প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মে ২০১৭

এই সংখ্যায় ২০১৭ সালের জুলাই মাসের ৩-৩০ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

‘সানন্দে সদাপ্রভুর সেবা করিবার’ জন্য “বিদেশীদের” সাহায্য করুন

আমরা কীভাবে সেই শরণার্থীদের কাছে সর্বোত্তম উপায়ে প্রচার করতে পারি, যারা এখনও যিহোবাকে জানে না?

“বিদেশীদের” সন্তানদের সাহায্য করুন

আপনি যদি একজন অভিবাসী বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে কীভাবে আপনি আপনার সন্তানদের জন্য যথাসম্ভব সর্বোত্তম সুযোগ করে দিতে পারেন, যাতে তারা যিহোবা সম্বন্ধে শিখতে পারে? এক্ষেত্রে অন্যেরা কীভাবে সাহায্য করতে পারে?

জীবনকাহিনি

বধির হওয়া সত্ত্বেও অন্যদের শিক্ষা দেওয়া থেকে আমি বিরত হইনি

ওয়াল্টার মার্কিন শুনতে পান না কিন্তু তা সত্ত্বেও তিনি যিহোবা ঈশ্বরের সেবায় সুখী এবং পরিতৃপ্তিদায়ক জীবন উপভোগ করছেন।

আপনার প্রেমকে শীতল হয়ে যেতে দেবেন না

প্রথম শতাব্দীর কোনো কোন খ্রিস্টান তাদের প্রথম প্রেম পরিত্যাগ করেছিল। কী আমাদের যিহোবার প্রতি আমাদের প্রেমকে দৃঢ় রাখার জন্য সাহায্য করতে পারে?

“ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম কর?”

অগ্রাধিকার স্থাপন করার বিষয়ে যিশু শিমোন পিতরকে এক মূল্যবান শিক্ষা প্রদান করেছিলেন। বর্তমানে, আমরাও কি সেই একই শিক্ষা কাজে লাগাতে পারি?

যেভাবে গায় তার ভাইদের সাহায্য করেছিলেন

গায় কে ছিলেন আর কেন আমাদের তার উদাহরণ অনুকরণ করতে হবে?

এক সাদাসিধে জীবনযাপন করা আনন্দ নিয়ে আসে

কী একটা দম্পতিকে তাদের জীবনযাপনকে সাদাসিধে করতে অনুপ্রাণিত করেছিল? কীভাবে তারা তা করেছিলেন? কেন তাদের সিদ্ধান্ত তাদের আনন্দ এনে দিয়েছিল?

আমাদের আর্কাইভ থেকে

“আগের চেয়ে আরও বেশি উদ্যোগ ও প্রেম সহকারে”

১৯২২ সালে অনুষ্ঠিত সম্মেলনের পর বাইবেল ছাত্ররা কীভাবে “রাজা এবং তাঁর রাজ্য সম্বন্ধে ঘোষণা করুন,” এই পরামর্শ কাজে লাগিয়েছিল?