“তার বিশ্বাসের জন্য তাড়িত”
“তার বিশ্বাসের জন্য তাড়িত”
ইতালির উত্তরাঞ্চলের চের্নবিও শহরে এক স্থানীয় পার্কে সেই ব্যক্তিদের স্মরণে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিল। তাদের স্মরণে যে-স্মারকগুলো উন্মোচন করা হয়েছিল, তার মধ্যে একটা ছিল নারসিসো রিটের। জার্মানিতে ইতালীয় বংশোদ্ভূত বাবামার ঘরে জন্ম নিয়ে রিট ১৯৩০ এর দশকে একজন যিহোবার সাক্ষি হয়েছিলেন। হিটলারের শাসন আমলে যিহোবার সাক্ষিরা সত্য ঈশ্বর যিহোবার ঊর্ধ্বে হিটলারকে রাখতে প্রত্যাখ্যান করায় তাড়িত হয়েছিল।
গেসটাপো (জার্মানির গোয়েন্দা পুলিশ) যখন জানতে পেরেছিল যে, রিট কনসেনট্রেশন ক্যাম্পগুলোতে প্রহরীদুর্গ পত্রিকা নিয়ে আসার সঙ্গে জড়িত, তখন তিনি চের্নবিওতে পালিয়ে যান। সেখানে তাকে প্রহরীদুর্গ পত্রিকা ইতালীয় ভাষায় অনুবাদ করতে এবং তা তার নিকটবর্তী সহবিশ্বাসীদের কাছে বিতরণ করতে বলা হয়। তার উদ্যমী কাজ অলক্ষিত থাকেনি। একজন এসএস কর্মকর্তা এবং তার লোকেরা সহসা রিটের বাড়িতে হামলা করে, তাকে গ্রেপ্তার করে এবং ‘অপরাধের’ সাক্ষ্যপ্রমাণ—দুটো বাইবেল এবং কিছু চিঠিপত্র—বাজেয়াপ্ত করে! রিটকে জার্মানিতে নির্বাসিত করা হয়, ডাকা কনসেনট্রেশন ক্যাম্পে আটকে রাখা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অল্প কয়েক দিন আগে হত্যা করা হয়। তিনি “তার বিশ্বাসের জন্য তাড়িত” হয়েছিলেন, চের্নবিওর সেই স্মারকটা থেকে তা জানা যায়।
নারসিসো রিট এবং অন্যান্য শত শত সাক্ষি, যারা নাৎসি তাড়নার শিকার হয়েছিল, তাদের বিশ্বাস আজকের খ্রিস্টানদের নিখিলবিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি তাদের উপাসনা পাওয়ার যোগ্য, সেই যিহোবার প্রতি বিশ্বস্ত থাকতে উৎসাহ দেয়। (প্রকাশিত বাক্য ৪:১১) যিশু বলেছিলেন: “ধন্য [“সুখী,” NW] যাহারা ধার্ম্মিকতার জন্য তাড়িত হইয়াছে।” ঈশ্বর তাদের কাজ মনে রাখবেন এবং তাদের সাহসী কাজের জন্য তাদেরকে পুরস্কৃত করবেন।—মথি ৫:১০; ইব্রীয় ৬:১০.