বর্তমানে আপনি কোথায় নির্ভরযোগ্য নির্দেশনা খুঁজে পেতে পারেন?
এই জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই আপনি কীভাবে নিশ্চিত হতে পারেন, আপনি যে-বাছাই করছেন, সেটা ভালো ফল নিয়ে আসবে? আপনি কীভাবে দৃঢ়তার সঙ্গে বলতে পারেন যে, আজ যেটা সঠিক, আগামীকাল সেটা ভুল প্রমাণিত হবে না?
বাইবেল আপনাকে এমন সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করতে পারে, যেগুলোর জন্য আপনি কখনোই আপশোস করবেন না। কীভাবে তা সম্ভব? আমাদের সৃষ্টিকর্তা বাইবেল জুগিয়েছেন আর তিনি জানেন, কোন বিষয়গুলো আমাদের প্রকৃত সুখ ও নিরাপত্তা দিতে পারবে।
“যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন।”—মীখা ৬:৮.
বাইবেলে অনেক ব্যাবহারিক প্রজ্ঞা পাওয়া যায় আর আমরা সেই প্রজ্ঞার উপর আস্থা রাখতে পারি। এটা “সবসময় নির্ভরযোগ্য, এখনকার জন্য এবং চিরকালের জন্য।”—গীতসংহিতা ১১১:৮, NW.
এই পরিবর্তনশীল জগতে কীভাবে বাইবেল আপনাকে সাহায্য করতে পারে, তা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন।