সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তারা কি সত্যিই এতদিন বেঁচে ছিল?

তারা কি সত্যিই এতদিন বেঁচে ছিল?

তারা কি সত্যিই এতদিন বেঁচে ছিল?

বাইবেল অনুসারে আদম ৯৩০ বছর, শেথ ৯১২ বছর এবং মথূশেলহ ৯৬৯ বছর—এক হাজার বছর থেকে মাত্র ৩১ বছর কম সময়—বেঁচে ছিল! (আদিপুস্তক ৫:৫, ৮, ২৭) সেই বছরগুলোর দৈর্ঘ্য কি আজকে আমাদের সময়ে গণিত বছরের মতোই ছিল নাকি সেগুলো অপেক্ষাকৃত কম সময়কালের, সম্ভবত আমাদের মাসগুলোর সমান ছিল, যেমনটা কেউ কেউ মনে করে থাকে?

বাইবেলে পাওয়া প্রমাণ ইঙ্গিত করে যে, আক্ষরিক বছরগুলোর দৈর্ঘ্য আমাদের সময়ে গণিত বছরের দৈর্ঘ্যের সমান। একটু বিবেচনা করুন: প্রাচীনকালে গণিত বছর যদি আমাদের সময়ে গণিত মাসের মতো দীর্ঘ হতো, তা হলে এই লোকেরা অবিশ্বাস্য রকমের কম বয়সে বাবা হতো: কৈনন ছয় বছর হওয়ার আগেই এবং মহললেল ও হনোক পাঁচ বছরের চেয়ে একটু বেশি বয়সে।—আদিপুস্তক ৫:১২, ১৫, ২১.

অধিকন্তু, প্রাচীনকালে বসবাসকারী লোকেরা দিন, মাস ও বছর গণনার মধ্যে পার্থক্য করেছিল। (আদিপুস্তক ১:১৪-১৬; ৮:১৩) বস্তুতপক্ষে, নোহের বিস্তারিত কাল গণনা, আমাদেরকে এক মাসে কত দিন, তা নির্ণয় করতে সাহায্য করে। আদিপুস্তক ৭:১১, ২৪ এবং আদিপুস্তক ৮:৩, ৪ পদের মধ্যে তুলনা করা দেখায় যে, পাঁচ মাস—দ্বিতীয় মাসের ১৭তম দিন থেকে সপ্তম মাসের ১৭তম দিন—১৫০ দিনের সমান ছিল। তাই, স্পষ্টতই এটা ইঙ্গিত করে যে, নোহ ৩০ দিন সমান এক মাস গণনা করেছিলেন আর এই ধরনের ১২ মাস সমান এক বছর ছিল।—আদিপুস্তক ৮:৫-১৩. *

কিন্তু, কীভাবে লোকেরা ৯০০ বছর বা তার চেয়েও বেশি সময় বেঁচে থাকতে পারত? বাইবেল আমাদের বলে যে, ঈশ্বর মানুষকে চিরকাল বেঁচে থাকার জন্য সৃষ্টি করেছিলেন আর আদমের পাপ মানব পরিবারের জন্য অসিদ্ধতা ও মৃত্যু ডেকে এনেছিল। (আদিপুস্তক ২:১৭; ৩:১৭-১৯; রোমীয় ৫:১২) যারা জলপ্লাবনের আগে বেঁচে ছিল, তারা আজকে আমাদের চেয়ে সিদ্ধতার অনেক কাছাকাছি ছিল আর কোনো সন্দেহ নেই যে, তাদের দীর্ঘায়ু লাভ করার পিছনে এটা একটা বিরাট কারণ ছিল। উদাহরণস্বরূপ, মথূশেলহ আদম থেকে মাত্র সাত বংশ পরে বেঁচে ছিলেন।—লূক ৩:৩৭, ৩৮.

কিন্তু, শীঘ্রই যিহোবা ঈশ্বর সেইসমস্ত ব্যক্তির মধ্যে থেকে আদমের পাপের প্রতিটা চিহ্ন নির্মূল করবেন, যারা তাঁর পুত্র যিশু খ্রিস্টের পাতিত রক্তে বিশ্বাস করে চলে। “পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।” (রোমীয় ৬:২৩) হ্যাঁ, এমন সময় আসছে, যখন মথূশেলহের ৯৬৯ বছরও বস্তুতপক্ষে অত্যন্ত কম বলে মনে হবে! (g ৭/০৭)

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ২য় খণ্ডের ১২১৪ পৃষ্ঠা দেখুন।

[২১ পৃষ্ঠার রেখাচিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

১০০০

মথূশেলহ

আদম

শেথ

৯০০

৮০০

৭০০

৬০০

৫০০

৪০০

৩০০

২০০

১০০

আজকে মানুষের গড় আয়ু