ঈশ্বরের নিকটবর্তী হোন
যিহোবা “পক্ষপাতিত্ব করেন না”
আপনি কি কখনো বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন? আপনার গায়ের রং, সাম্প্রদায়িক পটভূমি অথবা সামাজিক পদমর্যাদার কারণে কখনো কি আপনার কোনো আবেদন খারিজ করা হয়েছে, চাকরি দিতে প্রত্যাখ্যান করা হয়েছে অথবা আপনাকে হেয় জ্ঞান করা হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে এই ব্যাপারে আপনি একা নন। কিন্তু আনন্দের বিষয় হল: যদিও এই ধরনের অবমাননা জগতে সাধারণ বিষয় কিন্তু স্বর্গে এর কোনো স্থান নেই। খ্রিস্টান প্রেরিত পিতর দৃঢ়প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, “ঈশ্বর মুখাপেক্ষা [“পক্ষপাতিত্ব,” ইজি-টু-রিড ভারসন] করেন না।”—পড়ুন, প্রেরিত ১০:৩৪, ৩৫.
পিতর অত্যন্ত এক অসাধারণ পরিস্থিতিতে—কর্ণীলিয় নামে এক পরজাতীয়ের বাড়িতে—এই কথাগুলো বলেছিলেন। পিতর, যিনি একজন যিহুদি ছিলেন, তিনি এমন একটা সময়ে বাস করছিলেন যখন যিহুদিরা পরজাতীয়দেরকে অশুচি হিসেবে দেখত আর তাই তাদেরকে যেকোনো ধরনের সাহচর্য থেকে বঞ্চিত করা হতো। তাহলে, কেন পিতর কর্ণীলিয়ের বাড়িতে ছিলেন? সহজভাবে বললে, এর কারণ হল, যিহোবা ঈশ্বর এই সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। পিতর ঈশ্বরের কাছ থেকে এক দর্শন পেয়েছিলেন, যে-দর্শনে তাকে বলা হয়েছিল: “ঈশ্বর যাহা শুচি করিয়াছেন, তুমি তাহা অপবিত্র বলিও না।” পিতরের অজান্তে একদিন আগে, কর্ণীলিয়ও একটা দর্শন পেয়েছিলেন, যে-দর্শনে তাকে একজন স্বর্গদূত পিতরকে ডাকার নির্দেশ দিয়েছিলেন। (প্রেরিত ১০:১-১৫) পিতর যখন বুঝতে পেরেছিলেন যে, এই ব্যাপারে যিহোবার হাত রয়েছে, তখন তিনি কথা না বলে থাকতে পারেননি।
পিতর বলেছিলেন, “আমি সত্যই বুঝিলাম, ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না।” (প্রেরিত ১০:৩৪) যে-গ্রিক শব্দটিকে “পক্ষপাতিত্ব” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটির আক্ষরিক অর্থ হল, “মুখ বাছাই।” (কিংডম ইন্টারলিনিয়ার ট্রান্সলেসন অভ্ দ্য গ্রিক স্ক্রিপচার্স) এই শব্দটি সম্বন্ধে একজন পণ্ডিত ব্যক্তি ব্যাখ্যা করেন: “এটা এমন একজন বিচারককে নির্দেশ করে, যিনি মানুষের মুখ দেখে বিচার করেন, মামলার গুরুত্ব অনুসারে নয় কিন্তু তিনি সেই ব্যক্তির পছন্দ অথবা অপছন্দ অনুসারে তা করেন।” বর্ণ, জাতীয়তা, সামাজিক পদমর্যাদা অথবা অন্য কোনো বাহ্যিক বিষয়ের কারণে ঈশ্বর মুখ দেখে অনুগ্রহ দেখান না।
এর পরিবর্তে, যিহোবা আমাদের হৃদয়ে যা আছে, তা দেখেন। (১ শমূয়েল ১৬:৭; হিতোপদেশ ২১:২) পরে পিতর বলেছিলেন: “প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাঁহাকে ভয় করে ও ধর্ম্মাচরণ করে, সে তাঁহার গ্রাহ্য হয়।” (প্রেরিত ১০:৩৫) ঈশ্বরকে ভয় করার অর্থ হল, তাঁকে শ্রদ্ধা করা, সম্মান করা ও তাঁর ওপর নির্ভর করা, এমন কিছু করা এড়িয়ে চলা, যা তাঁকে অসন্তুষ্ট করে। ধর্মাচরণ করার সঙ্গে ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক, ইচ্ছুকভাবে তা করা জড়িত। যিহোবা সেই ব্যক্তির মধ্যে আনন্দ খুঁজে পান, যার হৃদয় সশ্রদ্ধ ভয়ে পূর্ণ, যেটা তাকে সঠিক কাজ করতে অনুপ্রাণিত করে।—দ্বিতীয় বিবরণ ১০:১২, ১৩.
যিহোবা যখন স্বর্গ থেকে পৃথিবীর প্রতি দৃষ্টি দেন, তখন তিনি একটা জাতি—মানবজাতিকে—দেখেন
আপনি যদি কখনো বৈষম্যমূলক আচরণের অথবা পক্ষপাতিত্বের শিকার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে ঈশ্বর সম্বন্ধে পিতরের কথাগুলো থেকে উৎসাহ লাভ করার যথেষ্ট কারণ রয়েছে। যিহোবা সমস্ত জাতির লোকেদেরকে সত্য উপাসনার প্রতি আকর্ষিত করছেন। (যোহন ৬:৪৪; প্রেরিত ১৭:২৬, ২৭) তিনি তাঁর উপাসকদের প্রার্থনা শোনেন ও সেটার উত্তর দেন, তা তাদের বর্ণ, জাতীয়তা অথবা সামাজিক পদমর্যাদা যাই হোক না কেন। (১ রাজাবলি ৮:৪১-৪৩) আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবা যখন স্বর্গ থেকে পৃথিবীর প্রতি দৃষ্টি দেন, তখন তিনি একটা জাতি—মানবজাতিকে—দেখেন। আপনি কি পক্ষপাতহীন এই ঈশ্বর সম্বন্ধে আরও শেখার জন্য অনুপ্রাণিত হবেন? ▪ (w১৩-E ০৬/০১)
প্রস্তাবিত বাইবেল পাঠ