তারা তাদের জীবনকে সমৃদ্ধ করেছে আপনিও কি তা-ই করতে পারেন?
তারা তাদের জীবনকে সমৃদ্ধ করেছে আপনিও কি তা-ই করতে পারেন?
কানাডার একজন ভাই মার্ক, এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন, যেটা বিভিন্ন স্পেস এজেন্সির ব্যবহৃত জটিল স্বয়ংক্রিয় যান্ত্রিক পদ্ধতি তৈরি করে থাকে। তিনি সেখানে খণ্ডকালীন কাজ করতেন এবং একজন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করতেন। এরপর, একজন সুপারভাইজার মার্ককে একটা পদোন্নোতির—বড় অঙ্কের বেতনসহ পূর্ণসময়ের পদের—প্রস্তাব দিয়েছিলেন। মার্ক কী করেছিলেন?
ফিলিপিনসের একজন বোন এমি, পড়াশোনা করার পাশাপাশি একজন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করতেন। গ্র্যাজুয়েশন শেষ করার পর তাকে একটা পূর্ণসময়ের পদে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটার জন্য তাকে অনেক সময় দিতে হবে কিন্তু বেশ ভাল বেতন দেওয়া হবে। এমি কী বাছাই করেছিলেন?
মার্ক এবং এমি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল আর তাদের বাছাইয়ের ফলাফল, প্রাচীন করিন্থের খ্রিস্টানদের উদ্দেশে দেওয়া পরামর্শের প্রজ্ঞা সম্বন্ধে তুলে ধরে। প্রেরিত পৌল লিখেছিলেন: ‘যাহারা সংসার [‘জগৎ,’ বাংলা কমন ল্যঙ্গুয়েজ ভারসন] ভোগ করিতেছে, তাহারা এমন চলুক যেন পূর্ণমাত্রায় করিতেছে না।’—১ করি. ৭:২৯-৩১.
জগৎকে ভোগ করুন, তবে পূর্ণমাত্রায় নয়
মার্ক ও এমির কী হয়েছিল তা জানার আগে, আসুন আমরা করিন্থীয়দের উদ্দেশে লেখা একটা চিঠিতে পৌলের ব্যবহৃত ‘জগৎ’ (অথবা গ্রিক ভাষায় কসমোস) অভিব্যক্তিটির অর্থ সংক্ষেপে বিবেচনা করি। বাইবেলের এই বাক্যাংশে, কসমোস বলতে আমরা যে-জগৎ ব্যবস্থায় বাস করি, সেটাকে—সম্পূর্ণ মানবসমাজকে—নির্দেশ করে আর এর মধ্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো সেই সাধারণ বিষয়গুলোও অন্তর্ভুক্ত, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। দৈনন্দিন জীবনের এই প্রয়োজনীয় বিষয়গুলো লাভ করার জন্য আমাদের মধ্যে অধিকাংশকেই অবশ্যই একটা চাকরি করতে হয়। প্রকৃতপক্ষে, আমাদের নিজেদের ও পরিবারের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আমাদের আধ্যাত্মিক বাধ্যবাধকতা পালন করার জন্য এই জগৎকে ভোগ করা ছাড়া আমাদের ১ তীম. ৫:৮) কিন্তু, একই সময়ে আমরা এটাও উপলব্ধি করি যে, “জগৎ . . . বহিয়া যাইতেছে।” (১ যোহন ২:১৭) তাই, আমরা জগৎকে “পূর্ণমাত্রায়” নয় বরং ততটুকুই ভোগ করি, যতটুকু আমাদের প্রয়োজন।—১ করি. ৭:৩১.
আর কোনো উপায় নেই। (জগৎকে ভোগ করার মাত্রা যতটা সম্ভব সীমিত করার বিষয়ে বাইবেলের এই পরামর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে, অসংখ্য ভাইবোন তাদের পরিস্থিতিকে পুনর্বিবেচনা করেছে, চাকরির পিছনে যে-সময় ব্যয় হতো তা কমিয়ে দিয়েছে এবং তাদের জীবনধারাকে সাধাসিধে করেছে। তা করার পর, শীঘ্রই তারা বুঝতে পেরেছিল যে, তারা আসলে তাদের জীবনকে সমৃদ্ধ করেছে কারণ পরিবারের সঙ্গে ও যিহোবার সেবায় ব্যয় করার জন্য তাদের হাতে আরও বেশি সময় রয়েছে। অধিকন্তু, তাদের সাধাসিধে জীবন তাদেরকে জগতের ওপর কম নির্ভর করে বরং যিহোবার ওপর আরও বেশি নির্ভর করতে পরিচালিত করেছে। আপনিও কি তা-ই করতে—ঈশ্বরের রাজ্যের বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার জীবনকে সাধাসিধে করতে—পারেন?—মথি ৬:১৯-২৪, ৩৩.
“আমরা যিহোবার সঙ্গে আগের চেয়ে আরও বেশি ঘনিষ্ঠ হয়েছি”
শুরুতে উল্লেখিত মার্ক, জগৎকে পূর্ণমাত্রায় ভোগ না করার বিষয়ে বাইবেলের পরামর্শে মনোযোগ দিয়েছিলেন। তাকে দেওয়া লোভনীয় পদোন্নতির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কয়েক দিন পর, মার্কের সুপারভাইজার সেই নতুন কাজ গ্রহণ করার জন্য তাকে প্ররোচিত করতে এমনকি আরও বেশি বেতন দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। “এটা একটা পরীক্ষা ছিল,” মার্ক বলেন, “কিন্তু আমি আবারও তা প্রত্যাখ্যান করেছিলাম।” কারণটা তিনি এভাবে ব্যাখ্যা করেন: “আমার স্ত্রী পলা ও আমি যতটা সম্ভব পূর্ণমাত্রায় যিহোবার সেবাকে কেন্দ্র করে আমাদের জীবনকে গড়ে তুলতে চেয়েছিলাম। তাই, আমরা আমাদের জীবনধারাকে সাধাসিধে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছনোর জন্য এবং যিহোবাকে পূর্ণমাত্রায় সেবা করায় নিজেদেরকে বিলিয়ে দিতে একটা নির্দিষ্ট দিন নির্ধারণ করার জন্য যিহোবার কাছে প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করেছিলাম।”
পলা মন্তব্য করেন: “আমি একটা হাসপাতালে সচিব হিসেবে সপ্তাহে তিন দিন কাজ করতাম আর ভালই বেতন পেতাম। এ ছাড়া, আমি একজন নিয়মিত অগ্রগামী হিসেবেও সেবা করতাম। কিন্তু, মার্কের মতো আমিও যেখানে রাজ্য ঘোষণাকারীদের বেশি প্রয়োজন সেখানে গিয়ে যিহোবার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিলাম। তবে, আমি যখন ইস্তফা দিই, তখন আমার সুপারভাইজার বলেছিলেন যে, সম্প্রতি চালু হওয়া নির্বাহী সচিবের পদের জন্য আমার যোগ্যতা রয়েছে। সেই হাসপাতালের সচিব সংক্রান্ত কাজের মধ্যে এই পদের বেতন ছিল সবচেয়ে বেশি কিন্তু আমি আমার ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলাম। আমি যখন আমার সুপারভাইজারকে ওই পদটির জন্য আবেদন না করার কারণ সম্বন্ধে বলেছিলাম, তখন তিনি আমার বিশ্বাসের জন্য আমার প্রশংসা করেছিলেন।”
এর কিছু সময় পরেই, মার্ক এবং পলা কানাডার এক বিচ্ছিন্ন এলাকার একটা ছোট্ট মণ্ডলীতে বিশেষ অগ্রগামী হিসেবে সেবা করার কার্যভার পেয়েছিল। তাদের সেখানে চলে যাওয়ার ফলাফল কী হয়েছিল? মার্ক বলেন: “আমার জীবনের প্রায় অর্ধেক সময় ধরে করে চলা আর্থিকভাবে সুরক্ষা প্রদানকারী একটা স্থায়ী চাকরি ছেড়ে দেওয়ার পর আমি শঙ্কিত ছিলাম কিন্তু যিহোবা আমাদের পরিচর্যাকে আশীর্বাদ করেছিলেন। অন্যদের সঙ্গে আধ্যাত্মিক দানগুলো ভাগ করে নেওয়ার ফলে যে-প্রচুর আনন্দ আসে, আমরা তা অনুভব করি। পূর্ণসময়ের সেবা আমাদের বিয়েকেও সমৃদ্ধ করেছে। আমাদের কথাবার্তা প্রকৃতই গুরুত্বপূর্ণ এমন বিষয়গুলোর—আধ্যাত্মিক বিষয়গুলোর—ওপর কেন্দ্রীভূত। আমরা যিহোবার সঙ্গে আগের চেয়ে আরও বেশি ঘনিষ্ঠ হয়েছি।” (প্রেরিত ২০:৩৫) পলা যোগ করেন: “আপনি যখন আপনার চাকরি এবং নিজের ঘরের আরাম-আয়েশ পরিত্যাগ করেন, তখন আপনাকে যিহোবার ওপর পুরোপুরি নির্ভর করতেই হয়। আমরা তা-ই করেছিলাম আর যিহোবা আমাদের আশীর্বাদ করেছিলেন। আমাদের নতুন মণ্ডলীর প্রিয় ভাইবোনেরা আমাদের এইরকম মনে করতে পরিচালিত করেছিল যে, তারা আমাদের ভালবাসে এবং আমাদের প্রয়োজন রয়েছে। আগে আমি আমার চাকরির পিছনে যে-শক্তি ব্যয় করতাম, এখন আমি তা লোকেদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য ব্যয় করি। এই কার্যভারে সেবা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
‘সচ্ছল অথচ সুখী নয়’
আগে উল্লেখিত এমি, এক ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। তাকে পূর্ণসময়ের পদের জন্য যে-লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেটা গ্রহণ করেছিলেন। এমি বলেন: “প্রথম বছর, আমি পরিচর্যায় সক্রিয় ছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম যে, আমার জীবনের লক্ষ্য ধীরে ধীরে রাজ্যের বিষয়গুলো থেকে পেশাগত পদোন্নতির দিকে সরে যাচ্ছে। আমি আরও উন্নতি করার জন্য লোভনীয় প্রস্তাবগুলো পেয়েছিলাম আর ক্রমাগত পদোন্নতির সিঁড়িতে চড়ার জন্য আমার শক্তিকে আরও বেশি ব্যয় করতে শুরু করেছিলাম। চাকরির ক্ষেত্রে আমার দায়িত্বগুলো যতই বেড়ে যাচ্ছিল, ততই আমি পরিচর্যায় ক্রমান্বয়ে কম সময় দিচ্ছিলাম। অবশেষে, আমি প্রচার করা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিলাম।”
সেই সময়ের দিকে ফিরে তাকিয়ে এমি বলেন: “আর্থিক দিক দিয়ে আমার কোনো অভাব ছিল না। আমি অনেক জায়গায় বেড়াতে যেতাম আর আমার পেশাগত পদের কারণে যে-সম্মান পেতাম, তা উপভোগ করতাম। তা সত্ত্বেও, আমি সুখী ছিলাম না। টাকাপয়সা থাকা সত্ত্বেও আমার প্রচুর সমস্যা ছিল। ভুলটা কী ছিল, সেই বিষয়ে আমি অনেক ভেবেছিলাম। শেষপর্যন্ত আমি বুঝতে পেরেছিলাম যে, এই জগতের একটা কেরিয়ারের পিছনে ছোটার দ্বারা আমি প্রায় ‘বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছিলাম।’ এর ফলস্বরূপ, ঈশ্বরের বাক্য ঠিক যেমনটা বলে, আমি ‘অনেক যাতনারূপ কন্টক’ ভোগ করেছিলাম।”—১ তীম. ৬:১০.
এমি কী করেছিলেন? তিনি বলেন: “আমি আমার আধ্যাত্মিক স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য প্রাচীনদের কাছে সাহায্য চেয়েছিলাম এবং সভাগুলোতে যোগ দিতে শুরু করেছিলাম। সভাতে একটা গানের সময়, আমি কাঁদতে শুরু করেছিলাম। আমি এই বিষয়টা স্মরণ করেছিলাম যে, একজন অগ্রগামী হিসেবে পাঁচ বছর ধরে শস্যচ্ছেদন করার কাজে অংশ নেওয়ার সময় আমি কত সুখী ছিলাম, যদিও সেইসময়ে আমি বস্তুগত দিক দিয়ে দরিদ্র ছিলাম। আমি জানতাম যে, আমাকে টাকাপয়সা রোজগার করার পিছনে সময় নষ্ট করা বন্ধ করতে হবে আর রাজ্যের বিষয়গুলোকে প্রথম স্থানে রাখতে হবে। কর্মক্ষেত্রে আমি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটা পদ গ্রহণ করেছিলাম, যার মানে ছিল আমার বেতন অর্ধেক হয়ে গিয়েছিল আর আমি আবারও প্রচার কাজ শুরু করেছিলাম।” এমি আনন্দের সঙ্গে বলেন: “আমি বেশ কয়েক বছর ধরে একজন অগ্রগামী হিসেবে সেবা করার আনন্দ লাভ করেছিলাম। এখন আমার সেই পরিতৃপ্তির অনুভূতি রয়েছে, যা আমি জগতের কাজ করার জন্য আমার বেশির ভাগ সময় ব্যয় করেও কখনো লাভ করিনি।”
আপনি কি আপনার পরিস্থিতিতে রদবদল করতে এবং আপনার জীবনধারাকে সাধাসিধে করতে পারেন? রাজ্যের বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যে-সময় পাবেন, সেটাকে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনিও আপনার জীবনকে সমৃদ্ধ করবেন।—হিতোপদেশ ১০:২২.
[১৯ পৃষ্ঠার ব্লার্ব]
আপনি কি আপনার পরিস্থিতিতে রদবদল করতে এবং আপনার জীবনধারাকে সাধাসিধে করতে পারেন?
[১৯ পৃষ্ঠার বাক্স/চিত্র]
“আমি ইতিমধ্যেই এই কাজকে ভালবেসে ফেলেছি!”
ডেভিড নামে যুক্তরাষ্ট্রের একজন খ্রিস্টান প্রাচীন, তার স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে পূর্ণসময়ের সেবায় যোগ দিতে চেয়েছিলেন। তিনি যে-কোম্পানিতে কাজ করতেন, সেখানেই তিনি একটা খণ্ডকালীন কাজের ব্যবস্থা করতে সমর্থ হয়েছিলেন আর নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করতে শুরু করেছিলেন। এই পরিবর্তন কি তার জীবনকে সমৃদ্ধ করেছিল? কয়েক মাস পর, ডেভিড তার একজন বন্ধুকে লিখেছিলেন: “একজন ব্যক্তির তার পরিবারের সঙ্গে যিহোবায় সেবায় পুরোপুরি জড়িত হওয়ার চেয়ে বেশি পরিতৃপ্তিদায়ক আর কিছুই নেই। আমি আসলে ভেবেছিলাম যে, অগ্রগামীর কাজের সঙ্গে মানিয়ে নিতে আমার বেশ কিছুটা সময় লাগবে কিন্তু আমি ইতিমধ্যেই এই কাজকে ভালবেসে ফেলেছি! এটা অত্যন্ত সতেজতাদায়ক।”
[১৮ পৃষ্ঠার চিত্র]
পরিচর্যায় মার্ক এবং পলা