সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

মথি ১৮:১৫-১৭ পদে তুলে ধরা পরামর্শে যিশু কোন ধরনের পাপের বিষয় নিয়ে কথা বলছিলেন?

তিনি এমন বিষয় নিয়ে কথা বলছিলেন, যে-বিষয়ে জড়িত ব্যক্তিরা নিজেরাই সমস্যা মিটমাট করতে পারে। তবে সমস্যা যদি মিটমাট না হয়, তা হলে সেই পাপ হয়তো এতটাই গুরুতর হতে পারে যে, এর জন্য সমাজচ্যুত করা হতে পারে। উদাহরণ স্বরূপ, কাউকে অপবাদ দেওয়া অথবা প্রতারণা করা এই ধরনের পাপের অন্তর্ভুক্ত হতে পারে।—প্রহরীদুর্গ ১৬.০৫, পৃষ্ঠা ৭.

বাইবেল পড়া থেকে আরও বেশি উপকার লাভ করার জন্য আপনি কী করতে পারেন?

আপনি এই বিষয়গুলো করতে পারেন: শেখার মনোভাব নিয়ে পড়ুন অর্থাৎ এমন শিক্ষাগুলো খুঁজুন, যেগুলো আপনি প্রয়োগ করতে পারেন; নিজেকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি এই তথ্য অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে পারি?’; আর সবেমাত্র যা পড়েছেন সেই বিষয়ের উপর গবেষণা করার জন্য প্রাপ্তিসাধ্য সহায়কগুলো ব্যবহার করুন।—প্রহরীদুর্গ ১৬.০৫, পৃষ্ঠা ২৪-২৬.

পুনরুত্থানে বিশ্বাস করেন বলে একজন খ্রিস্টানের জন্য শোক করা কি ভুল?

একজন খ্রিস্টান প্রিয়জনকে হারানোর কারণে যে-গভীর বেদনা অনুভব করতে পারেন, তা পুনরুত্থানে বিশ্বাস করার কারণে দূর হয়ে যায় না। সারার মৃত্যুতে অব্রাহাম শোক করেছিলেন। (আদি. ২৩:২) সময়ের সঙ্গে সঙ্গে, শোকের বোঝা কিছুটা হালকা হয়ে যায়।—প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ) ১৬.৩, পৃষ্ঠা ৪.

যিহিষ্কেল ৯ অধ্যায়ে উল্লেখিত লেখকের মস্যাধার বহনকারী পুরুষ এবং হস্তে সংহারক অস্ত্র বহনকারী ছয় জন পুরুষ কাদেরকে চিত্রিত করে?

আমরা বুঝতে পারি, তারা স্বর্গীয় বাহিনীকে চিত্রিত করে, যে-বাহিনী অতীতে যিরূশালেম ধ্বংস করার সময় জড়িত ছিল এবং ভবিষ্যতে আরমাগিদোনে দুষ্ট বিধিব্যবস্থা ধ্বংস করার সময় জড়িত থাকবে। আধুনিক দিনের পরিপূর্ণতায়, লেখকের মস্যাধার বহনকারী পুরুষ যিশু খ্রিস্টকে চিত্রিত করে, যিনি সেই ব্যক্তিদের চিহ্নিত করেন, যারা রক্ষা পাবে।—প্রহরীদুর্গ ১৬.০৬, পৃষ্ঠা ১৬-১৭.

কীভাবে একজন খ্রিস্টান তার জীবনকে সাদাসিধে করতে পারেন?

আপনার সত্যিই প্রয়োজন এমন বিষয়গুলো শনাক্ত করুন এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোর পিছনে টাকা খরচ করা বন্ধ করুন। একটা বাস্তবধর্মী বাজেট তৈরি করুন। আপনি ব্যবহার করেন না এমন জিনিসপত্র বিক্রি করুন, অন্যদের দিয়ে দিন অথবা ফেলে দিন ও আপনার ঋণ পরিশোধ করুন। চাকরির পিছনে আপনি যে-সময় দেন, তা কমিয়ে আপনার পরিচর্যা কীভাবে বৃদ্ধি করতে পারেন, সেই বিষয়ে পরিকল্পনা করুন।—প্রহরীদুর্গ ১৬.০৭, পৃষ্ঠা ১০.

বাইবেল কোন বিষয়টাকে স্বর্ণ অথবা রৌপ্যের চেয়ে মূল্যবান বলে উল্লেখ করে?

ইয়োব ২৮:১২, ১৫ পদ তুলে ধরে, ঐশিক প্রজ্ঞা স্বর্ণ অথবা রৌপ্যের চেয়েও উত্তম। সেটা অন্বেষণ করার সময়, নম্রতা ও দৃঢ়বিশ্বাস বজায় রাখার প্রচেষ্টা করুন। —প্রহরীদুর্গ ১৬.০৮, পৃষ্ঠা ১৮-১৯.

ভাইদের জন্য দাড়ি রাখা কি উপযুক্ত?

কোনো কোনো সংস্কৃতিতে পরিপাটিভাবে ছেঁটে রাখা দাড়ি হয়তো গ্রহণযোগ্য হতে পারে আর এই কারণে লোকেরা হয়তো রাজ্যের বার্তা শোনা থেকে বিরত হয় না। তা সত্ত্বেও, কোনো কোনো ভাই হয়তো দাড়ি না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। (১ করি. ৮:৯) আবার কোনো কোনো সংস্কৃতিতে ও জায়গায়, যিহোবার সাক্ষিদের জন্য দাড়ি রাখা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। —প্রহরীদুর্গ ১৬.০৯, পৃষ্ঠা ২১.

বাইবেলে দায়ূদ বনাম গলিয়াতের যে-লড়াইয়ের বিবরণ রয়েছে, সেটার সত্যতা সম্বন্ধে আমরা কেন নিশ্চিত হতে পারি?

গলিয়াতের উচ্চতা সম্বন্ধে যা বলা হয়েছে, তা আধুনিক সময়ে রেকর্ডকৃত সবচেয়ে লম্বা ব্যক্তির উচ্চতার চেয়ে মাত্র ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) বেশি। দায়ূদ ছিলেন একজন বাস্তব ব্যক্তি আর এই বিষয়ে একটা প্রাচীন শিলালিপিতে দায়ূদের বংশ সম্বন্ধে উল্লেখ ও যিশুর বলা কথা থেকে নিশ্চিত হওয়া গিয়েছে। বাইবেলে লিপিবদ্ধ ভৌগলিক বর্ণনা, জানা তথ্যের সঙ্গে মিলে গিয়েছে।—প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ) ১৬.৪, পৃষ্ঠা ১৩.

জ্ঞান, বোধগম্যতা ও প্রজ্ঞা কীভাবে আলাদা?

যে-ব্যক্তির জ্ঞান রয়েছে তিনি তথ্য সংগ্রহ করেন বা বিভিন্ন ঘটনা সম্বন্ধে জানেন। যার বোধগম্যতা রয়েছে, তিনি একটা ঘটনা কীভাবে আরেকটা ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা বুঝতে পারেন। আর যে-ব্যক্তির প্রজ্ঞা রয়েছে, তিনি তার জ্ঞান ও বোধগম্যতাকে একসঙ্গে ভালোভাবে ব্যবহার করতে পারেন।—প্রহরীদুর্গ ১৬.১০, পৃষ্ঠা ১৮.