প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ফেব্রুয়ারি ২০১৮
এই সংখ্যায় ২০১৮ সালের এপ্রিল মাসের ২-২৯ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
নোহ, দানিয়েল ও ইয়োবের বিশ্বাস এবং বাধ্যতা অনুকরণ করুন
এই বিশ্বস্ত ব্যক্তিদের সেই একই ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল, যেগুলোর মুখোমুখি বর্তমানে আমরা হয়ে থাকি। কী তাদের বিশ্বস্ততা বজায় রাখতে সাহায্য করেছিল?
আপনি কি যিহোবাকে ঠিক নোহ, দানিয়েল ও ইয়োবের মতোই জানেন?
কীভাবে এই তিন জন ব্যক্তি সর্বশক্তিমানকে জানতে পেরেছিলেন? কীভাবে ঈশ্বরকে জানা তাদের উপকৃত করেছিল? কীভাবে আমরা তাদের মতো বিশ্বাস গড়ে তুলতে পারি?
জীবনকাহিনি
যিহোবার পক্ষে সকলই সম্ভব
কিরগিজস্তানে একটা বাসে করে যাওয়ার সময় শোনা কয়েকটা চমৎকার কথা এক দম্পতির জীবনকে পুরোপুরি পালটে দিয়েছিল।
একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার অর্থ কী?
বাইবেল একজন ‘আত্মিক মনুষ্যের [‘আধ্যাত্মিকমনা ব্যক্তির,’ NW]’ বৈশিষ্ট্য সম্বন্ধে বর্ণনা করে এবং আধ্যাত্মিকমনা ব্যক্তি ও ‘প্রাণিক মনুষ্যের’ মধ্যে থাকা পার্থক্য সম্বন্ধে তুলে ধরে।
একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হিসেবে উন্নতি করে চলুন!
একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার জন্য কেবল বাইবেলের জ্ঞান থাকাই যথেষ্ট নয়। বাইবেলের জ্ঞানের পাশাপাশি আর কীসের প্রয়োজন?
আনন্দ—যে-গুণটা আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করি
আপনি যদি বুঝতে পারেন, প্রতিদিনের পরীক্ষাগুলো আপনার আনন্দকে কেড়ে নিচ্ছে, তা হলে আপনি নিজের আনন্দ ফিরে পাওয়ার জন্য কী করতে পারেন?
আমাদের আর্কাইভ থেকে
জনসাধারণের উদ্দেশে বক্তৃতাগুলোর মাধ্যমে আয়ার্ল্যান্ডে সুসমাচার ছড়িয়ে যায়
কী ভাই চার্লস টেজ রাসেলকে এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী করেছিল যে, সেখানকার খেত “শস্যচ্ছেদনের জন্য একেবারে প্রস্তুত হয়ে আছে ও অপেক্ষা করে রয়েছে”?