সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আত্মপরিচয় সম্বন্ধে পুরোপুরি ধারণা থাকলে তুমি প্রবল ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারবে

তরুণ-তরুণীদের জন্য

৯: আত্মপরিচয়

৯: আত্মপরিচয়

এটার অর্থ

আত্মপরিচয় বলতে তোমার নাম ও বাহ্যিক বেশভূষার চেয়ে আরও বেশি কিছুকে বোঝায়। তোমার মূল্যবোধ, বিশ্বাস ও চরিত্রও এর অন্তর্ভুক্ত। সত্যি বলতে কী, আত্মপরিচয়ের অন্তর্ভুক্ত হল সেই সমস্ত কিছু, যা তোমার প্রকৃত পরিচয় অর্থাৎ তুমি ভিতরে ও বাইরে কেমন ব্যক্তি, তা প্রকাশ করে।

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ

আত্মপরিচয় সম্বন্ধে যখন তোমার পুরোপুরি ধারণা থাকে, তখন তুমি সঙ্গীসাথির দ্বারা নিজেকে নিয়ন্ত্রিত হতে না দিয়ে বরং নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থান নিতে পারো।

“অনেকে ম্যানিকিন অর্থাৎ পোশাক প্রদর্শনের উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখা পুতুলের মতো। তারা যে-পোশাক পরে থাকে, তা নিজেরা বাছাই করে না; অন্যেরা বাছাই করে দেয়।”—আ্যড্রিয়েন।

“এমনকী কঠিন সময়েও আমি সঠিক বিষয়ের পক্ষে অবস্থান নিতে শিখেছি। আমার প্রকৃত বন্ধু কারা, সেটা আমি তাদের আচরণ ও সেইসঙ্গে তাদের আশেপাশে থাকার সময় আমার আচরণ কেমন, তা দেখে বলে দিতে পারি।”—কোর্টনি।

বাইবেলের নীতি: “এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন কর।”—রোমীয় ১২:২, ইজি-টু-রিড ভারশন।

তুমি যা করতে পারো

তোমার সবল দিক, তোমার দুর্বল দিক ও তোমার দৃঢ়প্রত্যয় সতর্কতার সঙ্গে পরীক্ষা করে, তুমি এখন কেমন ব্যক্তি আর তুমি কেমন ব্যক্তি হয়ে উঠতে চাও, সেই বিষয়ে ধারণা গড়ে তোলো। তা শুরু করার একটা ভালো উপায় হল, নীচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া।

সবল দিক: আমার কোন কোন প্রতিভা ও দক্ষতা রয়েছে? আমার ভালো দিকগুলো কী? (যেমন: আমি কি সময়ানুবর্তী? আত্মসংযমী? পরিশ্রমী? উদার?) আমি কোন ইতিবাচক বিষয়গুলো করি?

পরামর্শ: তোমার কি নিজের ইতিবাচক বিষয়গুলো খুঁজে বের করতে কষ্ট হচ্ছে? তা হলে, বাবা অথবা মা কিংবা কোনো নির্ভরযোগ্য বন্ধুকে জিজ্ঞেস করো, তোমার কোন কোন সবল দিক রয়েছে বলে তিনি মনে করেন এবং কেন তা মনে করেন।

বাইবেলের নীতি: “প্রত্যেক জন নিজ নিজ কর্ম্মের পরীক্ষা করুক, তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, অপরের কাছে নয়।”—গালাতীয় ৬:৪.

দুর্বল দিক: আমার ব্যক্তিত্বের কোন দিকগুলোতে উন্নতি করার জন্য আরও কাজ করতে হবে? বিশেষভাবে কোন সময়ে আমার মধ্যে প্রলোভনের কাছে নতিস্বীকার করার মতো প্রবণতা আসে? কোন কোন ক্ষেত্রে আমি আরও আত্মসংযমী হওয়ার চেষ্টা করতে পারি?

বাইবেলের নীতি: “আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই।”—১ যোহন ১:৮.

দৃঢ়প্রত্যয়: আমি কোন ধরনের নৈতিক মান অনুসরণ করি এবং কেন? আমি কি ঈশ্বরে বিশ্বাস করি? কোন প্রমাণ আমাকে তাঁর অস্তিত্বের বিষয়ে দৃঢ়প্রত্যয়ী করেছে? কোন কাজগুলোকে আমি অন্যায় বলে মনে করি এবং কেন? ভবিষ্যতে কোন বিষয়গুলো ঘটবে বলে আমি দৃঢ়প্রত্যয়ী?

বাইবেলের নীতি: “পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে।”—হিতোপদেশ ২:১১.