বাইবেল কী বলে?
ঈশ্বরের রাজ্য কী?
কেউ কেউ বিশ্বাস করে, এটা মানুষের হৃদয়ে ঈশ্বরের রাজত্বকে চিত্রিত করে; অন্যেরা মনে করে, এটা বিশ্বব্যাপী সেই শান্তি ও একতাকে নির্দেশ করে, যা মানুষ নিয়ে আসবে। আপনি কী মনে করেন?
বাইবেল যা বলে
‘স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না। তাহা ঐ সকল [মানব] রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিবে।’ (দানিয়েল ২:৪৪) ঈশ্বরের রাজ্য হল এক বাস্তব সরকার।
বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?
ঈশ্বরের রাজ্য কখন আসবে?
আপনি কী বলবেন?
কেউ জানে না
শীঘ্রই
কখনো না
বাইবেল যা বলে
“সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।” (মথি ২৪:১৪) যখন সারা পৃথিবীতে সুসমাচার প্রচার শেষ হয়ে যাবে, তখন ঈশ্বরের রাজ্য এই বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার শেষ নিয়ে আসবে।
বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?