সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশুর অস্তিত্বের প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যপ্রমাণ?

যিশুর অস্তিত্বের প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যপ্রমাণ?

যিশুর অস্তিত্বের প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যপ্রমাণ?

 “যিশুর বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাথরে লেখা রয়েছে।” এই কথাগুলো বাইবেল সম্বন্ধীয় প্রত্নতত্ত্ববিদ্যার পুনরালোচনা (ইংরেজি) (নভেম্বর/ডিসেম্বর ২০০২) এর প্রচ্ছদ বলে। সেই প্রচ্ছদে চুনাপাথরের একটা অস্থি বাক্স অর্থাৎ অস্থি সংরক্ষণার্থক সমাধির ছবি ছিল, যেটা ইস্রায়েলে পাওয়া গিয়েছিল। অস্থি সংরক্ষণার্থক সমাধিগুলো সা.কা.পূ. প্রথম শতাব্দী থেকে সা.কা. ৭০ সাল, এই মধ্যবর্তী সংক্ষিপ্ত সময়কালে যিহুদিদের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। যে-বিষয়টা এটাকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছিল, সেটা ছিল এর এক পাশের অরামীয় অভিলিখন। পণ্ডিত ব্যক্তিরা সেখানে এই লেখাগুলো রয়েছে বলে স্বীকার করেছিলেন: “যাকোব, যোষেফের ছেলে, যিশুর ভাই।”

বাইবেল অনুসারে, নাসরতের যিশুর যাকোব নামে একজন ভাই ছিলেন, যাকে মরিয়মের স্বামী যোষেফের ছেলে বলে মনে করা হতো। যিশু খ্রিস্ট যখন তাঁর নিজের নগরে শিক্ষা দিচ্ছিলেন, তখন চমৎকৃত শ্রোতারা জিজ্ঞেস করেছিল: “এ কি সূত্রধরের পুত্ত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকোব, যোষেফ, শিমোন ও যিহূদা কি ইহার ভ্রাতা নয়? আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই?”—মথি ১৩:৫৪-৫৬; লূক ৪:২২; যোহন ৬:৪২.

হ্যাঁ, অস্থি সংরক্ষণার্থক সমাধির ওপরের অভিলিখনটি নাসরতের যিশু বিষয়ক বর্ণনার সঙ্গে মিলে যায়। অভিলিখনে উল্লেখিত যাকোব যদি যিশু খ্রিস্টের অর্ধভ্রাতা হয়ে থাকেন, তা হলে সেটা হবে “যিশুর বিষয়ে বাইবেল ছাড়াও সবচেয়ে পুরনো প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যপ্রমাণ,” প্রাচীন অভিলিখনের একজন বিশেষজ্ঞ এবং শুরুতে উল্লেখিত বাইবেল সম্বন্ধীয় প্রত্নতত্ত্ববিদ্যার পুনরালোচনা প্রবন্ধের লেখক আন্দ্রে লেমার দৃঢ়ভাবে বলেন। পত্রিকার সম্পাদক হারশেল শ্যাঙ্কস্‌ বলেন যে, অস্থি সংরক্ষণার্থক সমাধি “হল এমন কিছু, যা বাস্তব এবং দৃশ্যমান, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি পৃথিবীতে ছিলেন, তাঁর সময় থেকে বিদ্যমান ছিল।”

কিন্তু, খোদিত অস্থি সংরক্ষণার্থক সমাধিতে সহজেই পড়া যায় এমন তিনটে নামই প্রথম শতাব্দীতে বহুল প্রচলিত ছিল। তাই, যিশু খ্রিস্টের পরিবার ছাড়াও এমন পরিবার থাকা সম্ভব যেখানে যাকোব, যোষেফ এবং যিশু নামের সদস্য ছিল। লেমার অনুমান করেন: “সা.কা. ৭০ সালের আগে যিরূশালেমে দুই পুরুষের সময়কালে . . . সম্ভবত প্রায় ২০ জন লোক ছিল, যাদেরকে হয়তো ডাকা হতো ‘জেমস/যাকোব, যোষেফের ছেলে, যিশুর ভাই।’” তা সত্ত্বেও, তিনি মনে করেন যে, অস্থি সংরক্ষণার্থক সমাধিতে লেখা যাকোব নামের ব্যক্তিটির যিশু খ্রিস্টের ভাই হওয়ার শতকরা ৯০ ভাগ সম্ভাবনা রয়েছে।

আরও একটা কারণে কেউ কেউ বিশ্বাস করে যে, অভিলিখনে উল্লেখিত যাকোব ছিলেন যিশু খ্রিস্টের অর্ধভ্রাতা। যদিও এই ধরনের অভিলিখনগুলোতে মৃত ব্যক্তির বাবার নাম উল্লেখ করা খুবই স্বাভাবিক বিষয় ছিল কিন্তু ভাইয়ের নাম কদাচিৎ উল্লেখ করা হতো। তাই, কিছু পণ্ডিত ব্যক্তি মনে করে যে, এই যিশু নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যার ফলে তারা মনে করে যে, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট।

অস্থি সংরক্ষণার্থক সমাধি কি নির্ভরযোগ্য?

অস্থি সংরক্ষণার্থক সমাধি কী? এটা হল একটা বাক্স বা সিন্দুক, যেটার মধ্যে কবরপ্রাপ্ত মৃত ব্যক্তির দেহ পচে যাওয়ার পর তার অস্থি রাখা হতো। যিরূশালেমের আশেপাশের কবরস্থান থেকে অনেক অস্থি সংরক্ষণার্থক সমাধি চুরি হয়ে গিয়েছিল। যাকোবের নাম সম্বলিত অভিলিখনটি প্রাচীনকালের বিভিন্ন জিনিসের বাজার থেকে পাওয়া গিয়েছিল, কোনো সরকারি খনন কাজের জায়গা থেকে নয়। ১৯৭০ দশকের শিল্পকর্মের মালিককে মাত্র কয়েক শত ডলারের বিনিময়ে এটা কিনতে বলা হয়েছিল। এভাবে, অস্থি সংরক্ষণার্থক সমাধির মূল উৎস অজ্ঞাত রহস্যই থেকে যায়। নিউ ইয়র্কের বার্ড কলেজের অধ্যাপক ব্রুস চিলটন বলেন, “আপনি যদি বলতে না পারেন যে, শিল্পকর্মটি কোথায় পাওয়া গিয়েছিল এবং প্রায় ২,০০০ বছর ধরে সেটি কোথায় ছিল, তা হলে এটাতে যে-বিষয়বস্তু এবং ব্যক্তির কথা উল্লেখ থাকতে পারে, সেটার মধ্যেকার যোগসূত্র আপনি দাবি করতে পারেন না।”

প্রত্নতাত্ত্বিক পটভূমির অভাব পূরণ করতে আন্দ্রে লেমার বাক্সটাকে ইস্রায়েলের ভূতত্ত্বীয় পরীক্ষাগারে পাঠান। সেখানকার গবেষকরা সত্যতা পরীক্ষা করে দেখেন যে, সেই অস্থি সংরক্ষণার্থক সমাধি সা.কা. প্রথম অথবা দ্বিতীয় শতাব্দীতে চুনাপাথর দিয়ে তৈরি করা হয়েছিল। তারা রিপোর্ট করে যে, “আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কোনো চিহ্নই পাওয়া যায়নি।” তবুও, দ্যা নিউ ইয়র্ক টাইমস্‌ এর নেওয়া সাক্ষাৎকারে বাইবেল পণ্ডিত ব্যক্তিরা এই মতামত প্রকাশ করেন যে, “পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ, যা যিশুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকার বিষয়কে সমর্থন করে, তা সম্ভবত জোরালো ছিল কিন্তু তারপরও এটা শুধুই পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ।”

টাইম পত্রিকা মন্তব্য করেছিল যে, “যিশু যে ছিলেন সেই বিষয়ে বর্তমানে বলতে গেলে কোনো শিক্ষিত ব্যক্তিই সন্দেহ প্রকাশ করে না।” তবুও অনেকে মনে করে যে, যিশুর অস্তিত্ব সম্বন্ধে শুধু বাইবেল ছাড়াও আরও সাক্ষ্যপ্রমাণ থাকা উচিত। প্রত্নতত্ত্বই কি যিশু খ্রিস্টকে বিশ্বাস করার বিষয়ে একজন ব্যক্তির ভিত্তি হওয়া উচিত? “সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি পৃথিবীতে ছিলেন,” তাঁর ঐতিহাসিক কোন প্রমাণ আমাদের কাছে রয়েছে?

[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

বাঁদিকে, যাকোবের অস্থি সংরক্ষণার্থ সমাধি: AFP PHOTO/J.P. Moczulski; ডানদিকে, অভিলিখন: AFP PHOTO/HO