সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অনেসিম ও জেরালডিন

নিজের দেশে ফিরে আসা ব্যক্তিরা যিহোবার কাছ থেকে আশীর্বাদ লাভ করে

নিজের দেশে ফিরে আসা ব্যক্তিরা যিহোবার কাছ থেকে আশীর্বাদ লাভ করে

অনেক ভাই ও বোন যারা অতীতে টাকা উপার্জন করার জন্য বিদেশে চলে গিয়েছিল, এখন তারা নিজের দেশে ফিরে এসেছে। যিহোবা ও লোকেদের প্রতি ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নিজের দেশে এমন এলাকায় বাস করতে শুরু করেছে, যেখানে আরও বেশি রাজ্যের প্রকাশকদের প্রয়োজন। (মথি ২২:৩৭-৩৯) তারা কোন কোন ত্যাগস্বীকার করেছে এবং কীভাবে যিহোবা তাদের পুরস্কৃত করেছেন? তা জানার জন্য আসুন, আমরা পশ্চিম আফ্রিকার ক্যামেরুন দেশের প্রতি মনোযোগ দিই।

“মাছ ধরার সঠিক জায়গা”

অনেসিম নামে একজন ভাই ১৯৯৮ সালে তার নিজের দেশ ক্যামেরুন ছেড়ে বিদেশে চলে যান। বিদেশে তিনি ১৪ বছর থাকেন। একদিন তিনি খ্রিস্টীয় সভাতে প্রচার কাজ সম্বন্ধে একটা উদাহরণ শোনেন। উদাহরণে বক্তা বলেছিলেন, “দু-জন বন্ধু আলাদা আলাদা জায়গায় মাছ ধরছে আর দেখা গেল একজন অন্য জনের থেকে বেশি মাছ পাচ্ছে, তা হলে কি অন্য বন্ধু সেই জায়গায় যাবে না, যেখানে বেশি মাছ পাওয়া যাচ্ছে?”

এই উদাহরণ শুনে, ভাই অনেসিম তার দেশ ক্যামেরুনে ফিরে যাওয়ার কথা ভাবেন, যেখানে অনেক লোক বাইবেল অধ্যয়ন করতে চায়। কিন্তু, তিনি চিন্তিত ছিলেন এই ভেবে যে, এত বছর বিদেশে থাকার পর তিনি কি আবার ক্যামেরুনে গিয়ে বাস করতে পারবেন? তা দেখার জন্য তিনি ছ-মাসের জন্য ক্যামেরুন ঘুরে আসেন। এরপর, ২০১২ সালে পুরোপুরিভাবে ক্যামেরুনে থাকতে শুরু করেন।

ভাই অনেসিম বলেন: “এখানকার গরম আবহাওয়া এবং জীবনযাত্রার মানের সঙ্গে মানিয়ে নিতে হয়। কিংডম হলে, আমাকে আরামদায়ক চেয়ার ছেড়ে আবারও শক্ত বেঞ্চের উপরে বসার অভ্যাস করতে হয়।” কিন্তু তিনি হেসে বলেন, “আমি কার্যক্রমের প্রতি যত বেশি মনোযোগ দিই, তত আরামদায়ক চেয়ারে বসার কথা ভুলে যেতে থাকি।”

এরপর, ২০১৩ সালে ভাই অনেসিম বোন জেরালডিনকে বিয়ে করেন, যিনি নয় বছর ফ্রান্সে থাকার পরে ক্যামেরুনে ফিরে এসেছিলেন। তারা যিহোবার ইচ্ছা পালন করাকে তাদের জীবনে প্রথমে রাখায়, কীভাবে যিহোবা তাদের পুরস্কৃত করেন? ভাই অনেসিম বলেন, “দম্পতি হিসেবে আমরা রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুলে যোগ দিই এবং বেথেলে সেবা করি।” গত বছরে আমাদের মণ্ডলীর ২০ জন বাইবেল ছাত্র বাপ্তিস্ম নিয়েছে। আমি অনুভব করি, এখন আমি মাছ ধরার সঠিক জায়গায় রয়েছি। (মার্ক ১:১৭, ১৮) জেরালডিন বলেন,“আমি যা কল্পনা করিনি তার থেকেও বেশি আশীর্বাদ লাভ করি।”

শিষ্য তৈরি করার কাজে আনন্দ

জুডাথ ও স্যাম-কাস্টেল

বোন জুডাথ যুক্তরাষ্ট্রে চলে গেলেও যিহোবার জন্য আরও বেশি করতে চেয়েছিলেন। তিনি বলেন, “প্রতি বার আমি যখন পরিবারের সঙ্গে দেখা করতে ক্যামেরুনে আসতাম, তখন কয়েক জন ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করাতাম কিন্তু সেই ব্যক্তিদের ছেড়ে যাওয়ার সময় আমি কাঁদতাম।” তা সত্ত্বেও, তিনি ক্যামেরুনে ফিরে আসতে ইতস্তত করতেন। তিনি মোটা বেতনের চাকরি করতেন, যার ফলে তার বাবার চিকিৎসার খরচ জোগাতে পারতেন, যিনি ক্যামেরুনে থাকেন। কিন্তু, তিনি যিহোবার উপরে নির্ভরতা রেখে ক্যামেরুনে ফিরে আসেন। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি যে-আরামদায়ক জীবনযাপন করতেন, সেটার অভাব বোধ করেন। বোন যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন, যেন তিনি মানিয়ে নিতে পারেন। আর সীমাঅধ্যক্ষ ও তার স্ত্রীও তাকে উৎসাহিত করেন।

বোন জুডাথ স্মরণ করে বলেন, “আমি তিন বছরের মধ্যে চার জন ব্যক্তিকে বাপ্তিস্ম নিতে সাহায্য করতে পেরে আনন্দিত হয়েছি।” পরে, বোন জুডাথ বিশেষ অগ্রগামী হিসেবে সেবা শুরু করেন। বর্তমানে, তিনি তার স্বামী স্যাম-কাস্টেলের সঙ্গে সীমার কাজ করছেন। বোন জুডাথের বাবার চিকিৎসার কী হয়? যখন তার বাবার অপারেশনের প্রয়োজন পড়ে, তখন বোন জুডাথ ও তার পরিবার বিদেশে এমন একটা হাসপাতালের খোঁজ পান, যারা তার বাবার চিকিৎসার খরচ বহন করতে রাজি হয়। আনন্দের বিষয় হল, সেই অপারেশন সফল হয়।

যিহোবা আমাদের খুব ভালোভাবে যত্ন নেন

ক্যারোলিন ও ভিক্টর

ভিক্টর নামে একজন ভাই কানাডাতে চলে যান আর সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। একবার প্রহরীদূর্গের একটা প্রবন্ধে উচ্চশিক্ষা সম্বন্ধে পড়ার পর তিনি সেই বিষয়ে চিন্তা করেন। এরপর, তিনি বিশ্ববিদ্যালয়ের পড়া ছেড়ে একটা স্বল্পমেয়াদি টেকনিক্যাল ট্রেনিং কোর্স করেন। তিনি বলেন, “এটা আমাকে শীঘ্রই একটা চাকরি পেতে আর সেইসঙ্গে অগ্রগামী সেবা শুরু করতে সাহায্য করেছিল, যা আমি চেয়েছিলাম।” পরে, ভাই ভিক্টর বোন ক্যারোলিনকে বিয়ে করেন এবং তারা ক্যামেরুনে ঘুরতে যান। সেখানে শাখা অফিস পরিদর্শন করার সময় কয়েক জন ভাই তাদের ক্যামেরুনে এসে সেবা করার জন্য উৎসাহিত করে। ভাই ভিক্টর বলেন, “আমরা না বলার কোনো কারণ খুঁজে পাইনি আর আমরা যেহেতু আমাদের জীবনকে সাদাসিধে রেখেছিলাম, তাই আমরা এই আমন্ত্রণ গ্রহণ করতে পারি।” ক্যারোলিনের কিছু শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তারা সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

ভাই ভিক্টর ও বোন ক্যারোলিনা নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করা শুরু করেন এবং সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন, যারা বাইবেলের প্রতি আগ্রহী। তারা কিছুটা টাকা জমিয়ে রেখেছিলেন বলে শুরুতেই তাদের চাকরি করার প্রয়োজন হয়নি। পরে, আবার তারা কিছু মাসের জন্য কানাডাতে গিয়ে টাকা রোজগার করেন আর ক্যামেরুনে ফিরে এসে অগ্রগামী সেবা চালিয়ে যান। তারা কোন আশীর্বাদগুলো লাভ করেন? তারা রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুলে যোগ দেন এবং বিশেষ অগ্রগামী হিসেবে সেবা করেন। আর এখন নির্মাণ প্রকল্পে সেবা করছেন। ভাই ভিক্টর বলেন, “আমরা আরামদায়ক জীবন ত্যাগ করে যিহোবার উপর নির্ভর করা শিখি আর তিনি আমাদের খুব ভালোভাবে যত্ন নেন।”

নিজের জীবন যিহোবার কাছে উৎসর্গ করতে লোকেদের সাহায্য করার মাধ্যমে আনন্দ লাভ করা

স্টেফানি ও অ্যালেন

অ্যালেন নামে একজন ভাই ২০০২ সালে জার্মানির এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। সেইসময় তিনি যুবক-যুবতীরা—তোমাদের জীবনকে তোমরা কীভাবে কাজে লাগাবে? শিরোনামের একটা ট্র্যাক্ট পড়েন আর তার লক্ষ্য পাল্টে যায়। তিনি ২০০৬ সালে, মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলে যোগ দেন এবং তাকে তার দেশ ক্যামেরুনে কার্যভার দেওয়া হয়।

ভাই অ্যালেন ক্যামেরুনে একটা পার্ট টাইম চাকরি খুঁজে পান। আর এরপর তিনি এক মোটা বেতনের চাকরি খুঁজে পান কিন্তু তিনি চিন্তিত হয়ে পড়েন যে, আগের মতো প্রচার কাজে সময় দিতে পারবেন কি না। কিছু সময় পরে যখন তাকে বিশেষ অগ্রগামী হিসেবে সেবা করার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন কোনোরকম ইতস্তত না করেই তিনি তা গ্রহণ করেন। তার বস মাইনে বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিলেও তিনি না বলে দেন। পরে, ভাই অ্যালেন বোন স্টেফানিকে বিয়ে করেন, যিনি ফ্রান্সে থাকতেন। ক্যামেরুনে আসার পরে বোন কোন কোন সমস্যার মুখোমুখি হন?

বোন স্টেফানি বলেন: “আমার ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা ও অ্যালার্জি দেখা দিয়েছিল কিন্তু আমি নিয়মিত চিকিৎসা করে যাই এবং স্বস্তি লাভ করি।” এই দম্পতি ধৈর্য ধরার মাধ্যমে পুরস্কৃত হন। ভাই অ্যালেন বলেন: “আমরা কাতে নামে একটা দূরবর্তী গ্রামে গিয়ে প্রচার করি আর সেখানে কিছু ব্যক্তিদের খুঁজে পাই, যারা বাইবেল অধ্যয়ন করতে আগ্রহী ছিল। পরে, আমরা তাদের সঙ্গে ফোনের মাধ্যমে বাইবেল অধ্যয়ন চালিয়ে যেতে সক্ষম হই। তাদের মধ্যে দু-জন বাইবেল ছাত্র বাপ্তিস্ম নেয় এবং সেখানে প্রকাশকদের একটা দল গঠিত হয়।” বোন স্টেফানি বলেন: “যিহোবার কাছে নিজেদের জীবন উৎসর্গ করতে কাউকে সাহায্য করার যে-আনন্দ, তা অন্য কিছুতে পাওয়া যায় না। এখানে সেবা করায় আমরা এই আনন্দ বার বার পেয়েছি।” বর্তমানে, ভাই অ্যালেন ও বোন স্টেফানি সীমার কাজ করছেন।

“আমরা এখানে এসে ঠিকই করেছিলাম”

লিয়ন্স ও জিসেল

জিসেল নামে একজন বোন ইটালিতে মেডিকেল স্কুলে পড়ার সময় বাপ্তিস্ম নেন। যে-অগ্রগামী দম্পতি বোনকে বাইবেল অধ্যয়ন করিয়েছিলেন, তাদের সাদাসিধে জীবন তাকে প্রভাবিত করে। বোন জিসেল পরিচর্যায় আরও বেশি করতে চান, তাই পড়াশোনা শেষ করে তিনি নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করতে শুরু করেন।

বোন জিসেল যিহোবার সেবায় আরও বেশি করার জন্য ক্যামেরুনে ফিরে আসতে চেয়েছিলেন ঠিকই কিন্তু তিনি চিন্তিত ছিলেন। বোন বলেন, “আমাকে ইটালির নাগরিকতা ছাড়তে হতো এবং সেখানকার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনকে ছেড়ে আসতে হতো।” তবুও বোন জিসেল ২০১৬ সালের মে মাসে ক্যামেরুনে ফিরে আসেন। কিছু সময় পর, লিয়ন্স নামে একজন ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয় এবং ক্যামেরুনের শাখা অফিস তাদের আয়োস নামে একটা ছোটো শহরে যাওয়ার জন্য পরামর্শ দেয়, যেখানে রাজ্যের প্রচারকদের বেশি প্রয়োজন।

আয়োসে তাদের জীবন কেমন ছিল? বোন জিসেল বলেন: “সেখানে কখনো কখনো কয়েক সপ্তাহ ধরে কোনো ইলেকট্রিসিটি থাকত না, তাই আমরা আমাদের মোবাইল ফোনে চার্জ দিতে পারতাম না আর বেশিরভাগ সময়ই সেগুলো কাজ করত না। আমি কাঠের জ্বালানি দিয়ে রান্না করতে শিখি। আর সেখানে আমরা রাতের বেলায় ঠেলাগাড়ি ও টর্চ নিয়ে জল আনতে যেতাম, কারণ তখন সেখানে ভিড় কম হত।” এইরকম পরিস্থিতিতে কোন বিষয়টা বোন জিসেল ও তার স্বামীকে ধৈর্য ধরতে সাহায্য করে? বোন জিসেল বলেন: “যিহোবার পবিত্র শক্তি আমাদের সাহায্য করেছে। বিবাহিত সাথি হিসেবে আমরা একে অপরকে সাহায্য করি। এ ছাড়া, পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া উৎসাহ ও আর্থিক সহায়তা আমাদের সাহায্য করেছে।”

বোন জিসেল কি তার নিজের দেশে ফিরে এসে আনন্দিত? বোন বলেন, “হ্যাঁ!, অবশ্যই! শুরুতে যদিও আমাদের বিভিন্ন সমস্যা ও নিরুৎসাহিতা ছিল, কিন্তু একবার যখন সেগুলো কাটিয়ে উঠি, তখন বুঝতে পারি আমরা এখানে এসে ঠিকই করেছি। আমরা যিহোবার উপর নির্ভর করি এবং তাঁর নিকটবর্তী অনুভব করি।” ভাই লিয়ন্স ও বোন জিসেল রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুলে যোগ দেন এবং বর্তমানে তারা অস্থায়ী বিশেষ অগ্রগামী হিসেবে সেবা করছেন।

যে-ভাইবোনেরা নিজের দেশে ফিরে আসে, তারা একজন জেলের মতো সাহস দেখায়। জেলে যেমন বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও এমন জায়গায় যায় যেখানে বেশি মাছ পাবে, তেমনই এই ভাইবোনেরা বিভিন্ন ত্যাগস্বীকার করে এমন জায়গায় যায়, যেখানে রাজ্যের বার্তা শোনার জন্য সৎহৃদয়ের লোকেদের পাওয়া যায়। কোনো সন্দেহ নেই, যিহোবা এই কঠোর পরিশ্রমী প্রকাশক, যারা তাঁর নামের প্রতি প্রেম দেখিয়েছে, তাদের স্মরণে রাখবেন। (নহি. ৫:১৯; ইব্রীয় ৬:১০) আপনি যদি বিদেশে রয়েছেন এবং আপনার দেশে রাজ্যের প্রকাশকদের প্রয়োজন আছে, তা হলে আপনি কি ফিরে আসতে চাইবেন? আপনি যদি তা করেন, তাহলে আপনার জন্য অনেক আশীর্বাদ অপেক্ষা করে আছে।—হিতো. ১০:২২.