কোনটা সঠিক আর কোনটা ভুল: কীভাবে নির্ধারণ করব?
আপনাকে যদি এমন এক জায়গায় যেতে হয়, যেখানে আপনি কখনো যাননি, তা হলে আপনি কী করবেন?
১. আপনি সেই দিকে চলতে শুরু করবেন, যে-দিকে আপনার মনে হয় যে, আপনার যাওয়া উচিত।
২. আপনি অন্যদের অনুসরণ করবেন কারণ আপনার মনে হয়, তারা সঠিক রাস্তাটা জানে।
৩. আপনি জিপিএস অথবা ম্যাপের সাহায্য নেবেন কিংবা এমন কোনো নির্ভরযোগ্য বন্ধুর কাছ থেকে সাহায্য চাইবেন, যিনি সঠিক রাস্তাটা ভালোভাবে জানেন।
আমরা যদি প্রথম অথবা দ্বিতীয় পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করি, তা হলে আমরা যে-জায়গায় পৌঁছাতে চাই, সেখানে না-ও পৌঁছাতে পারি। কিন্তু আমরা যদি তৃতীয় পদক্ষেপটা নিই, তা হলে এটা নিশ্চিত যে, আমরা অবশ্যই আমাদের গন্তব্যে পৌঁছাব।
আমাদের জীবন এক দীর্ঘ পথ চলার মতো আর আমরা প্রত্যেকে চাই, সেটা যেন সুখী ভবিষ্যতের দিকে নিয়ে যায়। আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারব কি না, সেটা অনেকটা নির্ভর করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কীসের উপর নির্ভর করি।
বেশিরভাগ সময়ে আমরা ছোটোখাটো সিদ্ধান্ত নিই, আবার কোনো কোনো সময়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই, তখন তা দেখায়, সঠিক ও ভুলের বিষয়ে আমরা কী মনে করি। এই ধরনের সিদ্ধান্ত অনেক দিন ধরে আমাদের এবং আমাদের প্রিয়জনদের উপর প্রভাব ফেলে। হতে পারে, তা ভালো অথবা মন্দ। এই ধরনের কিছু সিদ্ধান্ত হল:
যৌনতা ও বিবাহ
সততা, কাজ ও টাকাপয়সা
সন্তান লালনপালন
অন্যদের সঙ্গে আচার-আচরণ
আপনি কীভাবে নিশ্চিত হতে পারেন যে, আপনি এই ক্ষেত্রগুলোতে যে-সিদ্ধান্ত নেন, সেটা আপনার এবং আপনার পরিবারের জন্য এক সুখী ভবিষ্যৎ নিয়ে আসবে?
আমাদের প্রত্যেককে যে-প্রশ্নের মুখোমুখি হতে হয়, তা হল: কী আমাকে এই বিষয়ে উত্তম সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে, কোনটা সঠিক ও কোনটা ভুল?
এই পত্রিকা ব্যাখ্যা করবে, সঠিক ও ভুলের বিষয়ে বাইবেল যা বলে, কেন আমরা সেটার উপর আস্থা রাখতে পারি আর কীভাবে তা আমাদের সাহায্য করতে পারে।