অধ্যয়নের জন্য পরামর্শ
ছবিগুলো থেকে শিখুন
আমাদের প্রকাশনায় অনেক ছবি ব্যবহার করা হয়। এই ছবিগুলোর মাধ্যমে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়। কীভাবে আমরা সেই ছবিগুলো থেকে শিখতে পারি?
-
কোনো প্রবন্ধ পড়ার আগে, সেটাতে দেওয়া ছবিগুলো দেখুন। কেন? কারণ আমাদের যখন কোনো সুস্বাদু খাবার দেওয়া হয়, তখন আমরা দ্রুত সেটা চেখে দেখতে চাই। একইভাবে, আমরা যখন কোনো প্রবন্ধে দেওয়া ছবি দেখি, তখন আমাদের সেই প্রবন্ধটা দ্রুত পড়তে ইচ্ছা করে। তাই, কোনো প্রবন্ধ পড়ার আগে সেই প্রবন্ধে দেওয়া ছবিগুলো দেখে নিজেকে জিজ্ঞেস করুন, ‘এখানে কী দেখানো হয়েছে?’—আমোষ ৭:৭, ৮.
-
প্রবন্ধটা পড়ার সময় চিন্তা করুন, কেন এই ছবিগুলো দেওয়া হয়েছে। ছবির ক্যাপশন পড়ুন এবং ছবি সম্বন্ধে কোনো বর্ণনা দেওয়া হলে সেটাও পড়ুন। লক্ষ করুন, কীভাবে এই ছবিগুলো প্রবন্ধের বিষয়বস্তুর সঙ্গে জড়িত। আর চিন্তা করুন, আপনি এই ছবিগুলো থেকে যা শিখেছেন, তা কীভাবে কাজে লাগাতে পারেন।
-
প্রবন্ধ পড়ার পরে, আবারও ছবিগুলো দেখুন আর চিন্তা করুন, প্রবন্ধের মূল বিষয় কী ছিল। এরপর চোখ বন্ধ করে প্রত্যেকটা ছবি মনে করার চেষ্টা করুন এবং এও চিন্তা করুন, সেগুলো থেকে আপনি কী শিখেছেন।
-
আসুন, এই প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া ছবিগুলোর উপর আরও একবার মনোযোগ দিই এবং মনে করার চেষ্টা করি যে, সেই ছবিগুলো থেকে আমাদের কী শেখানো হয়েছিল?