প্রশ্ন ৭
কীভাবে আমি যৌনসম্পর্ক করার চাপের সঙ্গে মোকাবিলা করতে পারি?
তুমি হলে কী করতে?
এই দৃশ্যটা কল্পনা করো: মাইকের সঙ্গে হেদারের পরিচয় হয়েছে মাত্র দু-মাস কিন্তু তারপরও হেদারের মনে হয় যেন সে মাইককে বহুদিন ধরে জানে। তারা নিয়মিতভাবে একজন আরেকজনকে মোবাইলে মেসেজ পাঠায়, ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলে। এখন এমন হয়েছে যে, একটা বাক্য শেষ হওয়ার আগেই তারা একে অপরের মনের কথা বুঝে যায়! কিন্তু, মাইক এখন শুধু কথা বলেই সন্তুষ্ট নয়, সে আরও কিছু চায়।
গত দু-মাসে মাইক এবং হেদার কেবল পরস্পরের হাত ধরেছে এবং পরস্পরকে আলতোভাবে চুমু দিয়েছে। হেদার বিষয়টাকে এই পর্যন্তই সীমিত রাখতে চায়। কিন্তু, সে মাইককেও হারাতে চায় না। একমাত্র মাইকের সঙ্গে থাকলে তার নিজেকে অসাধারণ ও মূল্যবান বলে মনে হয়। ‘এ ছাড়া,’ সে মনে মনে বলে, ‘আমরা একে অপরকে ভালোবাসি . . . ’
তোমার যদি বিয়ের উদ্দেশ্যে মেলামেশা করার মতো বয়স হয়ে থাকে এবং তুমি যদি হেদারের জায়গায় থাকতে, তা হলে তুমি কী করতে?
একটু থেমে চিন্তা করো!
তুমি যদি কোনো ভৌত নিয়ম, যেমন মাধ্যাকর্ষণ নিয়ম অগ্রাহ্য করো, তা হলে তোমাকে সেটার পরিণতি ভোগ করতে হবে। নৈতিক আইনের ক্ষেত্রেও একই বিষয় সত্য আর এইরকম একটা আইন বলে, “তোমরা ব্যভিচার” বা যৌন অনৈতিকতা “হইতে দূরে থাক।”—১ থিষলনীকীয় ৪:৪.
এই আজ্ঞার অবাধ্য হলে কোন কোন পরিণতি হতে পারে? বাইবেল বলে, “যে ব্যভিচার করে” বা যৌন অনৈতিকতায় জড়িত হয়, “সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে।” (১ করিন্থীয় ৬:১৮) কীভাবে?
গবেষণা থেকে জানা গিয়েছে যে, বিয়ের আগেই যৌনসম্পর্ক করে থাকে এমন অনেক তরুণ-তরুণী সাধারণত নীচে দেওয়া এক বা একাধিক পরিণতি ভোগ করে।
-
বিষণ্ণতা। বিয়ের আগে যৌনসম্পর্কে লিপ্ত হয়েছে এমন অনেক তরুণ-তরুণীই পরে এর জন্য অনুশোচনা করে।
-
সন্দেহ। যৌনসম্পর্ক করার পর, দু-জনেই পরস্পরের বিষয়ে এইরকমটা চিন্তা করে, ‘আর কার কার সঙ্গে সে যৌনসম্পর্ক করেছে?’
-
হতাশা। মনে মনে অনেক মেয়েই এমন কাউকে পেতে চায়, যে তাকে সুরক্ষা প্রদান করবে, তাকে নিজের স্বার্থে ব্যবহার করবে না। আর অনেক ছেলে লক্ষ করেছে, কোনো মেয়ে যখন যৌনসম্পর্ক করার বিষয়ে তাদের প্রস্তাবে সাড়া দেয়, তখন সেই মেয়ের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলে।
-
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: তুমি যদি বিয়ের আগে যৌনসম্পর্কে লিপ্ত হও, তা হলে তুমি অতি মূল্যবান কিছু হারানোর মাধ্যমে নিজের মর্যাদাহানি করো। (রোমীয় ১:২৪) তোমার দেহ খুবই মূল্যবান, সেটা দান করার মতো কোনো বিষয় নয়!
অন্যদের কাছে এই বিষয়টা স্পষ্ট করো যে, “ব্যভিচার” বা যৌন অনৈতিকতা ‘হইতে দূরে থাকিবার’ মতো দৃঢ় মনোবল তোমার রয়েছে। (১ থিষলনীকীয় ৪:৪) এরপর তুমি যদি কখনো বিয়ে করো, তখন তুমি যৌনসম্পর্ক করতে পারবে। আর তুমি সেটা পূর্ণরূপে উপভোগ করতে পারবে, এর ফলে তুমি কোনোরকম দুশ্চিন্তা, অনুশোচনা কিংবা অনিশ্চয়তা বোধ করবে না, যে-বিষয়গুলো লোকেরা বিয়ের আগে যৌনসম্পর্ক করার ফলে প্রায়ই ভোগ করে থাকে।—হিতোপদেশ ৭:২২, ২৩; ১ করিন্থীয় ৭:৩.
তুমি কী মনে করো?
-
কেউ যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তা হলে সে কি তোমাকে এমন কিছু করতে বলবে, যেটা শারীরিকভাবে ও আবেগগতভাবে তোমার জন্য ক্ষতিকর?
-
কেউ যদি তোমার জন্য সত্যিই চিন্তা করে, তা হলে সে কি তোমাকে এমন কিছু করার জন্য প্রলুব্ধ করবে, যা কিনা ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলবে?—ইব্রীয় ১৩:৪.