সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

যুক্তরাষ্ট্র

কিছু পুলিশ গাড়ির পিছু ধাওয়া করাকে আরও সুরক্ষিত করার জন্য প্রযুক্তি ব্যবহার করছে। তারা যে-পদ্ধতিগুলো ব্যবহার করছে, সেগুলোর মধ্যে একটা হল, টহলদারি গাড়ির সামনে লাগানো এক ধরনের লঞ্চার। এই লঞ্চার থেকে এমন একটা যন্ত্র ছুড়ে দেওয়া হয়, যেটার অবস্থান জিপিএস-এর মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এই যন্ত্রগুলো যে-গাড়ির পিছু ধাওয়া করা হচ্ছে, সেটার পিছনে আটকে যায়। এরপর, অনেক কম গতিতে সেই সন্দেহভাজন গাড়ির পিছু ধাওয়া করা যেতে পারে।

ভারত

এটা অনুমান করা হয়েছে, পণ সংক্রান্ত বিবাদের কারণে প্রতি ঘণ্টায় একজন মহিলাকে হত্যা করা হয়। এইরকম দেওয়া-নেওয়ার প্রথা যদিও আইনগতভাবে নিষিদ্ধ, তবুও ২০১২ সালে ৮,২০০-রও বেশি মহিলাকে খুন করা হয়েছিল, কারণ তাদের স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকেরা তাদের দেওয়া পণকে অপর্যাপ্ত হিসেবে গণ্য করেছিল।

সুইজারল্যান্ড

প্রজননের স্থানে থাকার সময়, তিনটে পাহাড়ি পাখির গায়ে ছোটো ছোটো সেন্সর লাগানো হয়েছিল এবং সেগুলো দেখায়, আফ্রিকার উদ্দেশে পরিযায়ী যাত্রা করার সময় এই পাখিগুলো ২০০-রও বেশি দিন ধরে অনবরত উড়েছে। এর আগে শুধুমাত্র সামুদ্রিক প্রাণীদের মধ্যেই এইরকম গতির প্রদর্শন দেখা গিয়েছে।

হর্ন অভ্‌ আফ্রিকা

২০০৫ সালের এপ্রিল মাস থেকে ২০১২ সালের ডিসেম্বর মাসের মধ্যে জলদস্যুরা হর্ন অভ্‌ আফ্রিকার তীরের কাছাকাছি জায়গায় ১৭৯টা জাহাজ অপহরণ করেছে। বিশ্ব ব্যাঙ্ক-এর একটা অনুমান অনুসারে দুষ্কৃতিরা ৪১ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত মুক্তিপণ আদায় করেছে। (g১৪-E ১০)