যে-কারণগুলোর জন্য আমরা ক্রমাগত ‘প্রচুর ফলে ফলবান্হই’
“ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান্ হও; আর তোমরা আমার শিষ্য হইবে।”—যোহন ১৫:৮.
১, ২. (ক) যিশু তাঁর মৃত্যুর আগের রাতে তাঁর শিষ্যদের সঙ্গে কী নিয়ে আলোচনা করেছিলেন? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।) (খ) আমরা যে-কারণগুলোর জন্য প্রচার করি, সেগুলো মনে রাখা কেন গুরুত্বপূর্ণ? (গ) আমরা কী নিয়ে আলোচনা করব?
যিশু তাঁর মৃত্যুর আগের রাতে তাঁর প্রেরিতদের সঙ্গে দীর্ঘসময় ধরে কথা বলেছিলেন। তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি তাদের খুব ভালোবাসেন। এ ছাড়া, তিনি তাদের দ্রাক্ষালতার দৃষ্টান্তও বলেছিলেন, যেটা নিয়ে আমরা আগের প্রবন্ধে আলোচনা করেছি। যিশু তাঁর শিষ্যদের ক্রমাগত ‘প্রচুর ফলে ফলবান্ হইবার’ জন্য অর্থাৎ রাজ্যের বার্তা প্রচার করে চলার ক্ষেত্রে ধৈর্য ধরার জন্য উৎসাহিত করতে চেয়েছিলেন। a—যোহন ১৫:৮.
২ তবে, যিশু তাঁর শিষ্যদের কেবল কী করতে হবে, সেটাই বলেননি কিন্তু সেইসঙ্গে কেন করতে হবে, সেটাও বলেছিলেন। তিনি তাদের এই বিষয়ে কিছু কারণ দিয়েছিলেন যে, কেন তাদের প্রচার করে চলতে হবে। আমাদের জন্য এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, কেন আমাদেরও প্রচার করে চলতে হবে। এই বিষয়টা নিয়ে চিন্তা করা আমাদের “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য” দেওয়ার সময়ে ধৈর্য ধরতে অনুপ্রাণিত করবে। (মথি ২৪:১৩, ১৪) এই প্রবন্ধে আমরা এই বিষয়ে চারটে শাস্ত্রীয় কারণ দেখব যে, কেন আমরা প্রচার করি। এ ছাড়া, আমরা যিহোবার কাছ থেকে পাওয়া চারটে উপহার নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের ফল উৎপন্ন করে যেতে সাহায্য করে।
আমরা যিহোবাকে মহিমান্বিত করি
৩. (ক) যোহন ১৫:৮ পদ অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কারণে আমরা প্রচার করি? (খ) যিশুর দৃষ্টান্তে দ্রাক্ষা ফল কোন বিষয়টাকে চিত্রিত করে এবং কেন এই তুলনাটা উপযুক্ত?
৩ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-কারণে আমরা প্রচার করি, সেটা হল আমরা যিহোবাকে মহিমান্বিত করতে ও তাঁর নামকে পবিত্রীকৃত করতে চাই। (পড়ুন, যোহন ১৫:১, ৮.) যিশু যখন দ্রাক্ষালতার দৃষ্টান্তটা বলেছিলেন, তখন তিনি যিহোবাকে একজন কৃষক বা মালির সঙ্গে তুলনা করেছিলেন, যিনি দ্রাক্ষা ফলের চাষ করেন। যিশু বলেছিলেন, তিনি নিজেই হলেন সেই দ্রাক্ষালতা এবং তাঁর শিষ্যরা হল শাখা। (যোহন ১৫:৫) তাই এই দৃষ্টান্তে দ্রাক্ষা ফল, যিশুর শিষ্যরা যে-ফল উৎপন্ন করে অর্থাৎ তারা যে-প্রচার কাজ করে, সেটাকে চিত্রিত করে। যিশু তাঁর প্রেরিতদের বলেছিলেন: “ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান্ হও।” দ্রাক্ষালতা যখন উত্তম দ্রাক্ষা ফল উৎপন্ন করে, তখন সেটা কৃষককে সম্মানিত করে। একইভাবে, আমরা যখন রাজ্যের বার্তা প্রচার করার জন্য আমাদের সর্বোত্তমটা করি, তখন আমরা যিহোবাকে সম্মানিত বা মহিমান্বিত করি।—মথি ২৫:২০-২৩.
৪. (ক) কীভাবে আমরা ঈশ্বরের নামকে পবিত্রীকৃত করতে পারি? (খ) ঈশ্বরের নামকে পবিত্রীকৃত করার বিশেষ সুযোগ পেয়ে আপনি কেমন অনুভব করেন?
৪ ঈশ্বরের নাম ইতিমধ্যেই পবিত্র। সেই নামকে আরও বেশি পবিত্র করার জন্য আমরা কিছুই করতে পারি না। তা হলে, আমরা যখন প্রচার করি, তখন কীভাবে আমরা ঈশ্বরের নামকে পবিত্রীকৃত করি? লক্ষ করুন, ভাববাদী যিশাইয় কী বলেছিলেন: “বাহিনীগণের সদাপ্রভুকেই পবিত্র বলিয়া মান।” (যিশা. ৮:১৩) আমরা সেইসময় ঈশ্বরের নাম যিহোবাকে পবিত্রীকৃত করি, যখন আমরা সেই নামকে সবচেয়ে মহৎ হিসেবে দেখি এবং যখন আমরা অন্যদের এটা বুঝতে সাহায্য করি যে, সেই নাম হল পবিত্র। (মথি ৬:৯) উদাহরণ স্বরূপ, আমরা যখন লোকেদের যিহোবার চমৎকার গুণাবলি সম্বন্ধে এবং পরমদেশে চিরকাল বেঁচে থাকার বিষয়ে মানুষের জন্য তাঁর উদ্দেশ্য সম্বন্ধে সত্য শেখাই, তখন আমরা তাদের এটা বুঝতে সাহায্য করি যে, যিহোবা সম্বন্ধে শয়তান যে-মন্দ বিষয়গুলো বলেছে, সেগুলোর সবই মিথ্যা। (আদি. ৩:১-৫) এ ছাড়া, আমরা সেইসময়ও ঈশ্বরের নামকে পবিত্রীকৃত করি, যখন আমরা লোকেদের এটা জানতে সাহায্য করি যে, যিহোবা “প্রতাপ” বা মহিমা “ও সমাদর ও পরাক্রম গ্রহণের” যোগ্য। (প্রকা. ৪:১১) ভাই রুনে, যিনি ১৬ বছর ধরে অগ্রগামী হিসেবে সেবা করছেন, বলেন: “আমাকে যে নিখিলবিশ্বের সৃষ্টিকর্তার একজন সাক্ষি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এটা আমাকে প্রচার করে চলতে অনুপ্রাণিত করে।”
আমরা যিহোবা ও তাঁর পুত্রকে ভালোবাসি
৫. (ক) যোহন ১৫:৯, ১০ পদে প্রচার করার কোন কারণ সম্বন্ধে তুলে ধরা হয়েছে? (খ) কীভাবে যিশু তাঁর শিষ্যদের বুঝতে সাহায্য করেছিলেন যে, তাদের ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে?
৫ যোহন ১৫:৯, ১০ পদ পড়ুন। দ্বিতীয় যে-কারণে আমরা রাজ্যের বার্তা প্রচার করি, সেটা হল আমরা যিহোবা ও যিশুকে ভালোবাসি। (মার্ক ১২:৩০; যোহন ১৪:১৫) যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, তাদের ‘তাঁহার প্রেমে অবস্থিতি করা’ উচিত। কেন যিশু এমনটা বলেছিলেন? কারণ তিনি জানতেন, তাঁর অনুসারীদের প্রকৃত খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার জন্য ধৈর্যের প্রয়োজন হবে। সত্যি বলতে কী, যোহন ১৫:৪-১০ পদে আমরা দেখি যে, যিশু “অবস্থিতি কর” ও “থাক” শব্দের বিভিন্ন রূপ অনেক বার ব্যবহার করেছিলেন আর এভাবে তিনি তাঁর শিষ্যদের বুঝতে সাহায্য করেছিলেন যে, তাদের ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে।
৬. কীভাবে আমরা দেখাই যে, আমরা খ্রিস্টের প্রেমে অবস্থিতি করতে চাই?
৬ কীভাবে আমরা দেখাই যে, আমরা খ্রিস্টের প্রেমে অবস্থিতি করতে চাই এবং তাঁর অনুমোদন লাভ করতে চাই? তাঁর বাধ্য হওয়ার মাধ্যমে। যিশু আমাদের কেবল সেটাই করতে বলছেন, যেটা তিনি নিজে করেছিলেন। তিনি বলেছিলেন: “আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি, এবং তাঁহার প্রেমে অবস্থিতি করিতেছি।” যিশু আমাদের জন্য উদাহরণ স্থাপন করেছেন।—যোহন ১৩:১৫.
৭. কীভাবে বাধ্যতা প্রেমের সঙ্গে সম্পর্কযুক্ত?
৭ যিশু এই কথাগুলো বলার মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন যে, বাধ্যতা প্রেমের সঙ্গে সম্পর্কযুক্ত: “যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে।” (যোহন ১৪:২১) যিশুর আজ্ঞাগুলো তাঁর পিতার কাছ থেকে এসেছিল আর তাই, আমরা যখন প্রচার করার বিষয়ে যিশুর আজ্ঞার বাধ্য হই, তখন আমরা এটাও দেখাই যে, আমরা যিহোবাকে ভালোবাসি। (মথি ১৭:৫; যোহন ৮:২৮) আর আমরা যখন যিহোবা ও যিশুকে দেখাই যে, আমরা তাঁদের ভালোবাসি, তখন তাঁরা আমাদের তাঁদের প্রেমে অবস্থিতি করতে সাহায্য করেন।
আমরা লোকেদের সতর্ক করি
৮, ৯. (ক) আরেকটা কোন কারণে আমরা প্রচার করি? (খ) কীভাবে যিহিষ্কেল ৩:১৮, ১৯ এবং ১৮:২৩ পদে পাওয়া যিহোবার কথাগুলো আমাদের প্রচার করে চলতে অনুপ্রাণিত করে?
৮ তৃতীয় যে-কারণে আমরা প্রচার করি, সেটা হল যিহোবার আসন্ন দিনের বিষয়ে আমরা লোকেদের সতর্ক করতে চাই। বাইবেলে নোহকে “প্রচারক” হিসেবে বর্ণনা করা হয়েছে। (পড়ুন, ২ পিতর ২:৫.) জলপ্লাবনের আগে নোহ লোকেদের যে-বার্তা জানিয়েছিলেন, সেটার মধ্যে নিশ্চয়ই আসন্ন বিনাশ সম্বন্ধে সতর্কবাণী ছিল। কেন আমরা তা বলতে পারি? কারণ যিশু বলেছিলেন: “জলপ্লাবনের সেই পূর্ব্ববর্ত্তী কালে, জাহাজে নোহের প্রবেশ দিন পর্য্যন্ত, লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না [“মনোযোগ দিল না,” NW], যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল; তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে।” (মথি ২৪:৩৮, ৩৯) যদিও বেশিরভাগ লোক নোহকে উপেক্ষা করেছিল কিন্তু তিনি বিশ্বস্তভাবে যিহোবার কাছ থেকে আসা সতর্কবাণী প্রচার করেছিলেন।
৯ বর্তমানে, আমরা রাজ্যের বার্তা প্রচার করি যাতে লোকেরা এটা জানার সুযোগ পায় যে, ভবিষ্যতে ঈশ্বর মানবজাতির জন্য কী করবেন। যিহোবার মতো আমরা সত্যিই চাই যেন লোকেরা সেই বার্তার প্রতি মনোযোগ দেয় ও “বাঁচে।” (যিহি. ১৮:২৩) আমরা যখন ঘরে ঘরে ও জনসাধারণ্যে প্রচার করি, তখন আমরা যতটা সম্ভব বেশি লোককে এই বিষয়ে চেতনা দিই বা সতর্ক করি যে, ঈশ্বরের রাজ্য আসবে এবং এই দুষ্ট জগৎকে ধ্বংস করবে।—যিহি. ৩:১৮, ১৯; দানি. ২:৪৪; প্রকা. ১৪:৬, ৭.
আমরা লোকেদের ভালোবাসি
১০. (ক) মথি ২২:৩৯ পদে প্রচার করার কোন কারণ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে? (খ) কীভাবে পৌল ও সীল ফিলিপীতে একজন কারারক্ষককে সাহায্য করেছিলেন?
১০ চতুর্থ যে-কারণে আমরা প্রচার করে চলি, সেটা হল আমরা লোকেদের ভালোবাসি। (মথি ২২:৩৯) এই ভালোবাসা আমাদের প্রচার করে চলতে সাহায্য করে কারণ আমরা জানি যে, লোকেদের পরিস্থিতি যখন পরিবর্তিত হয়, তখন তাদের মনোভাব পরিবর্তিত হতে পারে। উদাহরণ স্বরূপ, ফিলিপী শহরে বিরোধীরা পৌল ও সীলকে কারাগারে নিক্ষেপ করেছিল। কিন্তু, মাঝরাতে একটা ভূমিকম্প সেই কারাগারকে কাঁপিয়ে তুলেছিল এবং সেটার দরজাগুলো খুলে গিয়েছিল। কারারক্ষক ভেবেছিলেন, বন্দিরা পালিয়ে গিয়েছে আর এতে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে, তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু, পৌল তাকে থামিয়েছিলেন এবং চিৎকার করে বলেছিলেন: “ওহে, আপনার হিংসা [“ক্ষতি,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] করিও না।” সেই কারারক্ষক জিজ্ঞেস করেছিলেন: “পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে?” উত্তরে পৌল ও সীল তাকে বলেছিলেন: “প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে।”—প্রেরিত ১৬:২৫-৩৪.
১১, ১২. (ক) কারারক্ষকের বিবরণ আমাদের পরিচর্যা সম্বন্ধে কী শেখায়? (খ) কেন আমরা প্রচার করে চলতে চাই?
১১ কারারক্ষকের বিবরণ আমাদের প্রচার কাজ সম্বন্ধে কী শেখায়? লক্ষ করুন, একমাত্র ভূমিকম্পের পরই কারারক্ষক নিজের মনোভাব পরিবর্তন করেছিলেন এবং সাহায্য চেয়েছিলেন। একইভাবে, কোনো কোনো ব্যক্তি, যারা বাইবেলের বার্তা শুনতে চায় না, তাদের জীবনে যখন কোনো মর্মান্তিক ঘটনা ঘটে, তখন তারা হয়তো নিজেদের মনোভাব পরিবর্তন করতে পারে এবং সাহায্যের অনুসন্ধান করতে পারে। উদাহরণ স্বরূপ, কেউ কেউ হয়তো চাকরি হারানোর কারণে অথবা বিবাহবিচ্ছেদের কারণে প্রচণ্ড আঘাত পেতে পারে। আবার অন্যেরা যখন জানতে পারে যে, তাদের কোনো গুরুতর অসুস্থতা রয়েছে অথবা তাদের কোনো প্রিয়জন মারা গিয়েছে, তখন তারা একেবারে ভেঙে পড়ে। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন লোকেরা হয়তো জীবন সম্বন্ধে এমন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করতে পারে, যেগুলো নিয়ে তারা আগে কখনো চিন্তা করেনি। তারা হয়তো এমনটাও চিন্তা করতে পারে, ‘পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কী করতে হবে?’ তারা হয়তো জীবনে প্রথম বার আমাদের আশার বার্তা শোনার জন্য আগ্রহী হতে পারে।
১২ তাই, আমরা যদি বিশ্বস্তভাবে প্রচার করে চলি, তা হলে আমরা সেইসময় লোকেদের কাছে প্রচার করার জন্য উপস্থিত থাকব, যখন তারা আমাদের সান্ত্বনার বার্তা গ্রহণ করতে চাইবে। (যিশা. ৬১:১) বোন শার্লট, যিনি ৩৮ বছর ধরে অগ্রগামী হিসেবে সেবা করছেন, বলেন: “আজ লোকেরা দিশেহারা অবস্থায় আছে। তাদের সুসমাচার শোনার জন্য একটা সুযোগের প্রয়োজন রয়েছে।” বোন এভর, যিনি ৩৪ বছর ধরে অগ্রগামী হিসেবে সেবা করছেন, বলেন: “অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক লোক আবেগগতভাবে কষ্টের মধ্যে রয়েছে। আমি সত্যিই তাদের সাহায্য করতে চাই। এই বিষয়টাই আমাকে প্রচার করতে অনুপ্রাণিত করে।” স্পষ্টতই, লোকেদের প্রতি ভালোবাসা হল প্রচার করে চলার এক চমৎকার কারণ!
যে-উপহারগুলো আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে
১৩, ১৪. (ক) যোহন ১৫:১১ পদে কোন উপহারের বিষয়ে উল্লেখ করা হয়েছে? (খ) কীভাবে আমরা সেই আনন্দ লাভ করতে পারি, যেটা যিশুর রয়েছে? (গ) কীভাবে আনন্দ পরিচর্যায় আমাদের সাহায্য করে?
১৩ যিশু তাঁর মৃত্যুর আগের রাতে কিছু উপহারের বিষয়েও উল্লেখ করেছিলেন, যেগুলো তাঁর প্রেরিতদের ফল উৎপন্ন করে যেতে সাহায্য করবে। সেই উপহারগুলো কী এবং কীভাবে সেগুলো বর্তমানে আমাদের সাহায্য করতে পারে?
১৪ প্রথম উপহার হল আনন্দ। প্রচার কাজ কি আমাদের কাছে বোঝার মতো? একেবারেই না। যিশু দ্রাক্ষালতার দৃষ্টান্ত সম্বন্ধে উল্লেখ করার পর বলেছিলেন, আমরা যখন প্রচার করব, তখন আমরা সেই আনন্দ লাভ করব, যেটা তাঁর রয়েছে। (পড়ুন, যোহন ১৫:১১.) কীভাবে এটা সম্ভব? মনে করে দেখুন, যিশু তাঁর দৃষ্টান্তে নিজেকে দ্রাক্ষালতার সঙ্গে এবং তাঁর শিষ্যদের শাখার সঙ্গে তুলনা করেছিলেন। শাখাগুলো একমাত্র তখনই প্রয়োজনীয় জল ও পুষ্টি পেয়ে থাকে, যদি সেগুলো দ্রাক্ষালতার সঙ্গে সংযুক্ত থাকে। একইভাবে, আমরাও একমাত্র তখনই যিশুর মতো একই আনন্দ লাভ করতে পারি, যদি আমরা তাঁর সঙ্গে একতাবদ্ধ থাকি এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাঁর পদচিহ্ন অনুসরণ করি। তখন আমরা সেই আনন্দ লাভ করব, যেটা তাঁর রয়েছে আর এই আনন্দ ঈশ্বরের ইচ্ছা পালন করার মাধ্যমে লাভ করা যায়। (যোহন ৪:৩৪; ১৭:১৩; ১ পিতর ২:২১) বোন হানে, যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে অগ্রগামী হিসেবে সেবা করছেন, বলেন, “প্রতি বার পরিচর্যায় অংশ নেওয়ার পর আমি যে-আনন্দ অনুভব করি, সেটা আমাকে ক্রমাগত যিহোবার সেবা করতে উদ্দীপিত করে।” আনন্দ আমাদের প্রচার করে চলার জন্য শক্তি জোগাবে আর তা এমনকী সেই সময়ও, যখন অনেকে আমাদের কথা শুনবে না।—মথি ৫:১০-১২.
১৫. (ক) যোহন ১৪:২৭ পদে কোন উপহারের বিষয়ে উল্লেখ করা হয়েছে? (খ) কীভাবে শান্তি আমাদের ফল উৎপন্ন করে যেতে সাহায্য করে?
১৫ দ্বিতীয় উপহার হল শান্তি। (পড়ুন, যোহন ১৪:২৭.) যিশু তাঁর মৃত্যুর আগের সন্ধ্যায় তাঁর প্রেরিতদের বলেছিলেন: “আমি . . . আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি।” কীভাবে যিশুর শান্তি আমাদের প্রচার করে চলার জন্য সাহায্য করতে পারে? আমরা যখন প্রচার করে চলি, তখন আমরা শান্তি অনুভব করি কারণ আমরা বুঝি যে, আমরা যিহোবা ও যিশুকে খুশি করছি। (গীত. ১৪৯:৪; রোমীয় ৫:৩, ৪; কল. ৩:১৫) ভাই উল্ফ, যিনি ৪৫ বছর ধরে অগ্রগামী হিসেবে সেবা করছেন, বলেন, “এটা ঠিক যে, প্রচার করার ফলে আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু এটা আমার জীবনকে সত্যিই পরিতৃপ্তিদায়ক ও উদ্দেশ্যপূর্ণ করে তোলে।” আমরা কৃতজ্ঞ যে, আমরা সেই শান্তি খুঁজে পেয়েছি, যেটা চিরস্থায়ী!
১৬. (ক) যোহন ১৫:১৫ পদে কোন উপহারের বিষয়ে উল্লেখ করা হয়েছে? (খ) কীভাবে প্রেরিতরা যিশুর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারতেন?
১৬ তৃতীয় উপহার হল বন্ধুত্ব। যিশুর প্রেরিতরা যেন আনন্দপূর্ণ ব্যক্তি হয়, এই বিষয়টা তাদের বলার পর তিনি ব্যাখ্যা করেছিলেন, কেন তাদের জন্য নিঃস্বার্থ প্রেম দেখানো গুরুত্বপূর্ণ। (যোহন ১৫:১১-১৩) এরপর তিনি বলেছিলেন: “তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি।” যিশুর বন্ধু হতে পারাটা কতই-না মূল্যবান এক উপহার! কিন্তু, কীভাবে প্রেরিতরা তাঁর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারতেন? যিশু ব্যাখ্যা করেছিলেন: “তোমরা গিয়া” ক্রমাগত “ফলবান্ হও।” (পড়ুন, যোহন ১৫:১৪-১৬.) অন্যভাবে বললে, প্রচার করে চলুন। এই কথা বলার প্রায় দু-বছর আগে যিশু তাঁর প্রেরিতদের বলেছিলেন: “তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার কর, ‘স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।’” (মথি ১০:৭) এই কারণেই যিশু তাঁর মৃত্যুর আগের রাতে তাঁর শিষ্যদের প্রচার কাজে স্থির থাকার বা ধৈর্য ধরার বিষয়ে উৎসাহিত করেছিলেন। (মথি ২৪:১৩; মার্ক ৩:১৪) অবশ্য, যিশু জানতেন যে, তাঁর আজ্ঞা পালন করা সহজ হবে না। কিন্তু, তারা এটা করতে পারতেন আর এভাবে তাঁর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারতেন। কীভাবে? আরেকটা উপহারের সাহায্যে।
১৭, ১৮. (ক) যোহন ১৫:৭ পদে কোন উপহারের বিষয়ে উল্লেখ করা হয়েছে? (খ) কীভাবে সেই উপহার যিশুর শিষ্যদের সাহায্য করেছিল? (গ) বর্তমানে কোন উপহারগুলো আমাদের সাহায্য করে?
১৭ চতুর্থ উপহার হল আমাদের প্রার্থনার উত্তর। যিশু বলেছিলেন: “তোমাদের যাহা ইচ্ছা হয়, যাচ্ঞা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে।” (যোহন ১৫:৭, ১৬) যিশুর এই প্রতিজ্ঞা নিশ্চয়ই প্রেরিতদের অনেক শক্তিশালী করেছিল! b প্রেরিতরা পূর্ণরূপে বুঝতে পারেননি যে, যিশু শীঘ্রই মারা যাবেন। কিন্তু, তাঁর মৃত্যুর অর্থ এই হবে না যে, তাদের সাহায্য করার জন্য কেউ থাকবে না। যিহোবা তাদের প্রার্থনার উত্তর দেওয়ার এবং প্রচার কাজে তাদের সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন। আর তিনি ঠিক তা-ই করেছিলেন। যিশুর মৃত্যুর অল্পসময় পরই প্রেরিতরা প্রভু যিহোবার কাছে সাহস চেয়ে সাহায্যভিক্ষা করেছিলেন এবং যিহোবা তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।—প্রেরিত ৪:২৯, ৩১.
১৮ বর্তমানেও একই বিষয় সত্য। আমরা যখন প্রচার করার ক্ষেত্রে ধৈর্য ধরি, তখন আমরা যিশুর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখি। আর আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা সেইসময় আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, যখন আমরা প্রচার করাকে কঠিন বলে মনে করি এবং সাহায্যের জন্য প্রার্থনা করি। (ফিলি. ৪:১৩) আমরা খুবই কৃতজ্ঞ যে, যিহোবা আমাদের প্রার্থনার উত্তর দেন এবং যিশুর সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। যিহোবার কাছ থেকে পাওয়া এই দান বা উপহারগুলো আমাদের ফল উৎপন্ন করে যাওয়ার জন্য শক্তি জোগায়।—যাকোব ১:১৭.
১৯. (ক) কেন আমরা প্রচার করে চলি? (খ) কী আমাদের ঈশ্বরের কাছ থেকে পাওয়া কাজ সম্পন্ন করার জন্য সাহায্য করে?
১৯ কেন আমরা প্রচার করে চলি, সেই বিষয়ে এই প্রবন্ধে আমরা চারটে কারণ সম্বন্ধে শিখেছি: আমরা যিহোবাকে মহিমান্বিত করতে ও তাঁর নামকে পবিত্রীকৃত করতে চাই, যিহোবা ও যিশুর প্রতি আমাদের ভালোবাসা দেখাতে চাই, লোকেদের সতর্ক করতে চাই এবং লোকেদের প্রতি আমাদের ভালোবাসা দেখাতে চাই। এ ছাড়া, আমরা চারটে উপহারের বিষয়ে শিখেছি: আনন্দ, শান্তি, বন্ধুত্ব ও আমাদের প্রার্থনার উত্তর। এই উপহারগুলো আমাদের ঈশ্বরের কাছ থেকে পাওয়া কাজ সম্পন্ন করার জন্য শক্তি জোগায়। যিহোবা সেইসময় খুব খুশি হন, যখন তিনি আমাদের ‘প্রচুর ফলে ফলবান্ হইবার’ জন্য কঠোর পরিশ্রম করতে দেখেন!