প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জানুয়ারি ২০১৪
এই সংখ্যা নিশ্চিত করে যে, যিহোবা সবসময়ই রাজা হিসেবে আছেন। এ ছাড়া, এটা মশীহ রাজ্য এবং এই রাজ্য যা-কিছু সম্পাদন করেছে, তার প্রতি আমাদের উপলব্ধি গভীর করে।
তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিল—পশ্চিম আফ্রিকায়
কোন বিষয়টা ইউরোপের কিছু ব্যক্তিকে পশ্চিম আফ্রিকায় যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে এবং এর ফল কী হয়েছে?
অনন্তকালীন রাজা যিহোবার উপাসনা করুন
কীভাবে যিহোবা একজন পিতা হিসেবে কাজ করেছেন এবং কীভাবে তিনি শাসন করে আসছেন, তা জানা আপনাকে তাঁর আরও নিকটবর্তী করবে।
রাজ্য শাসনের ১০০ বছর—এটা আপনার ওপর কেমন প্রভাব ফেলে?
রাজ্যের শাসন থেকে আমরা কীভাবে উপকার লাভ করতে পারি? মশীহ রাজা কীভাবে তাঁর প্রজাদের শুচি করেন, শিক্ষা প্রদান করেন এবং সংগঠিত করেন, তা বিবেচনা করুন।
যৌবনকালে বিজ্ঞ বাছাই করা
অনেক উৎসর্গীকৃত খ্রিস্টান যুবক-যুবতীর অন্যদেরকে সাহায্য করার রোমাঞ্চকর অভিজ্ঞতা রয়েছে। যিহোবার সেবায় অংশ নিতে চাইলে তোমাকে কী করতে হবে?
দুঃসময় আসার আগে যিহোবাকে সেবা করা
তাদের পরিচর্যাকে বাড়ানোর জন্য বয়স্ক খ্রিস্টানদের কোন অদ্বিতীয় সুযোগগুলো রয়েছে?
“তোমার রাজ্য আইসুক”—কিন্তু কখন?
কেন আমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারি যে, ঈশ্বরের অভিষিক্ত রাজা পৃথিবীতে পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছা সম্পাদন করার জন্য শীঘ্র আরও পদক্ষেপ নেবেন?
একজন অল্পবয়সি হিসেবে আমি যা বেছে নিই
যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাসের একজন অল্পবয়সি ছেলে কাম্বোডিয়ান ভাষা শেখার সিদ্ধান্ত নেয়। কেন? কীভাবে এই সিদ্ধান্ত তার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে?