প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০১৯
এই সংখ্যায় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে মার্চ মাসের ১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
অধ্যয়ন প্রবন্ধ ৪৯
কাজ করার এবং বিশ্রাম নেওয়ার “সময় আছে”
ইস্রায়েলীয়দের দেওয়া সাপ্তাহিক বিশ্রামবারের উদাহরণ ব্যবহার করে এই প্রবন্ধ আমাদের কাজ করার এবং বিশ্রাম নেওয়ার বিষয়টা বিবেচনা করে দেখতে সাহায্য করবে।
অধ্যয়ন প্রবন্ধ ৫০
যিহোবা আপনার জন্য মুক্তির ব্যবস্থা করেন
প্রাচীন যোবেল বছর আমাদের একটা মুক্তির ব্যবস্থার বিষয়ে স্মরণ করিয়ে দেয়, যে-ব্যবস্থা যিহোবা আমাদের জন্য করেছেন।
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
ব্যবস্থায় বলা হয়েছিল, কোনো বাগ্দত্তা মেয়ে চিৎকার করা সত্ত্বেও কোনো পুরুষ যদি তাকে “মাঠে” ধর্ষণ করে, তা হলে সেই মেয়ে ব্যভিচারের দোষে দোষী হবে না কিন্তু সেই পুরুষ দোষী হবে। কেন?
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
শয়তান যখন হবাকে বলেছিল যে, হবা যদি সদসদ্-জ্ঞানদায়ক বৃক্ষের ফল খান, তা হলে তিনি মারা যাবেন না, তখন কি শয়তান হবার কাছে আত্মার অমরত্বের ধারণাটা তুলে ধরেছিল, যে-ধারণা বর্তমানে প্রচলিত?
অধ্যয়ন প্রবন্ধ ৫১
আপনি যিহোবাকে কতটা ভালোভাবে জানেন?
যিহোবাকে জানার অর্থ কী এবং যেভাবে তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা যায়, সেই বিষয়ে আমরা মোশি ও রাজা দায়ূদের কাছ থেকে কী শিখতে পারি?
অধ্যয়ন প্রবন্ধ ৫২
বাবা-মায়েরা—আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসার জন্য প্রশিক্ষণ দিন
কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসার এবং তাঁর সেবা করার জন্য প্রশিক্ষণ দিতে পারেন?
“সর্ব্ববিষয়ে ধন্যবাদ কর”
কৃতজ্ঞতার মনোভাব গড়ে তোলা যে আমাদের জন্য ভালো, সেটার পিছনে একাধিক কারণ রয়েছে।
আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? দেখুন, আপনার কী মনে আছে।
২০১৯ সালের জন্য প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকার বিষয়সূচি
২০১৯ সালের প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকার সমস্ত প্রবন্ধের তালিকা বিষয় অনুযায়ী সাজানো রয়েছে।