প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জুন ২০২০

এই সংখ্যায় ২০২০ সালের আগস্ট মাসের ৩-৩০ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

অধ্যয়ন প্রবন্ধ ২৩

“তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক”

অধ্যয়ন প্রবন্ধ ২৩: আগস্ট ৩-৯, ২০২০. মানুষ ও স্বর্গদূতেরা কোন গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়ে মুখোমুখি হচ্ছে? কী এই বিচার্য বিষয়টাকে এতটা গুরুত্বপূর্ণ করে তোলে এবং এর সঙ্গে কীভাবে আমরা জড়িত? এই প্রশ্নগুলো এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত প্রশ্নগুলোর উত্তর বোঝা যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

অধ্যয়ন প্রবন্ধ ২৪

“তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর”

অধ্যয়ন প্রবন্ধ ২৪: আগস্ট ১০-১৬, ২০২০. এই প্রবন্ধে আমরা রাজা দায়ূদের প্রার্থনার কিছু অংশের উপর মনোযোগ দেব, যেটা গীতসংহিতা ৮৬:​১১, ১২ পদে লিপিবদ্ধ রয়েছে। যিহোবার নামের প্রতি ভয় থাকার অর্থ কী? কেন আমাদের সেই মহান নামের প্রতি সশ্রদ্ধ ভয় থাকা উচিত? আর কীভাবে ঈশ্বরের প্রতি ভয় প্রলোভনের কাছে নতিস্বীকার করার বিরুদ্ধে সুরক্ষা জোগাতে পারে?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

আমরা কি কেবল সেই গুণগুলোকেই “আত্মার ফল” বলতে পারি, যেগুলোর বিষয়ে গালাতীয় ৫:​২২, ২৩ পদে উল্লেখ করা হয়েছে?

অধ্যয়ন প্রবন্ধ ২৫

“আমিই আপন মেষগণের অন্বেষণ করিব”

অধ্যয়ন প্রবন্ধ ২৫: আগস্ট ১৭-২৩, ২০২০. কেন কোনো কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে বিশ্বস্তভাবে যিহোবার সেবা করার পরও মণ্ডলী থেকে দূরে সরে গিয়েছে? ঈশ্বর তাদের সম্বন্ধে কেমন অনুভব করেন? এই প্রবন্ধে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে বিবেচনা করা হবে। এ ছাড়া, বাইবেলের সময়ে যে-ব্যক্তিরা কিছু সময়ের জন্য যিহোবার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তাদের যেভাবে তিনি সাহায্য করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখতে পারি, তা নিয়েও এই প্রবন্ধে আলোচনা করা হবে।

অধ্যয়ন প্রবন্ধ ২৬

“আমার কাছে ফিরিয়া আইস”

অধ্যয়ন প্রবন্ধ ২৬: আগস্ট ২৪-৩০, ২০২০. যিহোবা চান যেন সেই ব্যক্তিরা তাঁর কাছে ফিরে আসে, যারা মণ্ডলীর সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছে বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আমরা সেই নিষ্ক্রিয় ব্যক্তিদের উৎসাহিত করার জন্য অনেক কিছু করতে পারি, যারা যিহোবার এই আমন্ত্রণে সাড়া দিতে চায়, “আমার কাছে ফিরিয়া আইস।” এই প্রবন্ধে আমরা বিবেচনা করব যে, কীভাবে আমরা তাদের এই ক্ষেত্রে সাহায্য করতে পারি।