সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

অধ্যয়নের জন্য পরামর্শ

যিহোবা সম্বন্ধে অমূল্য রত্ন খুঁজুন

আমরা যখন বাইবেলের কোনো অংশ পড়ি, তখন অন্যান্য প্রকাশনা থেকে গবেষণা করার মাধ্যমে আমরা সেটা আরও ভালো করে বুঝতে পারি। তবে, আমরা কেবল তথ্য সংগ্রহ করি না। আমাদের এমন রত্ন খুঁজতে হবে, যেটা থেকে আমরা যিহোবাকে আরও ভালো করে জানতে পারব এবং তাঁকে আরও বেশি করে ভালোবাসব। তাই, বাইবেল পড়ার সময়ে আমরা চিন্তা করতে পারি, ‘এই বিবরণ থেকে আমি যিহোবা সম্বন্ধে কী শিখেছি?’

আমরা চিন্তা করতে পারি, কোন বিষয়টা থেকে বোঝা যায় যে, যিহোবা আমাদের খুব ভালোবাসেন, তিনি অনেক প্রজ্ঞাবান, সবসময় ন্যায়বিচার করেন এবং প্রচুর শক্তিশালী। তবে, যিহোবার আরও অনেক চমৎকার গুণ রয়েছে। আপনি সেগুলোর বিষয়ে কোথা থেকে জানতে পারেন?

যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা-এ “যিহোবা ঈশ্বর” শিরোনামের বিষয়ের অধীনে দেওয়া উপশিরোনাম “যিহোবার গুণাবলি” দেখুন। এরপর আপনার বাইবেলের সেই অংশ থেকে যিহোবার যে-গুণগুলোর বিষয়ে জেনেছেন, সেগুলো সম্বন্ধে আরও বোঝার জন্য গবেষণা নির্দেশিকা-এ দেওয়া প্রবন্ধগুলো পড়ুন।