আমাদের পাঠক-পাঠিকাদের প্রতি
আমাদের পাঠক-পাঠিকাদের প্রতি
আপনি যে-পত্রিকাটি এখন পড়ছেন, সেটি ১৮৭৯ সালের জুলাই মাস থেকে প্রকাশিত হতে শুরু করেছিল। তখন থেকে এখন পর্যন্ত সময় অনেক পরিবর্তিত হয়েছে—আর এই পত্রিকাতেও অনেক পরিবর্তন হয়েছে। (ওপরে দেওয়া ছবিগুলো দেখুন।) এই সংখ্যা থেকে শুরু করে, প্রহরীদুর্গ পত্রিকার বিন্যাসে আপনি আরও পরিবর্তন লক্ষ করবেন। এটি কোন দিক দিয়ে আলাদা হবে?
দুই পৃষ্ঠায় দেওয়া সূচিপত্রটা দেখুন এবং “Read More Online” নামক শিরোনামটা লক্ষ করুন। প্রতি মাসে এই শিরোনামের অধীনে আপনি সেই প্রবন্ধের শিরোনামগুলো দেখতে পাবেন, যেগুলো শুধুমাত্র www.jw.org ওয়েবসাইটে পাওয়া যাবে। কেন কিছু প্রবন্ধ অনলাইনে প্রকাশ করা হবে?
অনেক দেশে বেশিরভাগ লোক অনলাইনে তথ্য সন্ধান করতে পছন্দ করে। মাউসে একটা ক্লিক করেই তারা সেই তথ্য খুঁজে পেতে পারে যা শুধুমাত্র ইন্টারনেটেই পাওয়া যায়। অনেক বই, পত্রিকা ও সংবাদপত্র অনলাইনে পড়া যায়।
যেহেতু অনেকেই অনলাইনে পড়া পছন্দ করে, তাই সম্প্রতি আমরা আমাদের www.jw.org ওয়েবসাইটকে নতুন করে বিন্যস্ত করেছি, যাতে এটাকে আরও আকর্ষণীয় ও সহজে ব্যবহারযোগ্য করে তোলা যায়। যারা এই সাইট খোলে তারা ৪৩০টারও বেশি ভাষায় প্রকাশনাগুলো পড়তে পারে। কিন্তু এই মাসের শুরু থেকে, যারা আমাদের ওয়েবসাইট খুলবে, তারা এমন কিছু নির্বাচিত প্রবন্ধ পড়তে পারবে, যেগুলো আমাদের ছাপানো পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হতো কিন্তু এখন শুধুমাত্র আমাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে। *
যেহেতু আমরা শুধুমাত্র অনলাইনে আরও বেশি প্রবন্ধ প্রকাশ করব, তাই এই সংখ্যা থেকে প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণটি ৩২ পৃষ্ঠা থেকে কমিয়ে ১৬ পৃষ্ঠার করা হবে। ইতিমধ্যে প্রহরীদুর্গ পত্রিকাটি ২০৪টা ভাষায় প্রকাশিত হচ্ছে। এই সংক্ষিপ্ত সংস্করণের ফলে এখন হয়তো এই পত্রিকাটি আরও বেশি ভাষায় অনুবাদ করা সম্ভব হবে।
আমরা আশা করি যে, এই রদবদল আমাদেরকে বাইবেলের জীবনরক্ষাকারী বার্তা নিয়ে আরও বেশি লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বাইবেলকে সম্মান করে এবং এটি প্রকৃতপক্ষে যা শিক্ষা দেয় তা জানতে চায়, আমাদের এমন অনেক পাঠক-পাঠিকাদের উপকারের জন্য আমরা প্রচুর পরিমাণে জ্ঞানের আলো প্রদানকারী ও আগ্রহজনক তথ্য—ছাপানো ও অনলাইন, উভয় মাধ্যমে—জুগিয়ে যাওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। (w১৩-E ০১/০১)
প্রকাশকগণ
[পাদটীকা]
^ যে-প্রবন্ধগুলো শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে, সেগুলোর মধ্যে কয়েকটা হল: “For Young People” যেটি অল্পবয়সি ছেলে-মেয়েদের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বাইবেল অধ্যয়ন প্রকল্পকে তুলে ধরে এবং “My Bible Lessons” নামক ধারাবাহিক প্রবন্ধ, যা সেইসমস্ত বাবা-মাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যাদের তিন বছর বা তার চেয়ে কম বয়সি সন্তান রয়েছে।
[৩ পৃষ্ঠার চিত্রগুলো]
[৩ পৃষ্ঠার চিত্র]
ONLINE
“The Watchtower—Published Since ১৮৭৯” নামক ভিডিও ক্লিপটা দেখুন
(Look under NEWS/The Watchtower—No Other Magazine Comes Close)