাকে উৎসাহ দেওয়ার জন্য এসেছিল; এর ফলে, পৌল সাহস অর্জন করতে পেরেছিলেন
-
কেন আমরা অসম্মান অথবা অভিযোগ করা এড়িয়ে চলব?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
গণনা ১১:১০-১৫—লোকেরা যখন খারাপ মনোভাব দেখিয়েছিল এবং অবাধ্য হয়েছিল, তখন ভাববাদী মোশি খুবই নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন
-
গণনা ১৩:৩১, ৩২; ১৪:২-৬—দশ জন গুপ্তচর বিশ্বাস দেখায়নি আর তারা প্রতিজ্ঞাত দেশ সম্বন্ধে খারাপ কথা বলেছিল; এর ফলে, লোকেরা নিরুৎসাহিত হয়ে পড়েছিল এবং বিদ্রোহ করেছিল
-
আমরা যদি ভাই-বোনদের সঙ্গে মেলামেশা করি এবং একসঙ্গে উপাসনা করি, তা হলে কীভাবে আমরা উৎসাহ লাভ করতে পারি?
হিতো ২৭:১৭; রোমীয় ১:১১, ১২; ইব্রীয় ১০:২৪, ২৫; ১২:১২
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
২বংশা ২০:১-১৯—এক বিরাট সেনাবাহিনী যখন রাজা যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, তখন তিনি লোকদের একত্রিত করে প্রার্থনা করেছিলেন
-
প্রেরিত ১২:১-৫, ১২-১৭—প্রেরিত যাকোবকে হত্যা করার এবং প্রেরিত পিতরকে বন্দি করার পর, জেরুসালেমের মণ্ডলী একত্রিত হয়ে প্রার্থনা করেছিল
-
কীভাবে প্রত্যাশা নিয়ে চিন্তা করা আমাদের কঠিন সময়ে টিকে থাকার জন্য উৎসাহ দিতে পারে?
প্রেরিত ৫:৪০, ৪১; রোমীয় ৮:৩৫-৩৯; ১করি ৪:১১-১৩; ২করি ৪:১৬-১৮; ১পিতর ১:৬, ৭
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
আদি ৩৯:১৯-২৩; ৪০:১-৮—যোষেফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল এবং তাকে কারাগারে বন্দি করা হয়েছিল; তা সত্ত্বেও, তিনি বিশ্বস্ত ছিলেন এবং অন্যদের সাহায্য করেছিলেন
-
২রাজা ৬:১৫-১৭—প্রচণ্ড বিপদের মুখে ভাববাদী ইলীশায় ভয় পাননি আর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, যাতে তার পরিচারকও ভয় না পান
-
যিহোবার বাক্য থেকে উৎসাহ লাভ করা
কীভাবে যিহোবা প্রেমের সঙ্গে আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি আমাদের সাহায্য করবেন?
আমরা যদি যিহোবার ধৈর্য ও করুণা নিয়ে গভীরভাবে চিন্তা করি, তা হলে কীভাবে আমরা উৎসাহ লাভ করতে পারি?
আমরা যদি দুর্বল হয়ে পড়ি, তা হলে যিহোবা আমাদের জন্য কী করতে পারেন?
গীত ৪৬:১; যিশা ১২:২; ৪০:২৯-৩১; ফিলি ৪:১৩
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১শমূ ১:১০, ১১, ১৭, ১৮—হান্না যখন প্রচণ্ড দুঃখের মধ্যে ছিলেন এবং হতাশ হয়ে পড়েছিলেন, তখন যিহোবা তার প্রার্থনা শুনেছিলেন এবং তাকে স্বস্তি লাভ করতে সাহায্য করেছিলেন
-
১রাজা ১৯:১-১৯—ভাববাদী এলিয় যখন নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন, তখন যিহোবা তার জন্য খাবার ও জল জুগিয়েছিলেন। তিনি এলিয়কে উৎসাহ ও সান্ত্বনা দিয়েছিলেন এবং তাকে ভালো বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়ার জন্য সাহায্য করেছিলেন
-
ভবিষ্যতের বিষয়ে বাইবেলে যে-প্রত্যাশা রয়েছে, তা থেকে আমরা কীভাবে উৎসাহ লাভ করতে পারি?
২বংশা ১৫:৭; গীত ২৭:১৩, ১৪; ইব্রীয় ৬:১৭-১৯; ১২:২
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
ইয়োব ১৪:১, ২, ৭-৯, ১৩-১৫—ইয়োব এমনকী জীবনের চরম মুহূর্তেও পুনরুত্থানের প্রত্যাশা থেকে সান্ত্বনা লাভ করেছিলেন
-
দানি ১২:১৩—এক-শো বছর বয়সি ভাববাদী দানিয়েলকে যখন একজন স্বর্গদূত ভবিষ্যতের পুরস্কার সম্বন্ধে বলেছিলেন, তখন তিনি উৎসাহ লাভ করেছিলেন
-
যিহোবার কাছে প্রার্থনা করার এবং তাঁর সম্বন্ধে গভীরভাবে চিন্তা করার মাধ্যমে কীভাবে আমরা উৎসাহ লাভ করি?
গীত ১৮:৬; ৫৬:৪, ১১; ইব্রীয় ১৩:৬
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১শমূ ৩০:১-৯—সমস্যার সময়ে রাজা দায়ূদ যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন আর এর ফলে তিনি শক্তি লাভ করেছিলেন
-
লূক ২২:৩৯-৪৩—সবচেয়ে কঠিন পরীক্ষার সময়ে যিশু হৃদয় উজাড় করে প্রার্থনা করেছিলেন আর যিহোবা একজন স্বর্গদূত পাঠিয়ে তাঁকে উৎসাহ দিয়েছিলেন
-
আমরা যখন কোনো ভালো খবর শুনি এবং অন্যদের তা জানাই, তখন আমরা কীভাবে উৎসাহ লাভ করতে পারি?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ১৫:২-৪—প্রেরিত পৌল ও বার্ণবা যে-মণ্ডলীগুলোতে গিয়েছিলেন, সেখানকার ভাই-বোনদের অনেক উৎসাহ দিয়েছিলেন
-
৩যোহন ১-৪—বৃদ্ধ অবস্থায় প্রেরিত যোহন যখন জানতে পেরেছিলেন যে, যাদের তিনি সুসমাচার জানিয়েছেন, তারা বিশ্বস্ততার সঙ্গে চলছে, তখন তিনি অনেক উৎসাহ লাভ করেছিলেন
-