সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের পাচীন পাডুলিপিতে ঈশ্বরের নাম (ছবিতে বিশেষভাবে দেখানো হয়েছ)

বাইবেল কী বলে?

বাইবেল কী বলে?

ঈশ্বরের কি কোনো নাম আছে?

অনেকে বলে ঈশ্বরের কোনো নাম নেই। আবার কেউ কেউ বলে, তাঁর নাম হল ঈশ্বর বা প্রভু; অন্যেরা বলে তাঁর একাধিক নাম আছে। আপনি কী মনে করেন?

বাইবেল যা বলে

“যিহোবা . . . আমার এই নাম অনন্তকালস্থায়ী, এবং এতদ্দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়।”—যাত্রাপুস্তক ৩:১৫.

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • যদিও ঈশ্বরের একাধিক উপাধি রয়েছে, তবে তাঁর একটাই নাম রয়েছে।—গীতসংহিতা ১৩৫:১৩.

  • ঈশ্বর কোনো রহস্যময় ব্যক্তি নন; তিনি চান আমরা যেন তাঁর সম্বন্ধে জানি।—প্রেরিত ১৭:২৭.

  • ঈশ্বরের নাম জানার মাধ্যমে আমরা তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা শুরু করতে পারি।—যাকোব ৪:৮.

ঈশ্বরের নাম উচ্চারণ করা কি অন্যায়?

আপনি কী বলবেন?

  • হ্যাঁ

  • না

  • ব্যক্তির উপর নির্ভর করে

বাইবেল যা বলে

“তোমার ঈশ্বর সদাপ্রভুর [“যিহোবার,” NW] নাম অনর্থক লইও না।” (যাত্রাপুস্তক ২০:৭) আমরা যদি অসম্মানজনকভাবে ঈশ্বরের নাম ব্যবহার করি, কেবলমাত্র তখনই তা ব্যবহার করা অন্যায় হবে।—যিরমিয় ২৯:৯.

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • যিশু ঈশ্বরের নাম জানতেন ও তা ব্যবহার করতেন। —যোহন ১৭:২৫, ২৬.

  • ঈশ্বর তাঁর নাম ব্যবহার করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানান।—গীতসংহিতা ১০৫:১.

  • ঈশ্বরের শত্রুরা চেষ্টা করে, যাতে লোকেরা তাঁর নাম ভুলে যায়।—যিরমিয় ২৩:২৭. (w16-E No. 3)