একটা বাচ্চার হৃদয়ে পৌঁছানো
একটা বাচ্চার হৃদয়ে পৌঁছানো
একটা বাচ্চাকে যুদ্ধ যুদ্ধ খেলতে দেখে আপনার কি কখনো খারাপ লেগেছে? বিনোদনে ভরা এই জগতে যেহেতু দৌরাত্ম্য ছেয়ে রয়েছে, তাই এই ধরনের দৃশ্য খুবই সাধারণ, এমনকি ছোট ছোট বাচ্চাদের মধ্যেও তা দেখা যায়। কীভাবে আপনি একটা বাচ্চাকে যুদ্ধের খেলনাগুলোর বদলে শান্তিপূর্ণ খেলনাগুলো নিয়ে খেলতে সাহায্য করতে পারেন? ভালট্রোট, যিনি আফ্রিকায় যিহোবার সাক্ষিদের দীর্ঘসময়ের একজন মিশনারি হিসেবে সেবা করছেন, তিনি একটা বাচ্চা ছেলেকে ঠিক তা-ই করতে সাহায্য করার এক উপায় খুঁজে পেয়েছিলেন।
যুদ্ধের কারণে, ভালট্রোটকে তার নিজের দেশ ছেড়ে আফ্রিকার আরেকটা দেশে চলে যেতে হয়েছিল। সেখানে তিনি পাঁচ বছর বয়সি একটা ছেলের মায়ের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন। যখনই তিনি সেই মায়ের কাছে সাক্ষাৎ করতে যেতেন, তিনি বাচ্চা ছেলেটিকে প্লাস্টিকের একটা ছোট্ট বন্দুক নিয়ে খেলা করতে দেখতেন আর সেটাই ছিল তার একমাত্র খেলনা। ভালট্রোট কখনোই সেই ছেলেটিকে কারোর প্রতি বন্দুকটা তাক করতে দেখেননি কিন্তু সবসময় সে সেটাকে খুলতে ও বন্ধ করতে ব্যস্ত থাকত, যেন সে সেটাতে গুলি ভরছে।
ভালট্রোট সেই ছেলেটিকে বলেছিলেন: “ভেরনের, তুমি কি জানো, কেন আমি তোমাদের দেশে বাস করছি? এর কারণ হল যুদ্ধ—আমাকে হিংস্র লোকেদের হাত থেকে বাঁচার জন্য আমার দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল, যারা তোমার খেলনার মতো দেখতে বন্দুক দিয়ে লোকেদের গুলি করছিল। তোমার কি মনে হয় এভাবে গুলি করা ঠিক?”
“না, ঠিক নয়,” ভেরনের দুঃখের স্বরে উত্তর দিয়েছিল।
“ঠিক বলেছ,” ভালট্রোট বলেছিলেন। এরপর তিনি জিজ্ঞেস করেছিলেন: “তুমি কি জানো কেন আমি প্রতি সপ্তাহে তোমার ও তোমার মার কাছে আসি? তার কারণ যিহোবার সাক্ষিরা অন্যদেরকে ঈশ্বর ও তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকার জন্য সাহায্য করতে ইচ্ছুক।” ভেরনেরের মায়ের অনুমতি নিয়ে ভালট্রোট তাকে বলেছিলেন: “তুমি তোমার বন্দুকটা আমাকে দাও, আমি এটা ফেলে দেব আর কথা দিচ্ছি এর বদলে আমি তোমাকে চার চাকার একটা খেলনা ট্রাক কিনে দেব।”
ভেরনের তার খেলনা বন্দুকটা ভালট্রোটকে দিয়েছিল। নতুন খেলনা—কাঠের তৈরি খেলনা ট্রাক—পাওয়ার জন্য ভেরনেরকে চার সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিল আর সেটা পেয়ে সে খুবই খুশি হয়েছিল।
আপনি কি আপনার বাচ্চার হৃদয়ে পৌঁছানোর চেষ্টায় তাদের সঙ্গে কথা বলার জন্য সময় করে নেন, যাতে তারা সেই খেলনাগুলো ফেলে দেওয়ার জন্য পরিচালিত হয়, যেগুলো দেখতে যুদ্ধাস্ত্রের মতো? আপনি যদি সময় করে নেন, তা হলে আপনি তাদেরকে এমন এক শিক্ষা দিতে পারবেন, যা সারাজীবন তাদের উপকৃত করবে।