আপনি কি মনে করতে পারেন?
আপনি কি মনে করতে পারেন?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
• জার্মানির সম্মিলিত সাংবিধানিক আদালত ধর্মের সঙ্গে জড়িত কোন্ আইনত বিজয়ে অবদান রেখেছে?
এই আদালত যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আরেকটা আদালতের নেতিবাচক রায়কে বাতিল করে দিয়েছিল এবং তাদেরকে সরকারি আইনের অধীনে একটা সংস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বিজয়ী আইনবিদরা বলেছিলেন যে, একজন ব্যক্তি ধর্মীয় স্বাধীনতার একটা সুযোগ হিসেবে রাষ্ট্রের দাবির চেয়ে ‘ধর্মীয় বিশ্বাসগুলোকে আগে মানতে’ পারেন।—৮/১৫, পৃষ্ঠা ৮.
• ইয়োব কত সময় ধরে কষ্ট ভোগ করেছিলেন?
ইয়োবের বই বলে না যে তিনি অনেক বছর ধরে কষ্টভোগ করেছিলেন। ইয়োবের কষ্টভোগ এবং তা কাটিয়ে ওঠার জন্য হয়তো কয়েক মাস লেগেছিল, হতে পারে এক বছরের চেয়ে কিছু কম সময়।—৮/১৫, পৃষ্ঠা ৩১.
• কেন আমরা নিশ্চিত হতে পারি যে দিয়াবল শুধুই কুসংস্কার নয়?
যীশু খ্রীষ্ট জানতেন যে দিয়াবল একজন বাস্তব ব্যক্তি। যীশু একজন বাস্তব ব্যক্তির দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তাঁর ভিতরের কোন মন্দ গুণ দ্বারা নয়। (মথি ৪:১-১১; যোহন ৮:৪৪; ১৪:৩০)—৯/১, পৃষ্ঠা ৫-৬.
• হিতোপদেশ ১০:১৫ পদ বলে: “ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, দরিদ্রদিগের দরিদ্রতাই তাহাদের সর্ব্বনাশ।” এটা কীভাবে সত্য প্রমাণিত হয়?
জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনার সময় ধন সুরক্ষার কাজ করে, ঠিক যেমন একটা দৃঢ় নগর সেখানকার বাসিন্দাদের কিছু দিক দিয়ে নিরাপত্তা এনে দেয়। অন্যদিকে, অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটলে দরিদ্রতা ধ্বংসাত্মক হতে পারে।—৯/১৫, পৃষ্ঠা ২৪.
• কোন্ অর্থে ইনোশের সময় থেকে লোকেরা “সদাপ্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকিতে আরম্ভ করিল।” (আদিপুস্তক ৪:২৬)
মানব ইতিহাসের একেবারে শুরু থেকেই ঈশ্বরের নাম ব্যবহার করা হয়েছিল; অবশ্য ইনোশের সময় থেকে যেভাবে ডাকা শুরু হয়েছিল, সেটা বিশ্বাসের সঙ্গে যিহোবার নামে ডাকা হতো না। লোকেরা হয়তো অপবিত্রভাবে নিজেদের বা অন্যান্য ব্যক্তিদের, যাদের মাধ্যমে তারা উপাসনায় ঈশ্বরের কাছে আসার ভান করত, তাদের জন্য ঈশ্বরের নাম ব্যবহার করত।—৯/১৫, পৃষ্ঠা ২৯.
• বাইবেলে “শাসন” শব্দটা যেভাবে ব্যবহার করা হয়েছে, তার অর্থ কী?
এই শব্দটা কোন প্রকার দুর্ব্যবহার বা নিষ্ঠুরতাকে বোঝায় না। (হিতোপদেশ ৪:১৩; ২২:১৫) “শাসন” এর জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তার মূল অর্থ নির্দেশনা, শিক্ষা, সংশোধন এবং কখনও কখনও দৃঢ় কিন্তু প্রেমের সঙ্গে শাস্তি দেওয়া। যে গুরুত্বপূর্ণ উপায়ে বাবামারা যিহোবাকে অনুকরণ করতে পারেন তা হল, ছেলেমেয়েদের সঙ্গে তাদের কথাবার্তা বলার পথ খোলা রাখতে হবে। (ইব্রীয় ১২:৭-১০)—১০/১, পৃষ্ঠা ৮, ১০.
• প্রকৃত খ্রীষ্টানরা কীভাবে দেখান যে তারা ঈশ্বরের শাসনের পক্ষে রয়েছেন?
ঈশ্বরের রাজ্যের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে যিহোবার সাক্ষিরা কোন রাজনীতিতে জড়িত হন না অথবা সরকারগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করতে প্ররোচনা দেন না, এমনকি যে দেশগুলোতে সাক্ষিদের কাজ করার অনুমতি নেই সেখানেও তারা এমনটা করেন না। (তীত ৩:১) তারা যীশু ও তাঁর প্রথম শতাব্দীর শিষ্যদের মতো রাজনীতিতে জড়িত না হয়ে ইতিবাচক ও আধ্যাত্মিক বিষয়ে অবদান রাখেন এবং লোকেরা যাতে বাইবেলের উপকারী বিষয়গুলো যেমন, সৎ হওয়া, নৈতিক পরিচ্ছন্নতা এবং ভাল কাজ সম্বন্ধে জানতে পারেন, এর জন্য সাক্ষিরা তাদেরকে সাহায্য করে থাকেন।—১০/১৫, পৃষ্ঠা ৬.
• কীভাবে আন্দিজে জীবনদানকারী জলের ধারা বয়ে যায়?
এখানকার যিহোবার সাক্ষিরা লোকেদের কাছে বাইবেলের বার্তা, এমনকি কেচুয়া ও আইমারা এই দুটো স্থানীয় ভাষায় পৌঁছে দেওয়ার জন্য কঠোর চেষ্টা করেন। সাক্ষিরা টিটিকাকা হ্রদের দ্বীপগুলোতে ও সেইসঙ্গে “ভাসমান” দ্বীপেও যান, যার প্লাটফর্মগুলো জলের মধ্যে দিয়ে বেড়ে ওঠা নল দিয়ে তৈরি।—১০/১৫, পৃষ্ঠা ৮-১০.
• আমাদের নির্দেশনার জন্য ঈশ্বর কী দিয়েছেন, যেটা হয়তো আজকের দিনের প্লেনের যাত্রীদের জন্য দেওয়া কমপিউটারে নির্দেশনা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে?
ঈশ্বর মানুষকে নৈতিক নির্দেশনার ক্ষমতা অর্থাৎ নৈতিক বোধ দিয়ে তৈরি করেছেন। এটা হল আমাদের বিবেক, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। (রোমীয় ২:১৪, ১৫)—১১/১, পৃষ্ঠা ৩-৪.
• কেন যীশুর মৃত্যুর বিরাট মূল্য রয়েছে?
সিদ্ধ মানুষ আদম যখন পাপ করেছিল, তখন সে তার নিজের জীবন হারিয়েছিল এবং তার বংশধরদেরও তাই হয়েছিল। (রোমীয় ৫:১২) সিদ্ধ মানুষ হিসেবে যীশু তাঁর মনুষ্য জীবন বলি দিয়েছিলেন আর এভাবেই মুক্তির মূল্যের মাধ্যমে বিশ্বস্ত মানবজাতির জন্য অনন্ত জীবন পাওয়া সম্ভব হয়েছে।—১১/১৫, পৃষ্ঠা ৫-৬.
• কলসীয় ৩:১১ পদে বলা স্কুথীয়রা কারা?
এই রহস্যময় লোকেরা সা.কা.পূ. প্রায় ৭০০ থেকে ৩০০ সাল পর্যন্ত ইউরেশিয়ার স্তেপ অঞ্চলগুলোতে রাজত্ব করেছিল। তারা দুর্দান্ত অশ্বারোহী এবং যোদ্ধা ছিল। কলসীয় ৩:১১ পদে হয়তো কোন নির্দিষ্ট একটা জাতিকে বোঝায়নি কিন্তু অসভ্য বর্বর লোকেদেরকে বুঝিয়েছিল।—১১/১৫, পৃষ্ঠা ২৪-২৫.
• কেন আমরা বলতে পারি যে, সুবর্ণ নিয়ম হল এমন এক শিক্ষা যেটার প্রতি আমাদের সবসময় মনোযোগ দেওয়া উচিত?
যিহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, গ্রিক দর্শনবিদ্যা এবং কনফুসিয়াসের মতবাদ নৈতিকতার এই মূল নীতিটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু পর্বতে যীশু যে উপদেশ দিয়েছিলেন, সেটার জন্য ইতিবাচক পদক্ষেপের দরকার এবং সেটা সমস্ত যুগের এবং সব জায়গার লোকেদের ওপর ছাপ ফেলে। (মথি ৭:১২)—১২/১, পৃষ্ঠা ৩.