প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মে ২০১৪

এই প্রবন্ধে, পরিচর্যার সময় কঠিন প্রশ্নের মুখোমুখি হলে, শ্রোতারা বিশ্বাস করবে এমন উত্তর দেওয়ার জন্য আমরা যে-তিনটে পদ্ধতি ব্যবহার করতে পারি, সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কেন আমাদের জন্য ঈশ্বরের সংগঠনের প্রতি অনুগত থাকা অতীব গুরুত্বপূর্ণ?

‘আমার খাদ্য এই যেন ঈশ্বরের ইচ্ছা পালন করি’

রাজা দায়ূদ, প্রেরিত পৌল এবং যিশু খ্রিস্ট ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আগ্রহী ছিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় কাজ করার সময় কীভাবে আমরা আমাদের উদ্যোগ বজায় রাখতে পারি অথবা তা পুনরুজ্জীবিত করতে পারি?

কীভাবে প্রত্যেক ব্যক্তিকে আমাদের ‘উত্তর দেওয়া’ উচিত?

কঠিন প্রশ্নের মুখোমুখি হলে আমরা কীভাবে কার্যকরীভাবে শাস্ত্র থেকে যুক্তি করতে পারি? শ্রোতারা বিশ্বাস করবে এমন উত্তর দেওয়ার জন্য আমরা যে-তিনটে পদ্ধতি ব্যবহার করতে পারি, তা বিবেচনা করুন।

আপনার পরিচর্যার সময় সুবর্ণ নিয়ম মেনে চলুন

পরিচর্যায় যাদের সঙ্গে আমাদের দেখা হয়, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কেমন আচরণ করব? মথি ৭:১২ পদে উল্লেখিত যিশুর কথাগুলো আমাদের প্রচার কাজের ওপর কেমন প্রভাব ফেলে?

জীবনকাহিনি

যিহোবা সত্যিই আমাকে সাহায্য করেছেন

কেনেথ লিটল্‌ প্রকাশ করেছেন যে, যিহোবা ঈশ্বর কীভাবে তার লাজুক স্বভাব ও আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। তার সাহসী প্রচেষ্টায় ঈশ্বর যেভাবে আশীর্বাদ করেছেন, তা জানুন।

যিহোবা হলেন এক সুসংগঠিত ঈশ্বর

প্রাচীন ইস্রায়েল এবং প্রথম শতাব্দীতে খ্রিস্টধর্মের বিবরণ কীভাবে দেখায় যে, বর্তমানে পৃথিবীতে যিহোবার দাসদের সংগঠিত হতে হবে?

আপনি কি যিহোবার সংগঠনের সঙ্গে এগিয়ে চলছেন?

শয়তানের বিধিব্যবস্থা খুব শীঘ্র শেষ হয়ে যাবে। ঈশ্বর বর্তমানে পৃথিবীতে যে-সংগঠন ব্যবহার করছেন, সেই সংগঠনের প্রতি অনুগত থাকা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ?

আমাদের আর্কাইভ থেকে

“শস্যচ্ছেদনের কাজ অনেক বাকি আছে”

ব্রাজিলে ৭,৬০,০০০-রেরও বেশি যিহোবার সাক্ষি সত্য ছড়িয়ে দিচ্ছে। দক্ষিণ আমেরিকায় কীভাবে প্রচার কাজ শুরু হয়েছিল?