আপনি কি মনে করতে পারেন?
আপনি কি মনে করতে পারেন?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
• আবেগগত এবং আধ্যাত্মিক ক্লান্তির মুখোমুখি হলে একজন খ্রিস্টান হয়তো কী করতে পারেন?
আমাদের ক্লান্তির কারণ শনাক্ত করতে হবে। এটা হয়তো আমাদের শখ এবং বিষয়বস্তুর তালিকা তৈরি করতে এবং সমস্ত অপ্রয়োজনীয় বোঝা দূর করতে সাহায্য করতে পারে। আমরা আমাদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী বাস্তবসম্মত লক্ষ্যগুলো স্থাপন করতে পারি। আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এবং নিয়মিতভাবে প্রার্থনা ও ধ্যান করা উচিত।—৮/১৫, পৃষ্ঠা ২৩-৬.
• যিহোবার সাক্ষিরা কেন ১,৪৪,০০০ সংখ্যাকে আক্ষরিকভাবে নিয়ে থাকে?
প্রেরিত যোহনকে ১,৪৪,০০০ জন সম্বন্ধে বলার পর, তিনি দেখেছিলেন, “বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (প্রকাশিত বাক্য ৭:৪, ৯) ১,৪৪,০০০ সংখ্যাটা যদি রূপক হতো, তা হলে পার্থক্যের সঠিক তাৎপর্য হারিয়ে যেত। যিশু তাদের সম্বন্ধে বলেছিলেন, যারা “ক্ষুদ্র মেষপাল” হিসেবে তাঁর সঙ্গে শাসন করবে। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (লূক ১২:৩২)—৯/১, পৃষ্ঠা ৩০.
• কেন একজন ইস্রায়েলীয় রক্ত ঝরানো হয়নি এমন কোনো মৃত পশু একজন বিজাতীয় লোকের কাছে বিক্রি করতে পারত?
একজন বিজাতীয় বা একজন বিদেশি যিনি ধর্মান্তরিত হননি, তিনি ব্যবস্থার অধীন ছিলেন না। তাই একজন ইস্রায়েলীয়কে এই ধরনের পশুকে তার কাছে দেওয়ার বা বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছিল। (দ্বিতীয় বিবরণ ১৪:২১) কিন্তু, একজন ধর্মান্তরিত ব্যক্তি ব্যবস্থার অধীনে ছিলেন এবং রক্ত ঝরানো হয়নি এমন পশুর মাংস খেতে পারতেন না। (লেবীয় পুস্তক ১৭:৯-১০)—৯/১৫, পৃষ্ঠা ২৬.
• বায়োমিমেটিক্স কী আর কেন এটা খ্রিস্টানদের কাছে আগ্রহের বিষয় হতে পারে?
এটা বিজ্ঞানের একটা ক্ষেত্রকে তুলে ধরে, যা প্রকৃতি থেকে পাওয়া নকশাগুলোকে অনুকরণ করে। উদাহরণ হিসেবে বলা যায়, রাইট ভ্রাতৃদ্বয় বৃহৎ এক উড়ন্ত পাখি সম্বন্ধে পরীক্ষানিরীক্ষা করার পর উড়োজাহাজ বানিয়েছিল। তাই, বায়োমিমেটিক্স একজন খ্রিস্টানকে ঈশ্বরকে গৌরব প্রদান করায় চালিত করে।—১০/১, পৃষ্ঠা ৯.
• ২ করিন্থীয় ১২:২-৪ পদে উল্লেখিত ব্যক্তি কে যিনি পরমদেশে নীত হয়েছিলেন?
এই বাক্যাংশ ঠিক সেই পদগুলোর পরেই রয়েছে, যেখানে পৌল তার প্রেরিতপদের পক্ষসমর্থন করেছিলেন। যেহেতু, বাইবেল অন্য আর এমন কোনো ব্যক্তি সম্বন্ধে বলে না, যার এইরকম অভিজ্ঞতা হয়েছিল আর পৌলই একমাত্র ব্যক্তি, যিনি আমাদের এই বিষয়ে বলেন, তাই সম্ভবত প্রেরিত পৌলই এই দর্শন পেয়েছিলেন।—১০/১৫, পৃষ্ঠা ৮.
• যিশুর কিছু বৈশিষ্ট্য কী, যা তাঁকে ঈশ্বরের মনোনীত নেতা হিসেবে সেবা করার জন্য যোগ্য করে তুলেছিল?
যিশু নিখুঁত নীতিনিষ্ঠা বজায় রেখেছিলেন, তাঁর আচরণে অকপট, ন্যায়নিষ্ঠ ছিলেন। তিনি ঈশ্বরের প্রতি পুরোপুরিভাবে উৎসর্গীকৃত ছিলেন। লোকেদের প্রতি যিশুর গভীর চিন্তা ছিল এবং তিনি কাজ করতে ইচ্ছুক ছিলেন।—১১/১, পৃষ্ঠা ৬-৭.
• হাজার বছরের রাজত্বের সময়ে মন্দ দূতেরা কোথায় থাকবে?
এই বিষয়ে আমরা এক যুক্তিযুক্ত উপসংহারে আসতে পারি যে, খ্রিস্টের হাজার বছরের রাজত্বের সময়ে তারা শয়তানের সঙ্গে অগাধলোকে যাবে। (প্রকাশিত বাক্য ২০:১-৩) আদিপুস্তক ৩:১৫ পদ সর্পের মস্তক চূর্ণ করার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিল, যেটা হাজার বছরের রাজত্বের সময়ে তার অগাধলোকে থাকাকে অন্তর্ভুক্ত করে। তার বংশের অন্তর্ভুক্ত হল, দুষ্ট বা মন্দ দূতেরা। রসাতল বা অগাধলোক সম্পর্কে তাদের প্রচণ্ড ভয় থাকা ইঙ্গিত দেয় যে, তারা তাদের ওপর আনা এই সীমাবদ্ধতা সম্বন্ধে অবগত রয়েছে। (লূক ৮:৩১)—১১/১৫, পৃষ্ঠা ৩০-১.
• মদ্যজাতীয় পানীয় পান করার বিষয়ে কেন একজন ব্যক্তির সতর্ক হওয়া উচিত, এমনকি যদি তিনি মাতাল হওয়ার পর্যায় পর্যন্ত যাওয়া পরিহারও করে থাকেন?
কেউ কেউ অনেক মদ্যপান করার পরেও মাতলামির লক্ষণ ততটা প্রকাশ করে না। কিন্তু, একজন ব্যক্তি হয়তো ধীরে ধীরে মদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং “বহুমদ্যের দাসী” বা দাস হয়ে ওঠে। (তীত ২:৩) ‘ভোগপীড়ায় ও মত্ততায় ভারগ্রস্ত’ হওয়ার বিষয়ে যিশু সাবধান করেছিলেন। (লূক ২১:৩৪, ৩৫) মদ্যপান করা মাতাল হওয়ার পর্যায় পর্যন্ত অর্থাৎ ব্যক্তিকে শারীরিক ও আধ্যাত্মিকভাবে তন্দ্রাচ্ছন্ন ও অলস করে ফেলার আগে পর্যন্ত পৌঁছানোর দরকার নেই।—১২/১, পৃষ্ঠা ১৯-২১.